ইমরান আল মামুন
আপডেট: ২০:১২, ১৮ এপ্রিল ২০২৩
নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
আপনি কি বাসায় বসে জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন। কিন্তু নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম তা জানেন না? তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। এই আর্টিকেলে আলোচনা করা হচ্ছে বাসায় বসে জন্ম নিবন্ধন আবেদন করার পদ্ধতি এবং কি কি তথ্যের প্রয়োজন হয় সকল বিষয় সম্পর্কে।
বর্তমান সরকার প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করে দিয়েছে। ভোটার আইডি কার্ড যেমন আবশ্যিক বিষয় ঠিক তেমনি এখন জন্ম নিবন্ধনও আবশ্যিক। এখন প্রতিটি কাজের জন্যই জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে তাদেরও এখন জন্ম নিবন্ধন নতুন করে করার প্রয়োজন হয়ে থাকে। এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন আবেদন করবেন কিভাবে সে বিষয়ে সম্পর্কে।
নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
ইতিমধ্যে যারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন নি। তারা বাসায় বসে আবেদন করতে চাচ্ছেন অনলাইন পদ্ধতিতে। তারা নিচের ধাপগুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন। নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হচ্ছে।
- একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নিন। ভালো হয় যদি একটি কম্পিউটার ডিভাইস নিতে পারেন।
- এরপর যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। আর মোবাইল ব্যবহার করলে ব্রাউজারটি ডেক্সটপ মোড করে নিতে পারেন।
- এখানে প্রবেশ করুন। প্রবেশ করার পর সেখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ইত্যাদি রয়েছে। আপনি কোন ঠিকানার বিপরীতে আবেদন করতে ইচ্ছুক সেই ঠিকানা সিলেক্ট করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
- পরবর্তী পেজে আপনাকে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য বসাতে হবে। যেমন নিজের নাম বাংলা ও ইংরেজিতে এবং কত নম্বর সন্তান আপনি তা দিতে হবে। এছাড়া বর্তমান এবং স্থায়ী ঠিকানা, ধর্ম বসিয়ে পরবর্তী বাটনে প্রেস করতে হবে।
- পরবর্তী ধাপে পিতা, মাতার নামসহ তাদের জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন নম্বর দেওয়া লাগবে। সকল তথ্য দেওয়ার পর আবার পরবর্তী বাটনে প্রেস করতে হবে।
- এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার উল্লেখিত ঠিকানাগুলোতে কোনোটি স্থায়ীভাবে দিতে চাচ্ছেন কিনা। যদি কোনোটি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান তাহলে তা নির্বাচন করুন।
- এখন যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়। অর্থাৎ সে যদি স্বাক্ষর না দিতে পারে তাহলে তার অভিভাবককে এখানে স্বাক্ষর দিতে হবে। মোবাইল নম্বর বসিয়ে পরবর্তী পেজে গেলেই আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।
উক্ত পেজে একটি পিন নম্বর সহ ফর্মটি ডাউনলোড করে দিতে হবে। নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম এর মধ্যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫ দিনের মধ্যে যদি ডাউনলোডকৃত আবেদন পত্রটি ইউনিয়ন পরিষদে জমা না দেওয়া হয় তাহলে তা বাতিল হবে। ১৫ দিন অফিশিয়াল কার্য দিবস হিসেবে গণনা করা হবে। আর পিন নম্বর অবশ্যই সংরক্ষণ করে রাখবেন।
নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?
জন্ম নিবন্ধন করতে কিছু গুরুত্বপূর্ণ আবশ্যিক বিষয়গুলো লাগে। যেগুলো ব্যতীত কোন শিশু বা ব্যক্তি কোন ভাবেই তার জন্ম নিবন্ধনটি করতে সক্ষম হবে না। তাই আবেদনের পূর্বে অবশ্যই এই নিচের বিষয়গুলো সংরক্ষণ করে তারপর করবেন। অন্যথায় বিভ্রান্ত হতে হবে না।
- অনলাইনে আবেদন ফরমের প্রিন্ট আউট কপি
- শিশুর পাসপোর্ট সাইজের একটি ছবি
- টিকা সনদপত্র
- জন্মস্থানের সনদপত্র ( আবশ্যিক নয় )
- ইংরেজি ও বাংলায় পিতা-মাতার অনলাইন নিবন্ধনের জন্ম সনদপত্র
- পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র
- অভিভাবকের একজনের কর পরিশোধের প্রমাণ
জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?
নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়মের মধ্যে গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে জন্ম নিবন্ধন করতে কত টাকা খরচ হয়ে থাকে এ বিষয়টি। যদি একটি নতুন জন্ম নিবন্ধন করা লাগে তাহলে তার জন্য খরচ হয় ২৫ টাকা। অর্থাৎ জন্ম নিবন্ধন ফি হচ্ছে মাত্র ২৫ টাকা। যদি জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় তাহলে এজন্য সংশোধন ফি হচ্ছে ১০০ টাকা।
জন্ম নিবন্ধন সংশোধন করার পদ্ধতি
বিভিন্ন কারণে আমাদের জন্ম নিবন্ধন ভুল হয়ে থাকে। জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন বাসায় বসে। এই বিষয়ে আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। আর্টিকেলটি পড়তে এখানে প্রবেশ করুন।
মৃত্যু নিবন্ধন আবেদন প্রক্রিয়া
অনেকের মৃত্যু নিবন্ধন করার প্রয়োজন হয়ে থাকে। আসলে মৃত পরিবারের সদস্যরা এই আবেদন করে থাকে। কারণ বিভিন্ন কারণে এই ডকুমেন্টের প্রয়োজন হয়। ডিজিটাল পদ্ধতি হয়ে গেছে সবকিছু, তেমনভাবে অনলাইনে মৃত্যু নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। এই আর্টিকেলটি পড়তে এখানে প্রবেশ করুন এবং নিজে নিজেই আবেদন করে ফেলুন।
জন্ম নিবন্ধন অনলাইন কিনা যাচাই করবেন এ বিষয়ে আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। এরকম সকল টিপস এবং টিপসগুলো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলের নিচের অংশে জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড সংক্রান্ত সকল তথ্য তুলে ধরা হলো।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩