তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৪:৫৩, ৮ অক্টোবর ২০২১
আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম
ব্যবহারকারীদের জন্য নতুন একটি আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ভিডিও অ্যাপ ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে আরও উন্নতমানের ভিডিও আপলোড করা যাবে।
নতুন এই ফিচারের নাম ইনস্টাগ্রাম ভিডিওজ। এ ফিচারের মধ্যে আইজিটিভি এবং ফিড ভিডিওস একই ফরম্যাটে পাওয়া যাবে।
ফেসবুকের নিজস্ব অ্যাপ ইনস্টাগ্রামে এখন থেকে নিজেদের প্রোফাইলে ভিডিও ট্যাবের অপশনও পাওয়া যাবে। ত্রিকোণ আকৃতির এই নতুন ট্যাবটি ইনস্টাগ্রামের ক্লাসিক আইজিটিভি বক্স লোগোর পরিবর্তে নিয়ে আসা হবে।
ব্যবহারকারীদের কাছে ইনস্টাগ্রামকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নিয়ে আসা হচ্ছে এই নতুন ফিচার। ভিডিও ট্যাব অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা আগেরমতোই তাদের ভিডিও আপলোড করতে পারবেন।
ইনস্টাগ্রামের হোম পেজের ওপরের ডানদিকের কোণে প্লাস সাইনে ক্লিক করলেই ভিডিও আপলোড হয়ে যাবে। এছাড়াও ইনস্টাগ্রামে ট্রিমিং, ফিল্টার এবং লোকেশন ট্যাগিং-এর মতো নতুন ফিচার চালু করা হয়েছে।
ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে এখন থেকে ইনস্টাগ্রামের ভিডিও দেখতে পাবেন স্ক্রিনজুড়ে। এছাড়াও ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে ডি-ক্লাটার ফরম্যাট। ইনস্টাগ্রামের নতুন ফিচারের মাধ্যমে ফিডের ওপর নজর রাখতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়াও ব্যবহারকারীরা তাদের ভিডিও স্টোরিজ এবং ডিরেক্ট মেসেজের মাধ্যমেও শেয়ার করতে পারবে। এবার থেকে অ্যাড ছাড়া ফিড ভিডিও ৬০ সেকেন্ডের বেশি হবে না, এর প্রিভিউ হবে ১৫ সেকেন্ডের।
একবার সেই ভিডিও শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ভিডিও খুঁজে নিতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীরা যে ভিডিও দেখতে চান, সেটাই খুঁজে নিতে পারবেন।
ব্যবহারকারীদের পছন্দের ক্রিয়েটারদের ভিডিও তারা দেখতে পারবেন। যেসব ভিডিও ব্যবসার জন্য বুস্টিং করার দরকার হয়, সেগুলোও ৬০ সেকেন্ডের বেশি হবে না।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
আইফোন ১৩: নতুন কী কী ফিচার যুক্ত করেছে অ্যাপল?
জিমেইলে আসছে ভয়েস ও ভিডিও কল সুবিধা
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩