তথ্য প্রযুক্তি ডেস্ক
গুগল ফটোজে লুকিয়ে রাখা যাবে ব্যক্তিগত ছবি
গুগল ফটোজে এলো ‘লকড ফোল্ডার’। গুগলের ছবি দেখা ও সংরক্ষণের অ্যাপ ফটোজে যুক্ত হওয়া নতুন এই ফিচারে রয়েছে নানান সুবিধা। এর মাধ্যমে অ্যাপের মূল পাতা থেকে ছবি ও ভিডিও নির্বাচন করে আলাদা ফোল্ডারে রাখা যাবে।
দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিকে এটি শুধুমাত্র গুগলের নিজস্ব ‘পিক্সেল’ সিরিজের স্মার্টফোনগুলোতেই পাওয়া যেত। তবে এবার অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও পাবেন এই ফিচারটি। এরইমধ্যে স্যামসাং ও ওয়ানপ্লাসের ডিভাইসগুলোতে এরই মধ্যে নতুন সুবিধাটি দেখা গেছে।
গত সেপ্টেম্বরেই গুগল ঘোষণা দিয়েছিল, শিগগিরই আরও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফটোজ অ্যাপে যুক্ত হবে লকড ফোল্ডার। এ বছরই এই ফিচার পাবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুন- ১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
লকড ফোল্ডারের মাধ্যমে ফটোজ অ্যাপে নির্দিষ্ট ছবি ও ভিডিও নির্বাচন করে পাসকোড বা বায়োমেট্রিক-লকযুক্ত ফোল্ডারে রাখা যাবে। এতে অ্যাপের মূল পাতায় ওই ছবি বা ভিডিওগুলো দেখাবে না, আবার ক্লাউড ড্রাইভেও সেগুলো থাকবে না।
এ বছরের মে মাসে অনুষ্ঠিত গুগল আইও সম্মেলনে সুবিধাটি প্রথম দেখানোর পর জুনে গুগলের নিজস্ব সিরিজের স্মার্টফোনগুলোতে (পিক্সেল ৩ ও তদূর্ধ্ব) তা প্রথম আসে।
আরও পড়ুন- যেভাবে ফেসবুক পোস্টের রিঅ্যাক্ট লুকাবেন
তবে লকড ফোল্ডারে রাখা ছবি বা ভিডিও গুগলের ক্লাউড ড্রাইভে সংরক্ষণ করা হবে না। ফটোজ অ্যাপ মুছে ফেললে সে ফোল্ডারের সব ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
খুব শিগগিরই পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড ৬ বা পরবর্তী সংস্করণের স্মার্টফোনগুলোতে ফিচারটি আনবে গুগল। আর অ্যাপলের আইওএস ডিভাইসগুলোতে আগামী বছরের শুরুর দিকে আসবে লকড ফোল্ডার। অ্যাপের ফটোর লাইব্রেরি থেকে ইউটিলিটিজ অপশনে গেলে লকড ফোল্ডার পাওয়া যাবে।
সূত্র: দ্য ভার্জ
আইনিউজ/এসডিপি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩