তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২১:০০, ২২ সেপ্টেম্বর ২০২১
কতদিন পর পর মোবাইল ফোন পরিষ্কার করা উচিত?
বর্তমানে মোবাইল ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। অথচ যন্ত্রটি বেশি অপরিচ্ছন্ন থাকে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। কেননা মোবাইলে যতবার টাচ করা হয়ে থাকে, ততবারই হাতের সকল জীবাণু মোবাইলে জমা হতে থাকে। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই মোবাইলটিকে নিয়মিত পরিষ্কার রাখাটা জরুরি।
তবে নিয়মিত মানে কতবার, সেটা জানা প্রয়োজন। বাসায় থাকলে সপ্তাহে এক থেকে দু’বার পরিষ্কার করলেই চলবে। কিন্তু নিয়মিত বাইরে বেরোলে দু’দিন অন্তর পরিষ্কার করতে হবে।
আবার বাইরে সাধারণ শৌচালয় ব্যবহার করার সময়ে ফোন কোথায় রাখলে, দোকানে গিয়ে কিছু জিনিস কেনার সময়ে ফোন কোথাও নামিয়ে রাখলে অবশ্যই সেদিন বাড়ি ফিরে ফোন পরিষ্কার করতে হবে।
যেভাবে পরিষ্কার করবেন:
প্রথমে ঈষদুষ্ণ গরম পানিতে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। তারপর শুকনো নরম কাপড় দিয়ে ফোনের আলগা ময়লা মুছে ফেলুন। ফোন বন্ধ করে নিন।
৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন কোনো তরলে নরম কাপড় বা তুলো ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। অ্যালকোহল দেওয়া পরিষ্কার করার ওয়াইপও ব্যবহার করতে পারেন। হয়ে গেলে আবারো নরম কাপড়ে মুছে নিন।
সতর্কতা:
• অ্যালকোহলের পরিমাণ যেন ৭০ শতাংশের কম না হয়। তাতে জীবাণু মরবে না। ১০০ শতাংশও যেন না হয়, তাহলে ফোনের ক্ষতি হতে পারে।
• কোনো তরলে ফোন ডুবিয়ে ফেলবেন না।
• ফোনের কোনো পোর্টে কোনও তরল যেন না ঢুকে যায়।
• শুকনো টিস্যু পেপার ঘষবেন না, পর্দায় দাগ হয়ে যেতে পারে।
• ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন:
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩