Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ৯ এপ্রিল ২০২২

টিপ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করলো বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টিপ বিষয়ক একটি আপত্তিকর ওয়াজ শেয়ার করা হয়। যদিও পরবর্তীতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই আপত্তিকর সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিডিয়া উইংয়ের এআইজি মো. কামরুজ্জামান বলেন, এটা একেবারেই অসাবধানতাবশত হয়েছে। আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে পেজ থেকে পোস্টটি সরিয়ে দিয়েছি। এই মুহূর্তে, আমরা আসল কারণটি খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, আমাদের সাইবার সিকিউরিটি টিম নিয়মিতভাবে বিভিন্ন অনুপযুক্ত পোস্টের উপর নজর রাখে। সম্ভবত তাদের মধ্যে একজন অনিচ্ছাকৃতভাবে ক্লিক করে পোস্টটি শেয়ার করেছে।

উল্লেখ্য, কর্মস্থলের দিকে হেঁটে যাওয়ার সময় গত ২ এপ্রিল সকালে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি “টিপ পরছোস কেন” বলে কটূক্তি করেন তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে। প্রতিবাদ জানালে লতার পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই পুলিশ সদস্য।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রতিবাদের ঝড়। পরবর্তীতে সমালোচনার মুখে তেজগাঁও থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে কনস্টেবল নাজমুল তারেক বলে শনাক্ত করে। এ ঘটনা প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিও ঘটনার সত্যতা খুঁজে পায়।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়