Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ১৪ জুন ২০২২

মহাকাশে ধরা পড়লো আরও একটি রহস্যময় সংকেত!

মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বর্তমানে আলোড়ন চলছে নতুন পাওয়া একটি রহস্যময় রেডিও সংকেত নিয়ে। সংকেতটি এসেছে প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূর থাকা অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে। বিজ্ঞানীরা এ সংকেতটির নাম রাখা রেখেছেন এফআরবি ২০১৯০৫২০বি। 

রহস্যময় সংকেত নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য বিজ্ঞান জার্নাল নেচার-এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বার এ ধরনের রেডিও সংকেত মিলল মহাকাশ থেকে। ২০০৭ সালে প্রথমবার এমনই একটি রহস্যময় রেডিও সংকেতের হদিস পান বিজ্ঞানীরা।

স্পেস ডট কমের খবর অনুযায়ী, প্রথমবার রহস্যময় রেডিও সংকেতের হদিস পেয়েছিলেন স্নাতক পড়ুয়া ডেভিড নারকেভিক ও তার সুপারভাইজার ডানকান লোরিমার।

তবে এ ধরনের রেডিও সংকেত সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা পাননি বিজ্ঞানীরা। তারা এ সংকেতগুলো নিয়ে বিস্তর গবেষণা করে চলেছেন। 

২০১৯ সালের মে মাসে চীনের গুইঝোতে ৫০০ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপের সাহায্যে রেডিও সংকেতের হদিস পাওয়া গিয়েছিল। ২০২০ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৭৫টি রেডিও সংকেত পাওয়া যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মহাজাগতিক বস্তু থেকে একাধিক বিস্ফোরণের জেরে এ ধরনের রেডিও সংকেত পাওয়া যায়। এফআরবি হলো তীব্র সংকেত। যার স্থায়িত্ব কয়েক মিলিসেকেন্ড হয়। তবে এ সংকেতগুলো বার বার ফিরে আসে।

আইনিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়