হেলাল আহমেদ
পৃথিবীর কোন জায়গায় মধ্যাকর্ষণ কাজ করে না?
ম্যাগনেটিক হিল বা চৌম্বক পর্বত, লাদাখ, ভারত
ধরা যাক, একটা আপেল যদি গাছ থেকে পড়ে, তবে সেটা উপরে না গিয়ে নিচে কেন পড়বে? অথবা আমরা যদি কোনো কিছু উপরের দিকে ছুঁড়ে মারি, সেটা ওপরে না থেকে নিচে নেমে আসবে কেন? কারণ, মধ্যাকর্ষণ। পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানে। অর্থাৎ পৃথিবীর এক অদৃশ্য আকর্ষণ শক্তি আছে। পৃথিবী সবকিছুকে নিজের দিকে টেনে রাখে বলেই কোনো কিছু উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়ে। এজন্যই আমরা মাটিতে হেঁটে বেড়াতে পারি, শূন্যে ভেসে থাকি না। এসবের পেছনে রয়েছে মধ্যাকর্ষণ বলের কারসাজি।
কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মধ্যাকর্ষণ বা পৃথিবীর এ অদৃশ্য শক্তি কাজ করেনা! সেখানে জল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে অর্থাৎ ভূমির ঢাল বরাবর নীচ থেকে উপরের দিকে বয়ে যায়। আর সমস্ত বস্তুই এভাবে চলে।
এই অদ্ভুতুড়ে জায়গাটিকে বলা হয় চৌম্বক পর্বত বা ম্যাগনেটিক হিল। এটি লাদাখে অবস্থিত। এই পার্বত্য অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এখানকার গাড়িগুলি নীচ থেকে উপরের দিকে চলার সময় পেট্রোলের খরচ বাঁচানোর জন্য গাড়ির ইঞ্জিনটি বন্ধ করে দেয়।তাতেই গাড়ি কুড়ি থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় চলে, তাও সময় বুঝে ব্রেক মারতে হয়।
রহস্যময় ম্যাগনেটিক হিল বা চৌম্বক পর্বত
রহস্যময় চৌম্বক পর্বত বা ম্যাগনেটিক হিলে পরিপার্শ্বিক দৃশ্যপট এমন একটি দৃষ্টি বিভ্রম সৃষ্টি করে যাতে একজন দর্শকের কাছে ঐ স্থানের একটি নিম্মমুখি ঢাল বিশিষ্ট রাস্তাকে উর্ধ্বমুখি ঢালু মনে হতে থাকে।
এসকল স্থানে নিষ্ক্রিয় গিয়ারে রাখা কোন গাড়ি আপনা আপনি চলতে থাকে এতে চালক বা দর্শকের কাছে গাড়িটি উঁচু রাস্তা বেয়ে উঠে যাচ্ছে বলে মনে হয় অথবা রাস্তায় পানি ঢালা হলে তা গড়িয়ে উঁচু রাস্তায় উঠছে বলে মনে হয়।
সৌদি আরবের ওয়াদি আল জ্বীন (জ্বীনদের এলাকা) বলে পরিচিত রহস্যময় পর্বত
পৃথিবীতে এই ধরনের প্রায় একশটির মত স্থান রয়েছে। অনেক দেশে এই ধরনের স্থানকে অতিপ্রাকৃত ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। যেমন সৌদি আরবে মদীনায় এই ধরনের একটি স্থানের নামকরণ করা হয়েছে ওয়াদি আল জ্বীন (জ্বীনদের এলাকা)। অনেকে মনে করে থাকেন এই সকল স্থানের নিচে বৃহদাকার চুম্বক ক্ষেত্রের কারণে এমনটা ঘটে। তবে প্রকৃতপক্ষে তা সঠিক কারণ নয়।
এই রহস্যের পেছনের ব্যাখ্যা কী?
বিজ্ঞান প্রতিটি বিষয়ের ব্যাখ্যা এবং যুক্তি খুঁজে বেড়ায়। আপাতদৃষ্টিতে সাধারণ মানুষের কাছে ম্যাগনেটিক হিল বা চৌম্বক পর্বতের রহস্যজনক বিষয়গুলোর একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে পদার্থ বিজ্ঞানে। পদার্থবিজ্ঞানীদের মতে এবং জিপিএস ব্যবহার করে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিশ্চিত হয়া সম্ভব হয়েছে যে এই ধরনের বিভ্রম পরিপার্শ্বিক দৃশ্যপটের কারণেই হয়ে থাকে।
নিউ ব্রান্সউইকের মন্টনের উত্তর-পশ্চিম অঞ্চলের Moncton - Magnetic Hill
আশেপাশের গাছপালা, ঢালু এলাকা, আঁকাবাঁকা দিগন্ত রেখা বা বাঁধাগ্রস্ত দৃষ্টিসীমার কারণে মানব চোখ ঐ এলাকার ঢাল নির্ণয়ের জন্য কোন প্রসঙ্গকাঠামো খুজে পায় না ফলে মস্তিষ্কে এমন অনুভূতি সৃষ্টি হয় যাতে ঐ এলাকাটিকে উর্দ্ধমুখি ঢালু বলে মনে হয়। এইসকল এলাকার ঘটনাসমূহকে মহাকর্ষ সূত্রের বিপরীত ঘটনা মনে হলেও প্রকৃতপক্ষে এই ঘটনা পদার্থবিজ্ঞানের কোন সূত্রকে লঙ্ঘন করে না।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩