সুফি হৃদয়
আপডেট: ১২:৫৫, ২২ নভেম্বর ২০২২
বিশ্বের সবচেয়ে দামি গাড়ি | Eye News
ছবি- TSB
Bugatti কম্পানির ১১০ বছর পূর্তি উপলক্ষে এই ব্রান্ড Bugatti centodieci মডেলের গাড়ি বাজারে আনে। ৮ লিটার w16 ইঞ্জিন যেটা ১৫৭৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। যার ফলে এই গাড়ি ২৪০ মাইল বা ৩৮০ কি. মি. ঘণ্টায় চলতে পারে। ২০২২ সালে এটা নির্মাণ করা হয়। মাত্র ১০ পিস গাড়ি কোম্পানি বাজারজাত করে। এটির মাত্র দুইটি সিট। এর মধ্যে একটি গাড়ি কিনেছে ফুটবল তারকা ক্রিশ্চানো রোনালদো।
চাকা, এই চাকা মানব সভ্যতার অসামান্য এক আবিষ্কার। এর হাত ধরেই মানব সভ্যতা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গেছে। একসময় পশু শক্তি কাজে লাগিয়ে চাকার সাহায্যে মানুষ যাতায়াত করত। এখন যন্ত্রশক্তি ব্যবহার করে আগের চেয়ে বহুগুণ গতিতে যাতায়াত করে মানুষ।
গাড়ি সর্বদা মানুষের বিলাসিতার চেয়ে প্রয়োজনই ছিল বেশি। তবে আজকাল প্রয়োজনের চেয়ে বিলাসিতায় কম এগিয়ে নেই গাড়ি। আজ বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো সম্পর্কে জানবো।
এই গাড়িগুলো সম্পর্কে কিছু কথা আগে থেকে বলে নেওয়া ভালো। এই গাড়িগুলো বাজারে সহজলভ্য নয়। এগুলো খুবই সীমিত সংখ্যায় তৈরি করা হয়েছে। এগুলোর ক্রেতাগণ পূর্ব থেকেই বুকিং দিয়ে রাখে। এদের মধ্যে এমনও কিছু গাড়ি আছে যেগুলো সংখ্যায় মাত্র একটিই তৈরি করা হয়েছে। এইজন্যই এই গাড়িগুলো এত দামী।
এগুলোর দামও নির্দিষ্ট নয়। এগুলোর প্রকৃত দাম একমাত্র ক্রেতারাই জানে। আমরা শুধু কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ্য করা দাম এখানে প্রকাশ করেছি।
Bugatti La Vaiture noire
এই গাড়িটি ৮ লিটার কোয়ার্ড টার্বো চার্জারের w16 ইঞ্জিন। যা ১৫০০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এর ফলে এটা ২৬০.৯ মাইল বা ৪২০ কি. মি. ঘন্টায় চলতে পারে। কালো রঙের এই গাড়ির ডিজাইন marvel কমিকসের সুপারহিরোদের গাড়ির মতো।
মাত্র তিন সেকেন্ডে ৬০ কিলোমিটার ঘণ্টা গতি উৎপন্ন করতে পারে। ২০১৯ সালে এটা মাত্র একটি নির্মাণ করা হয়েছে। এটা কিনেছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এটার জন্য রোনালদোকে খরচ করতে হয়েছে প্রায় ১৩.৪ ডলার।
Pagani Zonda HP Barchetta
এটা একটি ইটালি কোম্পানির গাড়ি। ৭.৩ লিটার মার্সিডিজ বেঞ্জ v12 ইঞ্জিন। যা ৭৮৯ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। যে শক্তিতে এটা ২০০ মাইল বা ৩২১.৮ কি. মি. ঘন্টায় চলতে পারে।
এটা স্পোর্টস কার হলেও এটা খুবই বিলাসী। এর কোনো ছাদ নেই। এর সাইলেন্সার থেকে আগুন বের হয়। হলিউড মুভির এলিয়েনদের গাড়ির মতো এর ডিজাইন।
দুই সিটের এই গাড়ি ২০১৭ সালে নির্মাণ করা হয়। এই গাড়ির একটি কিনেছেন Jonathan hui। এটার জন্য তাকে প্রায় ১৭.৫ মিলিয়ন ডলার পেমেন্ট করতে হয়েছে।
Rolls Royce Sweptail
এটা একটি ব্রিটিশ কোম্পানির গাড়ি। এটা খুবই জনপ্রিয় বিলাসী ব্র্যান্ড। এই গাড়ির ডিজাইন রাজকীয় ভাবধারা বজায় রেখে করা হয়েছে। এটার সিট কভার সম্পূর্ণ চামড়ার। এর ড্যাশবোর্ড দামি কাঠের তৈরি।
এর মাঝে আছে শ্যাম্পেনের বোতল রাখার ছোট্ট একটি ফ্রিজ। কাঁচের তৈরি ছাদ। দরজায় আছে ছাতা রাখার ব্যবস্থা। এই গাড়িটি বিশ বা তিরিশের দশকের গাড়ির মতো ডিজাইন করা হয়েছে।
৬.৭৫ লিটার v12 ইঞ্জিন। যা ৪৫৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এর গতি ঘন্টায় ১৫০ মাইল বা ২১৪.৪ কি. মি.। কালো রংয়ের এই রাজকীয় গাড়ি একটি মাত্র নির্মাণ হয়েছে এবং এটা কিনেছেন হংকং এর Sam li
এটার দাম ১২.৪ মিলিয়ন ডলার।
Aston Martin valkyrie AMR Pro
Aston Martin valkyrie AMR Pro একটি ব্রিটিশ কোম্পানির গাড়ি। ৬.৫ লিটার v12 ইঞ্জিন। ১১৪৫ হর্সপাওয়ার সম্পন্ন ইঞ্জিন যা ২৫০ মাইল বা ৪০২ কি. মি. ঘন্টায় গতিতে গাড়িটিকে দৌড়ায়। এটা একটি সর্বোত্তম মানের স্পোর্টস কার।
২০২১ সালে এই মডেলের ২৫ টি গাড়ি নির্মাণ করা হয়। দুই সিটের সবুজ রঙের এই স্পোর্টিং কার কিনেছেন স্কটল্যান্ডের রেসিং ড্রাইভার Dayton Coulthard. এটার দাম ৯.১৫ মিলিয়ন ডলার।
Bugatti Divo
এটি একটি ফ্রান্সের ব্রান্ডের গাড়ি। এটা ৮ লিটার w16 ইঞ্জিন ও চারটি টার্বোচার্জার সম্পন্ন। ১৫২১ হর্সপাওয়ার শক্তিতে ২৩৬ মাইল বা ৩৮০ কি. মি. ঘন্টায় গতিতে চলতে পারে। এটার দৃষ্টিনন্দন ডিজাইন মানুষকে আকৃষ্ট করে।
এটা দেখতে সাইন্স ফিকশন মুভির গাড়ির মতো। মাত্র ৪০ পিস তৈরি করা হয়েছে। সবগুলোই বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে একটি গাড়ি কিনেছেন কাতারের আমির খলিফা বিন হামাল বিন খলিফা আল থানি। এটা কেনার জন্য গুনতে হয়েছে ৫.৮ মিলিয়ন ডলার।
Maybach Exelero
৫.৯ লিটার ডবল টার্বোচার্জারের v12 ইঞ্জিন। ৬৯০ হর্সপাওয়ার শক্তি সম্পন্ন এই গাড়ি ঘণ্টায় ২১৭ মাইল বা ৩৫৯ কি. মি. গতিতে চলতে পারে। ২০০৫ সালে এটা একটি মাত্র পিস নির্মাণ করা হয়। এটার সামনের অংশ পেছনের অংশ চেয়ে লম্বা।
আগেরকার যুগের গাড়ির মতো এর মডেল, তবে খুবই আধুনিক। এর দরজা খুব মোটা। দুই সিটের কালো রঙের এই গাড়িটি কিনেছেন র্যাপ সঙ্গীত শিল্পী Birdman তখন এটার দাম পড়েছে ৮ মিলিয়ন ডলার।
Lamborghini veneno Roadster
একটি ইটালিয়ান কম্পানির গাড়ি। এই কোম্পানির নাম কে না জানে। এটা ৬.৫ লিটার v12 ইঞ্জিন। যা ৭৫০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এর গতি ঘন্টায় ২২০.৫ মাইল বা ৩৫৫ কি. মি.।
দুই সিটের এই স্পোটিং কারের গতি আপনাকে আকাশে উড়ার অনুভূতি দেবে। ২০১৩ সালে এটার মাত্র পাঁচ পিস নির্মাণ করা হয়। এর মধ্যে একটি গাড়ি কিনেছে ভারতের এক বড় ব্যবসায়ী কৃশ সিং। এটার দাম ৪.৫ মিলিয়ন ডলার।
Bugatti centodieci
Bugatti কম্পানির ১১০ বছর পূর্তি উপলক্ষে এই ব্রান্ড Bugatti centodieci এই মডেলের গাড়ি বাজারে আনে। ৮ লিটার w16 ইঞ্জিন যেটা ১৫৭৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। যার ফলে এই গাড়ি ২৪০ মাইল বা ৩৮০ কি. মি. ঘণ্টায় চলতে পারে। ২০২২ সালে এটা নির্মাণ করা হয়।
মাত্র ১০ পিস গাড়ি কোম্পানি বাজারজাত করে। এটির মাত্র দুইটি সিট। এর মধ্যে একটি গাড়ি কিনেছে ফুটবল তারকা ক্রিশ্চানো রোনালদো। এটার দাম ৪.৯ মিলিয়ন ডলার।
Koenigsegg CCXR Trevita
এই গাড়ির নির্মাতা একটি সুইডিশ কোম্পানি। ৪.৮ লিটার v8 ইঞ্জিন। যা ১০১৮ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন। এটা ঘণ্টায় ২৫৪ মাইল বা ৪১০ কি. মি. গতিতে দৌড়াতে পারে। ২০১০ সালে এই মডেলের তিনটি গাড়ি বানানো সিদ্ধান্ত নেয়া হলেও পরে মাত্র দুইটি তৈরি করা হয়।
এর দরজা ওপর দিকে খোলে। এর ছাদ সম্পূর্ণ খোলা যায়। দুই সিটের সিলভার রঙ এর এই গাড়িটির একটি কিনেছে আমেরিকান বক্সার Floyd Mayweather।
অপরটি কিনেছে Hans Thomas Gross. উনি একজন উদ্যোক্তা এবং Running ball নামক ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। এই ওয়েবসাইটে সরাসরি খেলার সংবাদ সরবরাহ করা হয়।এটার মূল্য ৪.৪৫ মিলিয়ন ডলার।
Rolls Royce Boat Tail
Rolls Royce Boat Tail ২০২১ সালে নির্মিত হয়। এটা Rolls Royce এর সবচেয়ে দামি গাড়ি। এটা নৌকার আকৃতিতে ডিজাইন করা হয়েছে। Rolls Royce এর একটি গাড়ি বানাতে সাধারনত ছয় মাস লাগলেও এটা বানাতে চার বছর লেগেছে। Rolls Royce এই মডেলের তিনটি গাড়ি বানাতে চেয়েছে। ইতিমধ্যে একটি তৈরি হয়েছে।
এর চারটি সিট এবং সিটগুলো খুবই আরামদায়ক। এটা গাঢ় নীল রঙের। এর পেছনে ডিকিতে ফ্রিজ আছে। ডিকিটা প্রজাপতির ডানার মতো খোলে। ডিকি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেটা নাস্তার টেবিলের মতো ব্যবহার করা যায়।
এই গাড়িতে সুইজারল্যান্ড এর বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান House of Bovet এর দুটি ঘড়ি আছে। ঘড়ির দাম এক মিলিয়ন ডলারের বেশি।
এই গাড়ি ৬.৭৫ লিটার ডবল টার্বো চার্জারের V12 ইঞ্জিনের। এটা ৫৬৩ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। যা এটাকে ঘন্টায় ২৫০ কিলোমিটার গতি প্রদান করে।
এই গাড়িটির দাম ২৮ মিলিয়ন ডলার। যা আজ পর্যন্ত সবচেয়ে দামি গাড়ি। এটা কিনেছে বিখ্যাত সংগীত তারকা Beyonce এবং Jay-Z দম্পতি।
এখানে যে সকল দামি গাড়ির কথা বলা হয়েছে, এগুলো সবই প্রয়োজনের চেয়ে বিলাসী বেশি। এই গাড়িগুলো আমাদের দেশের রাস্তার উপযোগী নয়। এই গাড়িগুলোর যন্ত্রাংশ সহজলভ্য নয়। এগুলোর ইউনিক পার্টসগুলো একমাত্র সেই কোম্পানিতেই থাকে। এগুলোর রক্ষণাবেক্ষণ খুবই ব্যয়বহুল। এই গাড়িগুলো যাতায়াতে ব্যবহারের চেয়ে লোক দেখানোর কাজে বেশি ব্যবহার হয়।
এই গাড়িগুলো যতই দামি ও বিলাসবহুল হোক না কেন, ভাঙা রাস্তা বা অতিরিক্ত ব্যবহারের জন্য টয়োটার প্রাডো গাড়িই ভালো। বিলাসী গাড়িগুলোর তুলনায় টয়োটার গাড়ির সস্তা, যন্ত্রাংশ সহজলভ্য ও অধিক ব্যবহারযোগ্য।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩