তথ্য-প্রযুক্তি ডেস্ক
বাজারে নতুন গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট নিয়ে এসেছে স্যামসাং
সম্প্রতি, স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে এর গ্যালাক্সি ট্যাব সিরিজের সর্বশেষ সংস্করণ - গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির ফলে স্মার্ট ডিভাইসের ব্যবহার সর্বত্র বেড়ে গেছে। কার্যকরী সব ফিচারসহ ক্রেতাদের সকল চাহিদা মেটাতে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট একটি উপযুক্ত ডিভাইস।
এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, বৈশ্বিক মহামারি চলাকালীন ট্যাবলেটের চাহিদা ক্রমশই বেড়ে চলেছে। আমাদের জীবনধারায় প্রতিনিয়ত পরিবর্তন আসার ফলে ক্রেতারা সুবিধাজনক, টেকসই এবং সহজে ব্যবহার উপযোগী প্রযুক্তি ব্যবহার করতে চান। সেক্ষেত্রে, দেশের ক্রেতাদের জন্য সহজে ব্যবহার উপযোগী একটি ডিভাইস আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দূরবর্তী স্থান থেকে কাজ করা, অনলাইন ক্লাস কিংবা ব্যক্তিগত বিনোদন ও কাছের মানুষের সাথে যোগাযোগ যেটাই হোক না কেন গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট ব্যবহারকারীদের সৃজনশীল ও ব্যস্ত রুটিনের সকল প্রয়োজনীয়তা পূরণে সক্ষম।
ব্যস্ত জীবনের সকল চাহিদা মেটাতে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটে রয়েছে কার্যক্ষমতা বৃদ্ধি, সৃজনশীল কাজ এবং গ্রাহকদের বিনোদন উপভোগের উপযোগী সকল ফিচার। স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়ালের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ১৩৪০X৮০০ পিক্সেল রেজ্যুলশনের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২২টি (এমটি৮৭৬৮টি) প্রসেসর এবং এতে রয়েছে ৩ জিবি র্যাম। ফলে, নিঃসন্দেহে বলা যায় ট্যাবলেটটিতে অনায়াসে নানা অ্যাপ ব্যবহার করা যাবে ও গেম খেলা যাবে।
এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে সুবিশাল এবং শক্তিশালী ৫,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ফলে, ব্যবহারকারীরা সব জায়গায় চার্জার বহনের ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে অবিশ্বাস্য মূল্যে স্যামসাং নির্ভরযোগ্য ব্যাটারি প্রদান করছে।
ক্রেতারা গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটের সমৃদ্ধ ও স্টেরিও সাউন্ডের ডুয়াল স্পিকারের সাহায্যে এখন থেকে তাদের প্রিয় সিনেমা এবং টিভি শো নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসটি স্যামসাং নক্সের মাধ্যমে প্রতি স্তরে ম্যালওয়্যার এবং বিভিন্ন ক্ষতিকর প্রোগ্রাম থেকে ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে সক্ষম।
শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভার্চুয়াল জগতে গোপনীয়তা বজায় রাখার ফিচারের সাথে স্যামসাং নিয়ে এসেছে কিডস মোড। প্যারেন্টাল কন্ট্রোল এবং কাস্টোমাইজেবল হোম স্ক্রিনের সাথে প্রতিষ্ঠানটি এক ডিভাইসে শিক্ষা এবং বিনোদন উভয় কাজের জন্য একটি ডিজিটাল ক্ষেত্র প্রদান করছে, যাতে ব্যবহারকারীরা ব্যবহারের ধরন/পরিমাণের বিষয়টি খেয়াল রাখতে পারবেন, পাশাপাশি প্লেটাইম এবং পছন্দের অ্যাপ্লিকেশন ও ওয়ালপেপার নির্বাচন করতে পারেন। অপ্রয়োজনীয় কনটেন্ট দ্বারা বিভ্রান্ত না হয়ে শিশু-কিশোররা এখন আরও কার্যকরভাবে ট্যাবলেটে বিনোদন গ্রহণ করতে পারবে এবং শিখতে পারবে।
বৈশ্বিক মহামারিতে প্রযুক্তিগত ডিভাইস, বিশেষ করে বড় স্ক্রিনের ডিভাইসের ওপর মানুষের নির্ভরতা বেড়ে যাওয়ার কারণে ট্যাবলেট বাজারে এর প্রভাব পড়ে। ক্রেতাদের এই নতুন চাহিদা পূরণে বিনোদন উপভোগসহ সকল কাজের জন্য স্যামসাং বড় স্ক্রিন এবং ব্যাটারিযুক্ত গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট তৈরি করেছে। সহজে বহনযোগ্য, হালকা ওজনের ও সাশ্রয়ী গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটের সাথে ক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে কাজ ও পড়াশোনার পাশাপাশি গেম এবং মুভি উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট’র বাজারদর মাত্র ১৭,৪৯৯ টাকা।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩