তথ্য প্রযুক্তি ডেস্ক
নিলামে উঠলো প্রথম প্রজন্মের আইফোন, ভিত্তিমূল্য ৫০ হাজার ডলার!
প্রথম প্রজন্মের একটি আইফোন নিলামে তোলা হয়েছে। তৎকালীন অ্যাপল ইনকরপোরেশনের তৈরি এই ফোনটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। ২০০৭ সালে স্টিভ জবসের হাত ধরে বাজারে আসা সেই আইফোনটি অবশ্য এখনো অব্যবহৃতই রয়ে গেছে। সম্প্রতি ডিভাইসটির মালিক এটিকে নিলামে তোলেন।
চলতি ফেব্রুয়ারিতে আইফোন বাজারে আনার ১৫ বছর পূর্ণ হয়েছে। ২০০৭ সালে প্রথম প্রজন্মের এই আইফোন আনুষ্ঠানিকভাবে বাজারে আনেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও তৎকালীন প্রধান নির্বাহী স্টিভ জবস।
৩ দশমিক ৫ ইঞ্চি পর্দার আইফোনটি যখন বাজারে আসে তখন এটির দাম ছিল ৫৯৯ মার্কিন ডলার। এতে ছিল ২ মেগাপিক্সেল ক্যামেরা, ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং আইটিউনস। তবে এতে কোনো অ্যাপ স্টোর ছিল না। ডিভাইসটি টু-জি মোবাইল নেটওয়ার্কে চলত এবং শুধু এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে এটি ব্যবহার করা যেত।
৪ গিগাবাইট (জিবি) এবং ৮ জিবি এই দুই মেমোরি স্টোরেজ ফিচারে এসেছিল প্রথম প্রজন্মের এই আইফোন।
নিলামে ওঠা আইফোনটির ৮ জিবি সংস্করণ উপহার হিসেবে পেয়েছিলেন মেকআপ ট্যাটু শিল্পী ক্যারেন গ্রিন। তবে তিনি আইফোনের মোড়কটি কখনো খোলেননি। ২০১৯ সালে এক টিভি শোতে সর্বপ্রথম এটি জানিয়েছিলেন ক্যারেন। তখন একজন ডিভাইসটির মূল্য পাঁচ হাজার ডলার বলে জানিয়েছিলেন।
নিলামকারী প্রতিষ্ঠান এলসিজি অকশন ডিভাইসটি নিলামে উঠিয়েছে। গত অক্টোবরেও একই ধরনের আরেকটি আইফোন ৩৯ হাজার ডলারে নিলামে বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যারেনের আইফোন নিলামে থাকবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩