সুফি হৃদয়
টাকা ছাড়াই কিভাবে শপিফাই ড্রপশিপিং শুরু করবেন?
ড্রপ শিপিং নিয়ে জানতে পুরো আর্টিকেলটি পড়ুন
আপনারা যারা অনলাইনে টাকা উপার্জন করতে চাচ্ছেন। তারা ড্রপশিপিং ব্যবসায় নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। কারণ, এই ব্যবসায় কোনো পুঁজি লাগে না। পুঁজিহীন ব্যবসা মানেই লোকসানের শঙ্কা কম। এটাতে দরকার শুধু আপনার দক্ষতা, ধৈর্য ও সময়। এই ড্রপ শিপিং ব্যবসা করতে শপিফাই shopify খুবই উপকারী প্রমাণিত হয়েছে। shopify এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তার জীবিকার সুব্যবস্থা করতে পেরেছে।
আপনারা নিশ্চয়ই জানেন ড্রপশিপিং ব্যবসা করতে একটি ওয়েবসাইট অবশ্যই লাগে। কিন্তু অনেকেই আমরা ওয়েবসাইট তৈরি করতে জানি না। কিংবা তৈরির জন্য অনেক অর্থ খরচ করতে হয়, সেটাও করা আমাদের পক্ষে সম্ভব না। এছাড়া ওয়েবসাইট তৈরির পর এটার প্রতিনিয়ত আপডেট করা ও রক্ষণাবেক্ষণের জন্য অনেক টাকা গুনতে হয়। এগুলো হয়তো আমরা অনেকেই পারবো না। এর জন্য চিন্তা করার কিছু নেই। আমরা যারা এই সকল প্রসেসের মধ্যে যেতে চাই না, তাদের জন্য আছে shopify
এটার মাধ্যমে ওয়েবসাইট তৈরির মতো বিরাট ব্যাপার খুব সহজেই সমাধান করা সম্ভব। শুধু কি ওয়েবসাইট? আপনার পেমেন্ট নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই। Shopify পেমেন্টের ঝামেলাও নিজ কাঁধে নিয়ে নেয়।
- shopify এর মাধ্যমে কিভাবে নিজের স্টোর তৈরি করবেন?
- কিভাবে shopify এর মাধ্যমে নিজের নামে ডোমেইন তৈরি করবেন?
- কিভাবে shopify ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন?
- shopify ড্রপশিপিং ব্যবসার সুবিধা।
এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে আইনিউজের এই পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
Shopify এর মাধ্যমে হাজার থেকে লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। কিন্তু আপনি যদি ভাবেন যে, চাকরির ফাঁকে দিনে ৩০-৪০ মিনিট ব্যয় করে shopify এর মাধ্যমে ব্যবসা করবেন। তাহলে তা সম্ভব নয়। shopify -এ প্রচুর সময় ব্যয় করতে হবে। ধৈর্য ধরে এটাতে লেগে থাকতে হয়।
গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরের মাঝে যেরকম হাজারো অ্যাপ্লিকেশন থাকে। তেমনি Shopify এর মাঝেও বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। যেগুলো ব্যবহার করে সহজেই আপনি ড্রপশপিং ব্যবসা করবেন।
এগুলোর মধ্যে প্রথম অবস্থায় আপনি দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।
- Oberlo
- Loox- photo review
Oberlo কী?
Oberlo এটা শপিফাই এর মাঝে থাকা এমন একটি অ্যাপ্লিকেশন। যেটা দ্বারা আপনি সাপ্লায়ার অর্থাৎ আলি এক্সপ্রেস এগুলো থেকে আপনার শপে পণ্যগুলো প্রদর্শন করতে পারবেন। এই অ্যাপটি সেই সকলওয়েবসাইটের পণ্যগুলো আপনার ওয়েবসাইটে প্রকাশ করবে।
কিন্তু মূল্যটা আপনি নির্ধারণ করবেন। যদি সাপ্লায়ার ১০ ডলারে কোনো পণ্য বিক্রি করে তাহলে আপনি ১৫ ডলার সেটার মূল্য ধার্য করবেন।
Loox-photo review কী?
আপনি যখন কোনো ই-কমার্স ওয়েবসাইট থেকে কোনো পণ্য কিনতে যান। তখন পণ্যের বিস্তারিত তথ্যগুলো আগে পড়েন। এরপর এটার রিভিউ দেখেন। যত বেশি রিভিউ হবে এবং যত ইতিবাচক রিভিউ থাকবে, ততই এটার গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি কিন্তু রিভিউ দেখেই পণ্য কিনে থাকেন। কিন্তু আপনার তৈরি করা স্টোর তো নতুন। এখনো কোনো পণ্য বিক্রি হয়নি। তবে রিভিউ কীভাবে হবে? আর রিভিউ ছাড়া তো কাস্টমার পণ্য ক্রয় করতে আগ্রহী হবে না। এই সমস্যা সমাধানের জন্য loox- photo review
এটা খুবই কার্যকরী অ্যাপ্লিকেশন। এটা আলি এক্সপ্রেস থেকে রিভিউগুলো আপনার shopify স্টোরে কপি করে ফেলে। এতে করে আপনি খুব সহজেই কাস্টমার ধরতে পারবেন।
Shopify সম্পর্কে একটি বাস্তব ধারণা নিই
Shopify কি আসলে সম্পূর্ণ বিনামূল্যের? এ প্রশ্নের উত্তর হবে না। এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে সেবা প্রদান করে না। কিন্তু এটা আপনাকে ১৪দিনের ফ্রি ট্রায়াল অর্থাৎ প্রশিক্ষণ দেয়।
Shopify কার্যক ভাবে ব্যবহার করার জন্য তিনটি অপশন রয়েছে।
- ২৯ ডলার প্রতি মাসে ( Basic)
- ৭৯ ডলার প্রতি মাসে (Shopify )
- ২৯৯ ডলার প্রতি মাসে ( Advenced Shopify)
যারা নতুন তারা ২৯ ডলার মূল্যের এক মাসের অপশনটাই বেছে নেবেন। এছাড়া loox-photo review এটার জন্য কিন্তু প্রতি মাসে ১০ ডলার চার্জ দিতে হবে। এটা আপনার পণ্য বিক্রয় আরো বাড়িয়ে দেয়।
Shopify এর ১৪ দিনের ফ্রী ট্রায়াল টি গ্রহণ করার মাধ্যমে আপনার খুব ভালো অভিজ্ঞতা সঞ্চয় হবে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রপশিপিং ব্যবসায় নেমে যেতে পারেন। ফ্রি ট্রায়ালে এপ্লিকেশন ব্যবহার করতে কোনো চার্জ লাগবে না।
কিভাবে Shopify ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন?
প্রথমেই আপনাকে Shopify ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে আপনি আপনার ইমেইল ও পাসওয়ার্ড এর মাধ্যমে একটি একাউন্ট ক্রিয়েট করে নেবেন। সেখানে আপনাকে আপনার স্টোরের নাম দিতে বলবে। আপনি একটি আনকমন নাম দেবেন।
এরপর Shopify এর কিছু ফরম আছে যেগুলো পূরণ করতে হবে। এখন আপনার সামনে একটি পেজ আসবে। যেখানে তিনটি প্যাকেজ দেওয়া থাকবে। এখন আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন। তবে ২৯ ডলারেরটি বেছে নেবেন।
Shopify অ্যাপ স্টোর থেকে Oberlo অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটা একটি ফ্রি অ্যাপ। এরপর loox- photo review অ্যাপটি ডাউনলোড করবেন। এটা কিন্তু ফ্রি নয় তবে ট্রায়ালের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এটা ইন্সটল করে নিন। ইন্সটল হতে কিছুটা সময় লাগতে পারে।
এবার আপনি কাস্টমাইজ থিম অপশনে চলে যাবেন। সেখানে অনেকগুলো ফ্রি থিম পেয়ে যাবেন। সেখান থেকে আপনি যে কোনো একটি থিম নির্বাচন করতে পারেন। তবে simple নামক থিমটি নির্বাচন করে নিবেন।
কাস্টমাইজ থিম অপশন ব্যবহার করে আপনার শপের রঙ ও ডিজাইন পরিবর্তন করতে পারবেন। হেড অর্থাৎ বিলবোর্ড এর মতো কোনো পণ্যের ছবিও টাঙাতে পারবেন স্টোরের ওপরে।
simple থিম নির্বাচন করা হলে আপনার দোকান বা স্টোর সম্পূর্ণ খালি দেখাবে। এবার তো এটাকে পণ্য দিয়ে সাজাতে হবে, তাই না?
আলি এক্সপ্রেসে আপনার একটি একাউন্ট করা লাগবে। যদি আলি এক্সপ্রেসে ইতিমধ্য অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সেখানে গিয়ে পণ্য নির্বাচন করুন। পণ্যটি ক্রয়ের তালিকা সংযোজন করলে সেটা Oberlo -তে চলে আসবে।
এরপর Oberlo থেকে আপনার Shopify স্টোরে নিয়ে যান। আপনার স্টোরে যখন পণ্যটি আসবে তখন এটার মূল্য ভুল দেখাবে। আপনি সেটা বিচক্ষণতার সাথে লাভ-লস হিসাব করে তা সংশোধন করে নিন।
এখন পালা loox ব্যবহারের। রিভিউ ছাড়া যেহেতু কাস্টমার পণ্য ক্রয় করতে চায় না। তাই loox এর মাধ্যমে রিভিউ অ্যাড করতে হবে। loox import reviews লেখাটাতে ক্লিক করতে হবে এরপর import to loox নামক একটি লাল বাটনটিকে বুকমার্ক বারে ড্রাগ করতে হবে।
আলি এক্সপ্রেসে গিয়ে পণ্যটিতে নির্বাচন করে এবং বুকমার্কে থাকা import to loox -এ ক্লিক করুন। এরপর একটি পেজ আসবে। সেখানে কী পরিমাণ রিভিউ ইনপুট করতে চান তা সিলেক্ট করুন। কত স্টার এর ওপরে রিভিউ চান সেটাও সিলেক্ট করার অপশন আছে। এরপর অনেক ছবি টেক্সট সহকারে রিভিউ আসবে। আপনার যেগুলো পছন্দ হবে সেগুলো ইমপোর্ট করতে থাকুন।
ফ্রি ট্রায়ালের মাধ্যমে আপনি কিভাবে ড্রপ শিপিং করা লাগে, কিভাবে পণ্য এ্যাড করা লাগে, এটা শিখতে পারবেন। যদি কার্যকর শপ চান তবে সেখানে ডলারের মধ্যমে নিতে পারবেন। ডোমেইন অর্থের বিনিময় কিনতে পারবেন।
এটা ব্যবহারে অনেক সুবিধা। এটা ব্যবহার করার ফলে আর কষ্ট করে ওয়েবসাইট তৈরি করা লাগে না। যাতে করে আপনার অনেক অর্থ সাশ্রয় হবে এবং সময় বাঁচবে।
আপনি যদি চান চাকরি বা পড়াশোনার পাশাপাশি এটা করতে, তাহলে কয়েকজন মিলে এই ব্যবসা শুরু করুন। সবাই মিলে অল্প অল্প করে সময় ব্যয় করলেও এটা ভালো একটি পজিশনে যেতে পারে।
Shopify কিভাবে ব্যবহার করতে হয় এর জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে। সেগুলো সাহায্য নিতে পারেন। Shopify -এ ইনকাম খুব সহজে শেখার বিশ্বস্ত একটি ইউটিউব ভিডিওর লিংক এখানে দিচ্ছি, এটা দেখে নিতে পারেন। ভিডিও লিংক- https://youtu.be/KIiD4MA5sfk
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩