তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২২:৪৭, ১৭ আগস্ট ২০২১
‘একটি দক্ষ বাংলাদেশের খোঁজে’ মেন্টোরিয়ানের উদ্বোধন ১৮ আগস্ট
'একটি দক্ষ বাংলাদেশের খোঁজে' প্রতিপাদ্য নিয়ে আগামী ১৮ ই আগস্ট, ২০২১ রাজধানীর স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার মেন্টোরিয়ান-এর উদ্বোধন করা হবে।
এ প্রজন্ম ডিজিটাল প্রজস্ম। তরুণ প্রজন্ম নিজেদেরকে দক্ষ করে তুলবে এবং এ প্রতিযোগিতামূলক বিশ্বে প্রত্যেকে একজন যোগ্য বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
রেসের ময়দানে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাওয়া থেকেই মূলত Mentorian এর জন্ম। বিগত ৪ মাস ধরে লাইভ ক্লাসের মাধ্যমে ২ হাজারের বেশি লার্নারকে লার্নিং বাবলের মধ্যে আনতে পেরেছে মেন্টোরিয়ান। এছাড়াও ৪০টির বেশি ফ্রি সেশন এবং অসংখ্য CSR Activity এর মাধ্যমে আরো ও ৭ হাজার লার্নারকে তারা যুক্ত করেছে তাদের সাথে।
বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ এবং এই সম্ভবনাকে কাজে লাগাতে হলে দরকার মানসম্মত দক্ষ মানুষের। গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, ইংরেজিতে দক্ষতা, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ ডিজিটাল যুগের প্রয়োজনীয় প্রশিক্ষণগুলোকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে মেন্টোরিয়ান। ভবিষ্যতে এই কাজের পরিধি আরও বাড়ানো হবে।
ফাইনালি মেন্টোরিয়ানের Website লঞ্চ হতে যাচ্ছে আগামী ১৮ আগস্ট ঠিক ৭ টা বেজে ৫৯ মিনিটে। এই জার্নিতে অনুপ্রেরণা দেয়ার জন্য সাথে থাকছেন চিফ গেস্ট হিসেবে থাকবেন র্যাংক্স এফ সি প্রপার্টিজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার তানভীর শাহরিয়ার রিমন ও দারাজ (Daraz) বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান।
এছাড়াও স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার বেনজির আবরার, বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ জিকো এবং বাংলাদেশ টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
আগামী বুধবার (১৮ আগস্ট) মেন্টোরিয়ানের আয়োজিত ভার্চুয়াল ইনোগোরেশন প্রোগ্রামে ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এক্সিলেন্স বাংলাদেশ। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে রেজিস্টার্ড অনলাইন নিউজ পোর্টাল আইনিউজ (eyenews.news)।
মেন্টেরিয়ানের উদ্দেশ্য, রেসের ময়দানে পিছিয়ে পড়া ছেলে-মেয়েরা সামনে এগিয়ে যাক মেন্টোরিয়ান এর হাত ধরে। আর মেন্টোরিয়ানও এগিয়ে যাক দেশের মঙ্গলের জন্য। দক্ষতা অর্জন করুন, নিজেকে গড়ে তুলুন।
দেশ-বিদেশের নির্ভরযোগ্য সব সংবাদ পেতে আইনিউজ
দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল আইনিউজ (eyenews.news) দেশ-বিদেশের চলমান ঘটনার পাশাপাশি ফিচার, অনুসন্ধান ও গবেষণা নিয়ে কাজ করছে। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিষয়ক সচেতনতার পাশাপাশি বিনোদন, পর্যটন বিকাশ, শিক্ষা, অর্থনীতি, তথ্য-প্রযুক্তি, উদ্যোক্তা সৃষ্টি ও সমসাময়িক ঘটনা নিয়ে লাইভ অনুষ্ঠান করে আসছে। এতে মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিবগণসহ সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। যুক্ত হয়েছেন দেশের প্রান্তিক মানুষও।
বিনোদন অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সঙ্গীত শিল্পী, অভিনেতা এবং আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেছেন। এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে- আইনিউজ।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩