তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৪:১৯, ৫ অক্টোবর ২০২১
ফেসবুক বিভ্রাট, প্রায় ৬০০ কোটি ডলার হারালেন মার্ক জুকারবার্গ
মার্ক জুকারবার্গ
ছয় ঘণ্টা বিভ্রাটের কারণে সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বড় ধাক্কা খেয়েছেন। একদিনেই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার কমে গেছে।
বড় ধরনের এই আর্থিক ক্ষতির কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায়ও পিছিয়ে গেছেন তিনি। ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে তিনি বিশ্বের ৬ষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) টানা ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয় জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। জুকারবার্গের ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি ফেসবুকের ক্ষতি হয়েছে প্রায় ৬ কোটি ডলার। কয়েক ঘণ্টা অফলাইনে থাকায় এই সামাজিক নেটওয়ার্ক সাইট প্রতি সেকেন্ডে হাজার হাজার ডলার হারিয়েছে। একই সময়ে ফেসবুকের শেয়ারের মূল্য কমেছে ৪ দশমিক ৮ শতাংশ।
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুকের মালিকানাধীন সাইটগুলো অচল হয়ে পড়ে। বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করা ডাউন ডিটেকটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারাবিশ্ব থেকে এসময়ের মধ্যে ১০.৬ মিলিয়ন রিপোর্ট করা হয়েছে।
আমেরিকার বহুমাত্রিক ব্যবসায়িক সাময়িকী ফরচুন এবং স্নোপস নামের একটি ওয়েবসাইট বলছে, তাদের ধারণা দীর্ঘ সময় বিভ্রাটের কারণে ইতোমধ্যে কমপক্ষে ৬ কোটি ডলার হারিয়েছে বিশ্বের বৃহত্তম এই সামাজিক নেটওয়ার্ক।
কিছুদিন আগেই ফেসবুক তাদের দ্বিতীয় প্রান্তিকের আয় ঘোষণা করেছে। তিন মাসে তাদের আয় ছিল ২ হাজার ৯শ কোটি ডলার। এর মানে দাঁড়ায় প্রতিদিন ফেসবুকের আয় ছিল ৩১ দশমিক ৯৬ কোটি ডলার, প্রতি ঘণ্টায় ১ দশমিক ৩৩ কোটি ডলার, প্রতি মিনিটে ২ লাখ ২০ হাজার ডলার এবং প্রতি সেকেন্ডে ৩ হাজার ৭শ ডলার।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩