তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ০০:৩৪, ২০ আগস্ট ২০২১
মোবাইল হবে কম্পিউটার
মোবাইল হবে কম্পিউটার- এমন নানা উদ্ভাবনী আইডিয়া নিয়ে যাত্রা শুরু করেছে ‘মেন্টরিয়ান’।
বইপিডিয়ার সহযোগিতায় ফাইনালি মেন্টরিয়ান-এর ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে ১৮ ই আগস্ট ঠিক ৭ টা বেজে ৫৯ মিনিটে। এই আয়োজনে যুক্ত হয়েছিলেন স্কিল ডেভেলপমেন্ট নানা সেক্টরে আগ্রহী মানুষেরা! এই আয়োজনটি ৩টি পর্বে ভাগ করা হয়েছিলো। মেন্টরিয়ান-এর চিফ অফ কন্টেন্ট মার্কেটিং সাজিয়া জাহান সিনহা এবং পি আর ম্যানেজার সামিনা তাসনিমের সঞ্চালনায় সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সাথে যুক্ত ছিলেন মেন্টরিয়ান এর টিম মেম্বার এবং ইন্সট্রাকটররাও।
ইনোগোরেশন প্রোগ্রামে অনুপ্রেরণা দেয়ার জন্য সাথে ছিলেন মেন্টরিয়ানের ফাউন্ডার রাসেল এ কাউসার, প্রধান অতিথি তানভীর শাহরিয়ার রিমন এবং তাজদিন হাসান, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ এবং ফারহান আহমেদ জোভান।
ওয়েবসাইট ইনোগোরেশন প্রোগ্রামে শুরুতেই জয়েন করেন ফারহান আহমেদ জোভান (অভিনেতা এবং মডেল, বাংলাদেশ টিভি মিডিয়া)। মেন্টরিয়ান এর কাছে তার প্রত্যাশা কি জানতে চাইলে বলেন, "কোভিড -১৯ এর প্রভাবে সবাই যেহেতু বাসায় বসেই আছে। এই সময়টা বসে না থেকে ই-লার্নিং-এ যুক্ত হয়ে কিছু শিখে দক্ষতা অর্জন করাটাই ভালো। ব্যক্তিগত জীবনে প্রতিদিন কোনো না কোনো স্কিল ডেভেলপ করা উচিৎ। আপনি যে প্রোফেশনেই যান না কেনো আপনাকে প্রথমে একজন ভালো মানুষ হতে হবে। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে প্রতিনিয়ত। এতে করে আপনি ব্যক্তিগত এবং প্রোফেশনাল জীবনে সফলতা ধরে রাখতে পারবেন।
প্রোগ্রামের প্রধান অতিথি তাজদিন হাসান (চিফ মার্কেটিং অফিসার, দারাজ বাংলাদেশ) বলেন, নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে নিজের একটা আলাদা স্বত্ত্বা তৈরি হয়। "ক্রিয়েট ইউরসেল্ফ এ ব্র্যান্ড "নিজেকে এমন ভাবে করতে হবে যাতে আরেকজন ব্যক্তি নির্দিষ্ট কাজের সাথে আপনাকেই রিলেট করতে পারে।!
প্রোগ্রাম এর বিশেষ অতিথি ফয়সাল মাহমুদ (সিনিয়র মার্কেটিং ম্যানেজার,বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড) বলেন,মার্কেটিং সেক্টরে নেগেটিভ মার্কেটিং টা ইদানীং বেশি প্রচলিত হয়ে গিয়েছে। কিন্ত এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এতে যেন অনেক বেশি নেগেটিভ ইম্প্রেশন তৈরি না হয়ে যায়। আর তাই পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের সবসময় ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবন কে আলাদা রাখতে হবে।
প্রোগ্রামের প্রধান অতিথি তানভীর শাহরিয়ার রিমন (চিফ এক্সিকিউটিভ অফিসার, র্যাংক্স এফ সি প্রপার্টিজ লিমিটেড) বলেন, সেলস এর জব কে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। প্রতিদিন জীবনে কিক খুঁজে নিতে হবে। সেলসম্যান এর কাজ টা মোটেও এক ঘেয়ে না তাই এই সেক্টরে ছেলেমেয়েদের ক্যারিয়ার ও অনেক উজ্জ্বল।শুধু চ্যালেঞ্জ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা জানতে হবে।
মেন্টরিয়ান সম্পর্কে যদি বলি রেসের ময়দানে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাওয়া থেকেই মূলত এই প্ল্যাটফর্মের জন্ম। বিগত ৪ মাস ধরে লাইভ ক্লাসের মাধ্যমে ২০০০+ লার্নারকে লার্নিং বাবলের মধ্যে আনতে পেরেছে মেন্টোরিয়ান। এছাড়া ও ৪০+ ফ্রি সেশান এবং অসংখ্য কর্পোরেট সোস্যাল রেস্পন্সিবলিটি এর মাধ্যমে আরো ও ১০,০০০+ লার্নারকে তারা যুক্ত করেছে তাদের সাথে।
এই ভার্চুয়াল ইনোগোরেশন প্রোগ্রামে ইভেন্ট পার্টনার এবং নিউজ পোর্টাল পার্টনার হিসেবে ছিলো যথাক্রমে এক্সিলেন্স বাংলাদেশ এবং eyenews.news।
মেন্টরিয়ানের বিশ্বাস, এই প্রজন্ম হচ্ছে ডিজিটাল প্রজন্ম। তরুণ প্রজন্ম নিজেরদেরকে দক্ষ করে তুলবে এবং এই প্রতিযোগিতামূলক বিশ্বে প্রত্যেকে একজন যোগ্য বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাই ডিজিটাল যুগের এই সমস্ত স্কিলগুলো দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে মেন্টরিয়ান। ভবিষ্যতে এই কাজের পরিধি আরো বাড়বে বলে আশা রাখা যায়।
রেসের ময়দানে পিছিয়ে পড়া মানুষগুলো সামনে এগিয়ে যাক মেন্টরিয়ানের হাত ধরে। আর মেন্টরিয়ানও এগিয়ে যাক দেশের মঙ্গলের জন্য।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩