সীমান্ত দাস
মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল জমা দেওয়ার নিয়ম
আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে দিচ্ছে প্রযুক্তি। ইন্টারনেট বা অনলাইনে ঘরে বসেই করা যাচ্ছে বাইরের কাজ। যেখানে আগে বিদ্যুৎ বিল পরিশোধ করতে লাইনে দাঁড়াতে হতো, নির্ধারিত বুথে যাওয়া লাগতো- সেখানে আজ ঘরে বসেই আপনার মোবাইল বা স্মার্টফোন দিয়ে অনলাইনে বা বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। এছাড়াও প্রি-পেইড মিটারের জন্য রিচার্জ করতে পারবেন অনলাইনে।
বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ
অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ-এর জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ব্র্যাক ব্যাংকের বিকাশ পেমেন্ট গেটওয়েটি। বিকাশ-এ বিদ্যুৎ বিল পরিশোধ করলে সাথে সাথেই বিলের জমা রশিদটি সরাসরি মোবাইলে চলে আসে। এমনকি এর মাধ্যমে বিল পরিশোধ করলে সর্বোচ্চ দুটি বিল পরিশোধ করা যায় কোন চার্জ ছাড়াই।
বিকাশের মাধ্যমে যে বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানগুলোর প্রিপেইড ও পোস্টপেইড বিদ্যুৎ বিল জমা দেয়া যাবে সেগুলো হলো- পল্লীবিদ্যুৎ, ডেসকো, নেসকো, ডিপিডিসি, বিপিডিবি, ওয়েস্ট জোন। এছাড়া এখানে বিলার হিসেবে বিপিডিবি সিলেট-এর প্রিপেইড পরিষেবাটিও সংযুক্ত আছে।
যদি আপনার ফোনে বিকাশ অ্যাপ না থাকে, তাহলে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। এক্ষেত্রে যদি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে গুগোল প্লে স্টোর (Google Play Store) থেকে এবং অ্যাপল আইফোন হলে অ্যাপস্টোর (Appstore) থেকে বিকাশ (Bkash) অ্যাপটি ইনস্টল করে নিন।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ অ্যাপ আপনার ফোনে ইন্সটল হয়ে যাওয়ার পর-
- লগ ইন/রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ধাপে যান।
- মোবাইল অপারেটর (গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, রবি) সিলেক্ট করুন।
- আপনার মোবাইলে আসা ভেরিফিকেশন কোড নাম্বার দিন।
- সম্মত বা Agree তে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র (NID)-এর ছবি তুলতে হবে।
- জাতীয় পরিচয়পত্রের সামনের দিকটি ফেমের মধ্যে রাখুন।
- সাবমিট করুন।
- জাতীয় পরিচয়পত্রের পেছনের দিকটি ফেমের মধ্যে রাখুন। সাবমিট করুন।
- জাতীয় পরিচয়পত্রের তথ্য ঠিক আছে কি না দেখে কনফার্ম করুন।
- স্ক্রিনে আসা তথ্যগুলো পূরণ করে পরবর্তী ধাপে যান।
- পর্যাপ্ত আলোতে নিজের ছবি তুলুন।
- তথ্য সাবমিট করে কনফার্মেশন এসএমএস-এর জন্য অপেক্ষা করুন।
- লগ ইন করুন।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১) পিন দেওয়ার পর অ্যাপ-এ হোম স্ক্রিন আসবে। এখান থেকে পে বিল-এ যেতে হবে।
২) পে বিল-এর স্ক্রিণে প্রতিষ্ঠানের ধরনের ক্যাটাগরি থেকে বিদ্যুৎ-এ ট্যাপ করলে নিচের দিকে বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে দেখাবে।
৩) যে বিদ্যুৎ প্রতিষ্ঠানের আওতায় বিদ্যুৎ বিল জমা দেয়া হবে সেটি নির্বাচন করতে হবে।
৪) এবার পোস্ট পেইডের ক্ষেত্রে বিলের সময়সীমা লিস্ট থেকে যে মাসের বিদ্যুৎ বিল দেয়া হবে সে মাস নির্বাচন করে কাস্টমার নম্বার দিতে হবে। এই আইডি নাম্বারটি মূলত আট অঙ্কের একটি সংখ্যা যেটি প্রতি মাসে সরবরাহকৃত বিগত মাসের বিদ্যুৎ বিলের কপিতে উল্লেখ থাকে। প্রিপেইডের ক্ষেত্রে এ অংশে অ্যাকাউন্ট, যোগাযোগ ও রেফান্সে নম্বার দিতে হবে।
৫) বিলের সময়সীমা নির্বাচনের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট মাসের জন্য ধার্যকৃত বিদ্যুৎ বিল দেখাবে। পরের স্ক্রিণে বিদ্যুৎ বিলের পরিমাণটি উল্লেখ করে পিন নাম্বার দিতে হবে। অতঃপর বিকাশ অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স থাকলে কনফার্ম বাটন চাপ দিয়ে ধরে রাখলে বিল পরিশোধ সম্পন্ন হবে।
৬) বিল জমার সঙ্গে সঙ্গেই জমা রশিদ দেখা ও ডাউনলোড করে রাখা যাবে।
অন্যদিকে প্রিপেইডের ক্ষেত্রে বিল জমা দেয়ার কিছুক্ষণের মধ্যে এসএমএস-এর মাধ্যমে একটি টোকেন নম্বার দেওয়া হবে।
এভাবে টোকেন নম্বার না পেলে মোবাইলের মেসেজ অপশন থেকে মিটার নম্বার লিখে মেসেজ করতে হবে ০৪৪৪৫৬১৬২৪৭ নাম্বারে। তখন ফিরতি এসএমএস-এ পাওয়া যাবে কাঙ্ক্ষিত টোকেন নম্বারটি।
৭) প্রাপ্ত টোকেন নম্বারটি প্রিপেইড মিটারে প্রবেশ করানোর মাধ্যমে সম্পন্ন হবে বিদ্যুৎ বিল পরিশোধ।
বিকাশ ছাড়াই বিদ্যুৎবিল মোবাইলে পরিশোধের নিয়ম
বিকাশের পাশাপাশি অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো সরকারি পেমেন্ট গেটওয়ে নগদ। এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে পরিশোধ করা যায় বিদ্যুৎ বিল। এছাড়াও আছে ডিবিবিএল (ডাচ বাংলা ব্যাংক)-এর রকেট ও নেক্সাস অ্যাপ, রবি আজিয়াটার রবিক্যাশ, রূপালি ব্যাংকের শিওর ক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ, মার্কেন্টাইল ব্যাংকের মাইকেশ, গ্রামীণফোনের জিপে এবং এটুআইয়ের একপে।
এছাড়া ডিবিবিএল-এর ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে সরাসরি ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) এবং ডেসকো (ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড)-এর ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩