ইমরান আল মামুন
আপডেট: ২০:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
চ্যাটজিপিটি কি এবং কিভাবে কাজ করে
২০২৩ সালের প্রথম দিক থেকেই একটি শব্দ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সে শব্দটি হচ্ছে চ্যাটজিপিটি। এক বিশ্বে ধরতে গেলে এক ধরনের শোরগোল পড়ে গেছে। কেনই বা পড়বে না কারণ যে কাজগুলো একজন মানুষ ম্যানুয়াল ভাবে করত সে কাজগুলো এখন একটি রোবট অটোমেটিক ভাবে করে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছে এর কারণে অনেকে বেকারত্বের শিকার হবে। কারণ এর কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই প্রখর যে একটি কমান্ড মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই করে দিচ্ছে। আজকের আমার আর্টিকেলটি হচ্ছে এই চ্যাটজিপিটি সম্পর্কে। চলুন জেনে নেই বিস্তারিত ধারণা।
আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা যা যা জানতে পারবো
- চ্যাটজিপিটি কি?
- কি কি কাজে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়
- কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করবেন
- চ্যাটজিপিটি এর ভবিষ্যৎ
চ্যাটজিপিটি কি
প্রথমে আমরা জেনে নেব চ্যাটজিপিটি মূলত কি এবং এর আবিষ্কারের সূচনা। মূলত চ্যাটজিপিটি হচ্ছে যারা জেনেরেট প্রি ট্রান্সফর্মার চ্যাটবোট। ২০২২ সালের নভেম্বর মাসে Open Ai দ্বারা প্রকাশিত হয়েছে এই চ্যাটবোট। এটি হচ্ছে ওপেন এআই এর GPT-3.5 এর মডেল এর উপর নির্মাণ করা হয়েছে। এই ওপেন এ আই বিগত সকল রেকর্ড ভেঙে দিয়েছে। কারণ প্রকাশিত হওয়ার পাঁচ দিনের মধ্যে এক মিলিয়ন এর বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে Ai কি? Ai এর পূর্ণরূপ হচ্ছে Artificial intelligent. অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কর্ম সম্পাদন নিয়ে হচ্ছে এআইয়ের কাজ।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে চ্যাটজিপিটি এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা এখনো অব্দি এর বিকল্প তৈরি হয়নি। কারণ একে যদি বলা হয় কোন কবির কবিতা নকল করে একটি নতুন কবিতা লিখে দেওয়ার জন্য, তাহলে ঐ কবির লেখা এর মত করে নতুন একটি কবিতা লিখে দিবে। এমনকি যদি কোন কমান্ড লেখার প্রয়োজন হয় তাহলে শুধু এর বেসিকটুকু বলবেন তারপর সে এক মিনিটের কম সময়ের ভিতরে পুরো কমান্ড লিখে দিবে। তাহলে বুঝতে পেরেছেন কতটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হিসেবে কাজ করতেছে।
যে সকল কাজের চাকরি ব্যবহার করা যাবে
বিগত তিন মাসের ব্যবধানে চ্যাজিপিটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কারণ কবিতা লেখা থেকে শুরু করে প্রোগ্রামিং এর কাজ এর মাধ্যমেই করে নেওয়া যাচ্ছে। অনেকেই মনে করতে পারেন যে চ্যাজিপিটি হয়তো গুগলের মতো সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তবে তা নয় এটি একটি মেসেজিং এর মাধ্যমে কাজ করে। অর্থাৎ কোন প্রশ্ন জানা থাকলে তার টাইপ করে ম্যাসেজ আকারে সেন্ড করতে হবে এবং সেটির উত্তর চ্যাজিপিটি লিখে দিবে। অনেকগুলো কাজ এর মাধ্যমে করা যায়, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ সম্পর্কে আলোচনা করব।
প্রযুক্তিগত ব্যবহার: এই চ্যাটবোট যেহেতু প্রযুক্তির আবিষ্কার তাই প্রযুক্তি কাজে বেশি ব্যবহৃত হবে এটাই স্বাভাবিক। এর প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার রয়েছে। যেমন কোন কিছু গণনার কাজে এক নিমিষেই আপনাকে ফলাফল দিয়ে দেবে। তাছাড়া ওয়েব ডেভেলপমেন্ট এর বিভিন্ন ধরনের কোডিং ফাইল, প্রোগ্রামিং ডাটা, অনলাইন ডাটা বিশ্লেষণ যাবতীয় কাজগুলো করে দিবে এক মুহূর্তের মধ্যে। শুধু আপনার প্রয়োজনীয় চাহিদা টুকু ইনপুট করতে হবে।
গণমাধ্যম হিসেবে: সকল আপডেট এবং সর্বশেষ তথ্যগুলো চ্যাজিপিটিতে সংরক্ষিত থাকে। তাই যদি কারো ছোটখাট গণমাধ্যম থাকে তাহলে এখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে তাই ইনপুট করতে পারা যাবে। এমনকি কোন বিষয়বস্তু নিয়ে আর্টিকেল লেখার প্রয়োজন হয় শুধু সে বিষয়টি লিখে সেন্ড করলেই একটি আর্টিকেল লিখে দিবে যা সম্পূর্ণ ইউনিক এবং তথ্যবহুল।
শিক্ষক হিসেবে ব্যবহার: চ্যাজিপিটি অনেকটা শিক্ষকের মত আমাদেরকে বিভিন্ন জ্ঞান অর্জন করতে সহায়তা করে। যেমন যদি তার কাছে জানতে চাই ঢাকা বিভাগ সম্পর্কে। তাহলে এক থেকে দুই মিনিটের মধ্যে প্রয়োজনীয় সকল তথ্য আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, ভাষা এবং ইতিহাস সহ সকল বিষয়গুলো তুলে ধরে। তবে আশা করা যায় আগামী কয়েক মাসের ভিতরে এটি শতভাগ সঠিক তথ্য দিয়ে থাকবে।
চ্যাজিপিটি একাউন্ট খুলবেন যেভাবে
আমাদের দেশে অনেকে ইতিমধ্যে ব্যবহার করা শুরু করে দিয়েছে। যারা এখনো এর একাউন্ট খোলেন নি তারা দ্রুত খোলে নিন। এখন পর্যন্ত ফ্রি ব্যবহার করা যাচ্ছে হয়তো বা ভবিষ্যতে এটি প্রিমিয়াম ভার্সন হয়ে যেতে পারে। চলুন দেখলে কিভাবে কিভাবে একাউন্ট খুলবেন।
★ প্রথমে openai.com এই লিংকে ক্লিক করুন।
★ ওয়েবসাইটটিতে ক্লিক করার পর Signup লেখায় ক্লিক করতে হবে।
★ Sign Up বাটনে ক্লিক করার পর সেখানে ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার একটি করে বক্স পাওয়া যাবে। আপনার ইমেইল এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
★ উপরের সকল তথ্য দেওয়ার পরে আপনার ইমেইলে ভেরিফাই করার জন্য একটি ইমেইল আসবে। সেই ইমেইলটি দিয়ে ভেরিফাই করে নিলেই আপনার একাউন্টটি খোলা হবে।
এরপর আপনার ইচ্ছা মত চ্যাজিপিটি ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে এর ব্যবহারের সুযোগ রয়েছে। আশা করি অবশ্যই এটি ভালো কাজে ব্যবহার করবেন।
চ্যাজিপিটি ভবিষ্যৎ
বিশেষজ্ঞরা ধারণা করেছে যে ভবিষ্যতে এর ব্যবহার অত্যান্ত বেশি হবে। এর কারণে অনেকে চাকরি হারাতে পারে। তবে এর অনেক সুবিধা রয়েছে। মানুষের কর্ম জীবনকে আরো সহজ এবং সংক্ষিপ্ত করে তুলবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শতভাগ সঠিক তথ্য এবং কাজ সম্পাদনা করে দেবে। সাধারণ মানুষ যেমনটা ভাবছে তারা কর্মজীবন হারাবে ঠিক তেমনটা নয়। তবে এটি বিশ্বকে পরিবর্তন করে দেবে নিশ্চিত।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩