তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১২:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২১
গিনেজ রেকর্ড গড়া ‘সবচেয়ে সাদা রং’ হবে এসির বিকল্প (ভিডিও)
এসির ব্যবহার কমিয়ে আনতে উদ্যোগী হয়েছেন যুক্তরাষ্ট্রের পুরদু ইউনিভার্সিটির একদল গবেষক। তাদের দাবি, ল্যাবরেটরিতে তারা তৈরি করেছেন বিশ্বের “সবচেয়ে সাদা রঙ” যা “সাদার চেয়েও সাদা”।
ইতোমধ্যে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে “সবচেয়ে সাদা রঙ” হিসেবে জায়গা করে নিয়েছে এটি। তবে রেকর্ড গড়া নয়, বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনাই ছিল এই উদ্ভাবনের মূল লক্ষ্য।
এ বছরের ১৫ এপ্রিল পুরদু ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত একটি জার্নালে বিজ্ঞানীরা দাবি করছেন, এই রঙ বিশ্বব্যাপী এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে।
এ বিষয়ে পুরদু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর জিউলিন রুয়ান বলেন, “সাত বছর আগে প্রজেক্টটা শুরুর সময়ই জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বাঁচানোর বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ শুরু করি।”
গবেষকরা জানান, তাদের উদ্দেশ্য ছিল এমন একটি রং তৈরি করা যেটি সূর্যের বিকিরণকে প্রতিফলিত করতে পারে। এই রংটি ৯৮.১% সূর্যের বিকিরণ প্রতিফলিত করতে পারে। যেখানে বর্তমানে বাজারে প্রচলিত রংগুলো সর্বোচ্চ ৮০-৯০% পর্যন্ত প্রতিফলনে সক্ষম।
শুধু তাই নয়। বিজ্ঞানীদের ভাষ্য, নতুন আবিষ্কৃত এই রংটি ইনফ্রারেড রশ্মিও প্রবেশে বাধা দেবে। কোনো ভবনের ছাদ ও দেয়ালে এই রংয়ের এর প্রলেপ দেওয়া হলে প্রাকৃতিকভাবেই ঘর ঠাণ্ডা থাকবে। যেমন, ১০০০ বর্গফুটের ছাদে যদি রং লাগানো হলে এয়ারকন্ডিশনারের ১০ কিলোওয়াট বিদ্যুৎ বাঁচাতে পারবে।
বিস্তারিত ভিডিওতে-
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩