তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২১:৫৫, ১ অক্টোবর ২০২১
স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ৫২এস ফাইভজি
ভোক্তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলতে এবং ফাইভজি প্রযুক্তির জগতে বিচরণের সুযোগ করে দিতে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে নিজেদের ‘এ’ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এ৫২এস ফাইভজি। স্যামসাং ‘এ’ সিরিজের এই সর্বশেষ সংস্করণটির বাজার মূল্য মাত্র ৪৪,৯৯৯ টাকা।
এর আগে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এ৫২, যা স্মার্টফোনপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এই চাহিদাকে মাথায় রেখেই স্যামসাং গ্যালাক্সি এ৫২ -এর পরবর্তী উন্নত সংস্করণটি নিয়ে এসেছে, যা গ্যালাক্সি এ৫এক্স সিরিজের জনপ্রিয়তার ধারাবাহিকতাকে অটুট রাখবে বলে আশা করা যাচ্ছে।
“বি ফাইভজি রেডি উইথ ফিউচার কম্প্যাটিবিলিটি” এই নীতিতে অনুপ্রাণিত হয়ে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফাইভজি স্মার্টফোনটি তৈরি করেছে, যার দূর্দান্ত ফাইভজি ফিচারগুলো ব্যবহারকারীর সামনে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
এসডিএম ৭৭৮জি অক্টা-কোর প্রসেসর, ৮ জিবি র্যাম (কাস্টোমাইজ যোগ্য) এবং ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ গ্যালাক্সি এ৫২এস ফাইভজি ব্যবহারের ক্ষেত্রে দেবে স্বাচ্ছন্দ্য ও দ্রুতগতির পূর্ণ নিশ্চয়তা। ৬.৫-ইঞ্চির এফএইচডি এসঅ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজের স্ক্রিন রিফ্রেশ রেট সম্পন্ন ফোনটির সিল্কের মতো মসৃণ স্ক্রল এবং গেমিং যে কারো নজর কাড়বে। এছাড়া, সেটটির দ্রুতগতির প্রসেসর ও এআই গেম বুস্টারের চমৎকার সমন্বয় ব্যবহারকারীদের দিবে নিরবচ্ছিন্ন এবং দুর্দান্ত গেমিংয়ের মজা।
গ্যালাক্সি এ৫২এস ফাইভজিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা, সাথে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আলোকচিত্রপ্রেমীরা এই ক্যামেরা সেটআপের মাধ্যমে ঝকঝকে ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন, এবং কোনো ধরনের ঝাঁকুনি ছাড়াই অটোমেটিক মোডে পরিষ্কার সব ছবি তুলে প্রিয় মুহুর্তগুলোকে ফ্রেমবন্দী করে রাখতে পারবেন। যেকোনো সময় সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য স্মার্টফোনটির ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা সেলফিগুলোও দেখাবে প্রাণবন্ত।
ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ২৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা, যা ব্যবহারকারীদের নিরবচ্ছিন্নভাবে সারাদিন কাজ করার নিশ্চয়তা দেয়। এছাড়াও, এ৫২এস ফাইভজি’র অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অলওয়েস অন ডিসপ্লে (এওডি) এবং ডুয়াল মেসেঞ্জার।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল, মো মুয়ীদূর রহমান বলেন, “উন্নত ফিচার সম্পন্ন গ্যালাক্সি এ৫২এস ফাইভজি ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং অত্যাধুনিক প্রযুক্তির অনন্য সংযোজন। এই ফোনটি আমাদের ব্যবহারকারীদেরকে আসন্ন ফাইভজি প্রযুক্তির সুবিধাগুলি উপভোগ করতে এবং অফুরন্ত সম্ভাবনার এক নতুন জগতে বিচরণের সুযোগ করে দিবে।
এ বিষয়ে আরো তথ্য জানতে স্যামসাংয়ের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট www.samsung.com -এ চোখ রাখুন।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩