শাবি প্রতিনিধি
আপডেট: ১০:৫৬, ১২ আগস্ট ২০২১
দেশীয় ওপেন-সোর্স প্রযুক্তির প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি
বাংলাদেশের একটি স্টার্টআপ কোম্পানী CRUX (cruxbd.com) এর গবেষকরা তৈরী করেছে সম্পূর্ণ ওপেন সোর্স ভিত্তিক একটি মেডিক্যাল ভেন্টিলেটর। যার গবেষণা পত্র জাপানের একটি আন্তর্জার্তিক কনফারেন্সে একসেপ্টেড হয়েছে।
কনফারেন্সটির নাম International Conference on Biomedical and Bioinformatics Engineering (ICBBE-2021), Kyoto, Japan. আর এই ভেন্টিলেটরের নাম RAPIDLY DEVELOPABLE LOW COST AND POWER EFFICIENT PORTABLE TURBINE-BASED EMERGENCY VENTILATOR ।
বুধবার (১১ আগস্ট) রাতে প্রজেক্টটির দলনেতা ও শাবির সাবেক শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল বিষয়টি জানান।
সৈয়দ রেজওয়ানুল হল নাবিল বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মত এ প্রজেক্ট ওপেন সোর্স হার্ডওয়্যার এ্যাসোসিয়েশন (OSHWA) থেকেও সার্টিফিকেশন পায় যার প্রজেক্ট আইডি BD000001। OSHWA মূলত একটি আন্তজার্তিক এ্যাসোসিয়েশন যা নিউ ইউর্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল এবং আলফ্রেড পি স্লোন ফাউণ্ডেশন এর সাথে এফিলিয়েটেড।
এ স্বীকৃতির মাধ্যমে দেশের তরুণ প্রযুক্তিবিদরা কিভাবে উপকৃত হবে? জানতে চাইলে টিম লিডার নাবিল বলেন,এর মাধ্যমে তরুণরা অনেকভাবে উপকৃত হবে। কারণ এটি বাংলাদেশে ডেভেলপ করা প্রথম ওপেন সোর্স টারবাইন বেইজড ভেন্টিলেটর। যা দেশের তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা বিশ্বের দরবারে তুলে ধরবে। যেহেতু এটি উন্মুক্ত তাই দেশ এবং বিদেশের গবেষকরা এর ডিজাইন এবং কোড বিভিন্ন মেডিক্যাল এবং নন-মেডিক্যাল ডিভাইস বানাতে ব্যবহার করতে পারবে। এটি আন্তর্জাতিক গবেষণা কনফারেন্সে স্থান পাওয়ায় এবং আন্তর্জাতিক ওপেন সোর্স এ্যাসোসিয়েশন এর সার্টিফিকেশন পাওয়ায় দেশের গবেষণাকে আন্তর্জাতিক মহলে তুলে ধরবে।
আন্তর্জাতিক এ স্বীকৃতি পাওয়াতে এ প্রজেক্টির লাভ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি পাওয়ায় আমরা দেশ বিদেশের আরো গবেষণায় অংশগ্রহণ করতে পারব এবং যেকেউ আমাদেরকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিতে ভরসা পাবে। তাছাড়া দেশের স্টার্টআপ জগতে এটি একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে থাকবে এবং আমাদের বিভিন্ন প্রজেক্টে ফাণ্ড কালেকশনে সুবিধা হবে।
প্রজেক্টির সদস্য সংখ্যার বিষয়ে টিম লিডার নাবিল বলেন, প্রথমে মাত্র দুইজন সদস্য নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত টিম মেম্বার হয় ছয় জন । সদস্যরা হলো সৈয়দ রেজওয়ানুল হক নাবিল(টিম লিডার), মারুফ হোসেন রাহাত, হাসান সোহাগ, ফজলে রাব্বি শাফি, সত্য রঞ্জন সরকার এবং শোভন সুদন সাহা ।
উল্লেখ্য, নাবিল এবং রাহাত দুজনেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ড্রোন সহ বিভিন্ন প্রজেক্টে অনেক আগে থেকেই কাজ করে আসছে।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩