হেলাল আহমেদ
চ্যাটজিপিটির কারণে কি কাজ হারাবে মানুষ?
চ্যাটজিপিটি লোগো।
বর্তমান সময়ে নেট দুনিয়ার সবচাইতে বেশি আলোচিত শব্দটি চ্যাটজিপিটি। মাইক্রোসফট কোম্পানির নতুন এই প্ল্যাটফর্মটি অল্প সময়ে যে বিস্ময় সৃষ্টি করেছে তাতে অনেকেই একে নতুন যুগের বিপ্লব বলছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, চ্যাটজিপিটি চাকরিহারা করবে হাজারও মানুষকে।
এরিমধ্যে বহু কোম্পানি কর্মীর পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছে। হাজার হাজার ডলার অর্থ সাশ্রয় করছে। বার্তা সংস্থা ফরচুনের প্রতিবেদন বলছে, যেসব কোম্পানি চ্যাটজিপিটি ব্যবহার করছে, তারা প্রায় ৪৮ শতাংশ অর্থ সাশ্রয় করছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিজিওমবিল্ডার ইতোমধ্যে চ্যাটজিপিটি নিয়ে একটি সমীক্ষা করেছে। যেখানে ১০০০ জন বিজনেস লিডার অংশগ্রহণ করেন। দেখা গেছে তাদের মধ্যে অর্ধেক চ্যাটজিপিটি ব্যবহার করছেন। অনেক কোম্পানি কর্মীদের পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করছে।
তবে টিসিএস-এর মতে, চ্যাটজিপিটি উৎপাদনশীলতা বাড়াবে। মানুষের চাকরি খাওয়ার পরিবর্তে সহকর্মী হিসেবে কাজ করবে। মানুষ এবং চ্যাটজিপিটির সমন্নিত উৎপাদনশীলতা বদলে দিতে পারে পরবর্তী বিশ্বের চিত্রপট।
উল্লেখ্য, মাইক্রোসফট কোম্পানির চ্যাটজিপিটি এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে যেকোনো বিষয়ে প্রশ্ন দিলে নিখুঁত উত্তর পাওয়া যাবে। বলা হয় এমন কিছু নেই যা নিয়ে প্রশ্ন করলে চ্যাটজিপিটে উত্তর পাওয়া যায়না। বিমানের ইঞ্জিন তৈরি থেকে শুরু করে গল্প লিখা সব বলে দিতে পারে এই চ্যাটজিপিটি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩