হেলাল আহমেদ
ফেসবুক প্রফেশনাল মুড কিভাবে চালু করবেন?
ফেসবুক প্রফেশনাল মুড অন করবেন কীভাবে?
দিনকে দিন ফেসবুক নামক সোশ্যাল মাধ্যমটির বিস্তৃতি বেড়েই চলেছে। সেই সাথে সময়ের সঙ্গে সব আপডেট ফিচার সংযুক্ত করে ফেসবুকও সদস্য সংখ্যা বাড়িয়ে চলেছ। বর্তমানে ফেসবুক সম্পর্কীয় যে বিষয়টি বেশ আলোচনায় তাহল ফেসবুক প্রফেশনাল মুড।
ফেসবুক প্রফেশনাল মুড কিভাবে চালু করবেন তা নিয়েই ভেবে দিনাতিপাত করছেন অনেকেই। যারা এতোদিন ধরে খুঁজছেন কীভাবে আপনার প্রোফাইলটি প্রফেশনাল মুড করবেন তাদের জন্য এই লেখাটি। শেষ পর্যন্ত পড়ুন।
ফেসবুক প্রফেশনাল মুড কী?
ফেসবুক প্রফেশনাল মুড চালু করার আগে আপনাকে জানতে হবে ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী এবং এটি কীভাবে কাজ করে? প্রফেশনাল মুড থিমটি ফেসবুকের সর্বশেষ সংযোজিত ফিচার। এটি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের আগ্রহের প্রধান কারণ প্রফেশনাল মুড এক্সেক্স থাকলে ফেসবুক একাউন্ট পেজ আকারেও প্রদর্শিত হয়।
এটি এক প্রকার ফেসবুক প্রোফাইলকে পেজে পরিবর্তন করা। অর্থাৎ ফেসবুক পেজে আমরা যেসকল টুলস দেখতে পাই, ফেসবুক প্রফেশনাল মুড চালু করার ফলে প্রোফাইলেও সেরকম টুলস দেখা যাবে।
সহজ করে বুঝিয়ে বলি- আপনার ফেসবুক একাউন্টটিতে যদি প্রফেশনাল মুড অন থাকে তাহলে একাউন্টটি পেজের মতো অন্যদের সামনে দেখাবে। পেজের মতো বেশ কিছু সুবিধাও পাওয়া যাবে। ফেসবুক পেজে আমরা যেসব টুলস দেখতে পাই, ফেসবুক প্রফেশনাল মুড চালু করার ফলে ব্যক্তিগত প্রোফাইলেও একই রকম টুল দেখা যাবে।
ফেসবুক প্রফেশনাল মুড থাকলে আয় করা যায়?
এটা অনেকেই বলে থাকেন যে ফেসবুক প্রফেশনাল মুড চালু রাখার মাধ্যমে ফেসবুক থেকে টাকা আয় করা যায়? বিষয়টি কি সত্যি? হ্যাঁ, পাঠক। এটা সত্যি। একটি ফেসবুক পেজ থেকে যেভাবে এডসেন্সে আয় হয়ে থাকে একটি ফেসবুক একাউন্ট যখন প্রফেশনাল মুডের মধ্যে থাকবে তখন সেই একাউন্টটি দিয়েও আয় করা যাবে। ফেসবুক তখন তাদের নিয়মানুযায়ী আপনার সাথে লেনদেন করবে।
তবে, অবশ্যই ফেসবুক পেজ ও প্রোফাইলের মধ্যে একটি নির্দিষ্ট পার্থক্য থাকবে।
ফেসবুক প্রফেশনাল মুড কীভাবে অন করবো?
প্রথম কথা হলো ফেসবুকের এই ফিচারটি সবার জন্য এখনই উন্মুক্ত করে দেয়া হয়নি। অর্থাৎ, নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ বর্তমানে নিজেদের ফেসবুক একাউন্টে প্রফেশনাল মুড অন করতে পেরেছেন বা পারছেন। এক্ষেত্রে সামাজিক ব্যক্তিত্ব, পলিটিশিয়ান, অনলাইন একিভিস্ট, সেলিব্রিটি ইত্যাদি জনপ্রিয় একাউন্টগুলোকে প্রাধান্য দিচ্ছে ফেসবুক।
তবে খুব অল্পদিনের মধ্যেই সবার জন্য ফিচারটি চালু করা হবে বলেও জানিয়েছে ফেসবুক কতৃপক্ষ। এখন আসুন জানা যাক প্রফেশনাল মুড অন করতে হয় কীভাবে?
যারা এই ফিচারের জন্য প্রযোজ্য বা যেসকল একাউন্টে এই ফিচারটি চালু করা হয়েছে তাদের নিকট ফেসবুক থেকে ইতিমধ্যে নটিফিকেশন পাঠানো হয়েছে। নটিফিকেশন চেক করুন এবং সেখান থেকে Turn on অপশনে ক্লিক করে ফেসবুক প্রফেশনাল মুড চালু করে নিতে পারেন।
তবে, যদি আপনি নটিফিকেশন নাও পেয়ে থাকেন বা নটিফিকেশনটি ডিলেট করে ফেলেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। যদি আপনার একাউন্ট ফেসবুক প্রফেশনাল মুড এর জন্য প্রযোজ্য হয়ে থাকে তাহলে একাউন্টের প্রোফাইল থেকে থ্রি ডট বা ম্যানু অপশনে ক্লিক করুন।
এবার প্রফেশনাল মুড অন করুন
ত্রি ডটে ক্লিক করার পর একদম নিচের দিকে লেখা দেখাবে প্রফেশনাল মুড অন। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার প্রোফাইলটিতে প্রফেশনাল মুড চালু হয়ে যাবে।
এরপর ফেসবুক আপনাকে কিছু ফরমাল ম্যাসেজ এবং অপশন দিবে যেগুলো আপনাকে ট্যাপ করতে হবে। প্রফেশনাল মুড চালু হওয়া মানে আপনার একাউন্টটি পেজের মতোও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে পেজের নাম নতুন করে আবার লিখতে হবে। সব তথ্য দিতে হবে। ইমেইল, ওয়েবসাইট লিংক ইত্যাদি সংযুক্ত করতে হবে। এভাবে আপনাকে আপনার পেজ তৈরি করে নিতে হবে।
ও হ্যাঁ, পেজ তৈরির সময় ফেসবুক আপনাকে টাকা লেনদেনের একটি সিস্টেম পছন্দ করার অপশনও দেবে। সেটা করতে ভুলবেন না। কারণ প্রফেশনাল মুড অন করার পর থেকে আপনার পেজে ভালো এড সেন্স থাকলে অর্থ আসা শুরু হবে।
তো পাঠক ফেসবুক প্রফেশনাল মুড সম্পর্কে আজকে এ পর্যন্তই ছিলো। মুটামুটি আইডিয়া আশা করি দিতে পেরেছি। আপনিও আপনার একাউন্ট আজকেই চেক করে দেখুন প্রফেশনাল মুডের নটিফিকেশন এসেছে কিনা। আসলে ঝটপট সেটি অন করে ফেলুন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩