Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ২৩ মার্চ ২০২২
আপডেট: ১৯:৩৮, ২৩ মার্চ ২০২২

বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম

বর্তমানে ছোট বড় সবার কাছেই কোন না কোন ফোন আছেই। এই প্রজন্মের সবারই কম বেশি স্মার্ট ফোন ব্যবহার করার সাথে পরিচিত। আপনার হাতে থাকা ফোনটি আর ব্যবহার করতে চাচ্ছেন না। অথবা আপনার কাছে কোন ফোন নেই। আপনি হয়ত চাচ্ছেন নতুন একটি স্মার্টফোন ক্রয় করতে। কিন্তু আপনার ফোন ক্রয় করার বাজেট অনেক কম।  মোবাইল ফোনের দা্‌ হালনাগাদ দাম কত, কম দামে ভালো মোবাইল ফোন পাওয়া যাবে কী এসব চিন্তা করছেন।

যেহেতু কম দামে ফোন ক্রয় করতে চাচ্ছেন মোবাইল ফোনের দাম কেমন হতে পারে জানেন না। এজন্যই হয়ত মোবাইল ফোনের দাম, ভালো ফিচার ও কনফিগারেশন দেখে বাছাই করেই ফোনটিই ক্রয় করবেন। 

আর তাই এখন হয়তো ভাবছেন যে, মোবাইল ফোনের দাম কেমন হতে পারে? কম দামে ভালো ফোন কোনটি? এবং কোন ফোনটিতে বেশি ফিচার ও কনফিগারেশন আছে সেই সাথে কম দামে ক্রয় করে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে।

তো আপনার জন্যই আজকের এই পোস্টটি যাতে আপনি কম দামে ভালো ও সঠিক ফোনটি বেছে নিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক কম দামে ভালো ফোন ও মোবাইল ফোনের দাম কেমন সেই সাথে এর ফিচার ও কনফিগারেশন গুলো কেমন হবে।

অনেকের ফোন ক্রয় করার বাজেট ৪,০০০ হাজার টাকা থেকে ১০,০০০ হাজার টাকা মধ্যে থাকে। তো নিচে আমরা ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে ভালো ও সবচেয়ে সেরা ফোন গুলো ও বিভিন্ন মডেলের মোবাইলের ফোনের ফিচার ও কনফিগারেশন গুলো নিয়ে আলোচনা করেছি। আপনার বাজেট অনুযায়ী মোবাইল ফোনের দাম কেমন হতে পারে সেই নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। নিচে থেকে যেকোনো একটি স্মার্টফোন ক্রয় করতে পারেন। 

৪,০০০ টাকার মধ্যে মোবাইল ফোন

Walton Primo E12

আমাদের অনেকেরই ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কেনার শখ থাকে। যারা মাত্র ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ক্রয় করতে চান, তাদের জন্য সবচেয়ে সেরা একটি স্মার্টফোন হলো Walton Primo E12।

এই স্মার্টফোনের সামনে রয়েছে ২ মেগা পিক্সল ক্যামেরা এবং পিছনে রয়েছে ৫ মেগা পিক্সেলের ক্যামেরা। সেইসাথে একটি ফ্ল্যাশ লাইট, ২,০০০ mAh ব্যাটারি ও ১ জিবি রেম ও ৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে। এছাড়াও Walton Primo E12 ফোনটিতে ৬৪ জিবি মাইক্রো এসডি সাপোর্ট করবে। 

যারা কম টাকার মধ্যে ভালো ফোন ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে Walton Primo E12 স্মার্ট ফোনটি কিনতে পারে। এই ফোনটি ক্রয় করতে ৪,০০০/- টাকা থেকে ৪,৯৯০/- টাকার মধ্যে ক্রয় করতে পারবেন। এছাড়াও এই ফোনটি খুব সহজেই আরো কম দামে যেকোন শো-রুমে পেয়ে যাবেন।

৬,০০০ টাকার মধ্যে মোবাইল ফোন

Symphony i32

ছয় হাজার টাকার নিচে যারা ভালো স্মার্টফোন ক্রয় করতে চান তাদের জন্য সিম্ফোনী আই 32 স্মার্টফোনটি সবচেয়ে একটি সেরা ফোন। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এলইডি স্ক্রিন।

সেই সাথে সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এই ফোনের ব্যাটারি পাওয়ার হলো ৪০০০mAh। 1 জিবি রম হল 16 জিবি ইন্টারনাল স্টোরেজ 164 জিবি মেমোরি সাপোর্ট করবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমানে ঘন্টার দাম 5590 টাকা আপনার থেকে কম টাকায় ক্রয় করতে পারবেন। 

৮,০০০ টাকার মধ্যে মোবাইল ফোন

Walton Primo GM4 

আপনি যদি পাশে থাকে ৮,০০০/- টাকার মধ্যে ফোন কেনার জন্য তাহলে আপনি ৭,৫০০/- টাকা দিয়ে Walton Primo GM4 কিনতে পারেন। এই ফোনটির অফিশিয়াল প্রাইস ৭ হাজার ৪৯৯ টাকা হলেও আপনি আরো কম টাকায় ফোনটা কিনতে পারবেন।

ওয়ালটন প্রিমো জিএম4 ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫১ এইচডি প্লাস আইপিএস স্কিন। সেই সাথে ফোনের পেছনে ক্যামেরা ১৩ মেগা পিক্সেলের এবং সামনের ক্যামেরা ৫ মেগা পিক্সেল। আর এই ফোনের ব্যাটারির পাওয়ার হলো 5000mAh ব্যাটারি 2gb রেম 16gb ইন্টার্নাল মেমোরি। 

এখানের কয়েকটি ফিচারের মধ্যে সবচেয়ে সেরা একটি ফিচার হল অসাধারণ ফেস আনলক। 

তো আর দেরি কেন? যদি বাজেটের সাথে মিলে তবে মাত্র ৭ হাজার ৫০০ টাকা দিয়ে এই ফোনটি খুব সহজে কিনতে পারবেন। তবে শোরুম থেকে ফোনটি ক্রয় করলে হয়তো ৭,০০০ টাকার মধ্যেই ফোনটি পেয়ে যেতে পারেন।

itel A48

আইটেল এর একটি অসাধারণ ফোন হল আইটেল A48। এ ফোনটি মাত্র সাত হাজার ১৯০/- টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। ফিচারের কথা বললে এই স্মার্ট ফোনটি ডিসপ্লে সাইজ হল ৬.১ প্লাস এইচডি স্ক্রিন।
সেইসাথে এই ফোনের সামনের ক্যামেরা ৫ মেগা পিক্সেল এবং পিছনের ক্যামেরা হলো প্রায় ৮ মেগা পিক্সেল। আরো আছে শক্তিশালী ব্যাটারি 3000mAh। এছাড়াও ২ জিবি র্যাম এবং 32gb ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।

১০,০০০ টাকার মধ্যে মোবাইল ফোন

Samsung Galaxy A03 Core

আপনার বাজেট ফোন কেনার জন্য মাত্র দশ হাজার টাকা। আর আপনি চাচ্ছেেন যে কোন একটি সেরা ব্র্যান্ডের স্মার্টফোন ক্রয় করতে। তাহলে আপনার জন্য রয়েছে Samsung Galaxy A03 Core।

Samsung Galaxy A03 Core ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫১।  সেইসাথে এই ফোনটির পিছনের ক্যামেরা ৮ মেগা পিক্সেল এবং সামনের ক্যামেরা ৫ মেগা পিক্সেল।  এছাড়াও রয়েছে 5000mAh পাওয়ারের শক্তিশালীর ব্যাটারি যার চার্জ অনেকক্ষণ বেশি থাকবে।

এছাড়াও রয়েছে 32 জিবি ইন্টার্নাল মেমোরি। এই ফোনটি আরো আছে ডুয়াল সিম, ফেস আনলক, অ্যান্ড্রয়েড 11+ ভার্সন সহ অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো আপনার খুবই ভালো লাগবে। খুব সহজে আপনি ১০ হাজার টাকা দিয়ে সেরা একটি ব্র্যান্ডের স্মার্টফোন ক্রয় করতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এ৩ কোর বাংলাদেশে ৯,৯৯০/- টাকা দিয়ে খুব সহজে ক্রয় করতে পারবেন। যদিও এই প্রাইজটা অফিশিয়াল আপনি আরো কম দামে কিনতে পারেন। বিভিন্ন উৎসবে এবং সামনে ঈদ আসছে এই ঈদের উৎসবে হয়তো আপনি আরো কম দামেও পেতে পারেন।

Tecno Spark Go 2022

আপনি যদি ২০২২ সালের সবচেয়ে নতুন মডেলের একটি ফোন সবচেয়ে কম দামে কিনতে চান তাহলে আপনি Tecno Spark Go 2022 কিনতে পারেন। 

Tecno Spark Go এর বর্তমানে অফিসিয়াল মূল্য হলো প্রায় ৯,৯৯০/- টাকা। 2gb রেম 32gb রম এর ফোনটি 2021 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে টেকনো কোম্পানি রিলিজ করেছে। এই ফোনটিতে 2G, 3G, 4G সহ ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে।

'টেকনো স্পার্ক গো' ফোনটির ডিসপ্লে হলো 6.52 ইঞ্চি।

এই ফোনটিতে 720 x 1600 পিক্সেলের ভিডিও রেকর্ড সহ ভিডিও গান দেখতে পারবেন। সেই সাথে এর পিছনের ক্যামেরা হল ১৩ মেগা পিক্সেলের আর সামনের ক্যামেরা হল ৮ মেগা পিক্সেল।  

"টেকনো স্পার্ক গো' লিথিয়াম পলিমার ব্যাটারি 5000mAh যুক্ত ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনের ব্যাটারির সাথে ফিচার গুলোর এক দারুণ কম্বিনেশন বলা যায়। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১+ এডিশন ভার্শন।

বাংলাদেশে ম্যানুফ্যাকচার টেকনো কোম্পানির মেড ইন বাংলাদেশ খ্যাত ফোনটি ২৫৬ জিবি মাইক্রো এইচডি সাপোর্ট করে থাকে। 

কম দামে সেরা একটি ফোন বলা যায় Tecno Spark Go 2022।

Walton Primo H9 Pro

10 হাজার টাকার নিচে যদি আপনার মোবাইল কেনার বাজেট হয় তাহলে আপনি ওয়ালটন প্রিমো h9 ফোনটি নিতে পারেন। এই ফোনটি মাত্র ৯ হাজার ৭৯৯ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। তবে আপনি আরো কম টাকায় ও পেতে পারেন। কেননা বিভিন্ন সময়ে অফার থাকে তাই ফোনের দাম ও কম হয়।

ওয়ালটন প্রিমো h9 ফোনটির ডিসপ্লে হল ৬.১ ইঞ্চি এইচডি প্লাস আইএসপি স্কিন। এই ফোনটির সামনের ক্যামেরা হল ৮ মেগা মেগা পিক্সেলের এবং পিছনের ক্যামেরা ১৩ মেগা পিক্সেলের। এছাড়াও আছে এলইডি ফ্ল্যাশ সহ ১০৮০p  ফুল এইচডি ভিডিও রেকর্ডিং। এই ফোনের ব্যাটারি প্রায় 4000 mAh। সেই সাথে ৩ জিবি রেম ও  64gb ইন্টারনাল মেমোরি। মেড ইন বাংলাদেশ খ্যাত Walton Primo H9 Pro অ্যান্ড্রয়েড ভার্শন ১০+। দশ হাজার টাকায় স্মার্ট ফোনের মধ্যে এটাই সবচেয়ে সেরা একটি ফোন। 

itel Vision 3

আপনার কম দামে সেরা ফোন কেনার বাজেট যদি হয় ১০ হাজার টাকার চেয়ে একটু বেশি অথবা ১০ হাজর টাকা থেকে একটু কম তাহলে আপনি নিতে পারেন itel Vision 3 ফোনটি।

এই স্মার্ট ফোনটি তিনটি বাজেটের মধ্যে আলাদা আলাদা ফিচার ও কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। বর্তমানে সবচেয়ে সেরা ও কম দামে ভালো একটি ফোন হলো Itel vision 3, এই ফোনটি আমিও বর্তমানে ব্যবহার করছি।

কম বাজেটের জন্য Itel Vision 3 এর 2gb রেম 32 জিবি ইন্টার্নাল ফোনটির দাম ৮,২৯০/- টাকা। এবং আপনার যদি ফোন কেনার বাজেট মিডিয়াম হয় তাহলে আপনি ৯,১৯০/- টাকা দিয়ে 3gb রম 64gb ইন্টারনাল মেমোরির ফোনটি নিতে পারেন।

আর যদি আপনার ১০ হাজার টাকা থেকে একটু বেশি বাজেট হয় তাহলে আপনি নিতে পারেন ১০৪৯০/- টাকা দিয়ে 4 জিবি রেম ও ৬৪জিবি ইন্টারনাল মেমোরির ফোনটি নিতে পারেন। itel vision 3 এর ডিসপ্লে ৬ ইঞ্চি ফুল স্ক্রিন।

Itel Vision 3 ফোনটির পিছনের ক্যামেরা ৮/১৩ মেগা পিক্সেল এবং সামনের ক্যামেরা ৫/৮ মেগা পিক্সেল। এই ফোনটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার, ফোর্ট নাইটের মত গেমস গুলো খুব সহজেই খেলা যায়।
ফোনটি  রয়েছে অ্যান্ড্রয়েড 11+ এর ভার্সন ও রয়েছে। এছাড়াও রয়েছে শক্তিশালী 5000mAh ব্যাটারি সহ ফার্স্ট চার্জার যেটা দিয়ে খুব দ্রুত ফোনটি চার্জ হয়ে যাবে।

Realme C11 

অনেক ফোন এর দাম ও কনফিগারেশন সম্পর্কে তো জানা হল। এখন আমি যে ফোনটি নিয়ে কথা বলব সেই ফোনটি বর্তমানে প্রচুর মানুষ ব্যবহার করে থাকে। 

আর এই ফোনটির ফিচার ও কনফিগারেশন অসাধারণ। কম দামে সেরা ফোনটি হলো Realme C11। রিয়েলমি সি ইলেভেন ফোনটির ডিসপ্লে হলো ৬.৫২ এলইডি স্ক্রিন। এছাড়াও Realme C11 ফোনের সামনে রয়েছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা ও পিছনে রয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা। 

সেই সাথে রিয়েল C11 ফোন রয়েছে শক্তিশালী 5000mAh ব্যাটারি ও ফার্স্ট চার্জিং সিস্টেম। এছাড়াও 2gb রেম ও 4gb রেম সেই সাথে 32gb ও 64gb  ইন্টার্নাল স্টোরেজের আলাদা আলাদা দুটি ভার্সন রয়েছে। একটি দাম ৯,৯৯০/- টাকা এবং অন্য ফোনের দাম ১১,০৯০/- টাকা।

আপনি যদি কম টাকায় সেরা স্মার্টফোন কিনতে চান তাহলে আপনি ৯,৯৯০/- টাকা দিয়ে 2/32 জিবি ফোনটা কিনতে পারেন। এছাড়াও চাইলে আর ১ হাজার টাকা বাড়িয়ে ১,১৯০/- টাকা দিয়ে 4/64 জিবি ইন্টার্নাল মেমোরির ফোন টা ক্রয় করতে পারেন। বর্তমানে অনেকের হাতেই এই Realme C11 স্মার্ট ফোনটি দেখা যায়। তাই যেহেতু অনেকেই এই স্মার্ট ফোনটি ব্যবহার করতে, তাই Realme 11 কে জনপ্রিয় ফোন বলা হয়ে থাকে।

শেষকথা 

আজকের এই আর্টিকেলে মোবাইল ফোনের দাম কেমন হতে পারে ও কম দামে ভালো ফোন নিয়ে নানা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।

দেখা হবে আবার নতুন কোন আর্টিকেলে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। 

আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। 

এছাড়া আপনার কোন বন্ধু যদি কম দামে ভালো কোন স্মার্ট ফোন ক্রয় করতে চায়, কিন্তু সে জানে না কোন গুলো কম দামে সেরা ফোন। তবেই তার সাথে এই পোস্টটি শেয়ার করতে পারেন। তাহলে সে বিভিন্ন ফোন সম্পর্কে জানতে পারবে এবং কম দামে সেরা স্মার্ট ফোনটি ক্রয় করতে পারবে।

আইনিউজ/এমজিএম

 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়