ইমরান আল মামুন
আপডেট: ১০:২১, ২৬ এপ্রিল ২০২৩
অনলাইনে ভিসা চেক করার নিয়ম ২০২৩
যারা প্রবাসে যেতে ইচ্ছুক তাদের অনলাইনে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে অনেকেরই জানা দরকার হয়। তার ভিসাটি কোন অবস্থায় রয়েছে এবং সকল তথ্য ঠিক আছে কিনা তা জানতে পারা যায়। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে আমাদের এই আর্টিকেল।
ভিসা অনেকেই করে থাকেন। কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে এই ভিসাটি অনলাইনে চেক করতে হয়। বর্তমান সময় হচ্ছে ইন্টারনেট নির্ভরযুগ। কোন কিছু যাচাই করার জন্য এখন ম্যানুয়াল ভাবে অফিসে দৌড়াদৌড়ি করতে হয় না। ঘরে বসেই তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই যেকোনো কিছু যাচাই-বাছাই করে নেওয়া সম্ভব হয়। এই পদ্ধতিতে মানুষের সময় এবং দালালের হয়রানি উভয় কমে এসেছে।
বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করত তারা দেশের বাইরে যাওয়ার জন্য দালালের প্রকোপে পড়ে প্রচুর টাকা এবং সময় নষ্ট করেছে। আবার গ্রামের সহজ সরল মানুষকে জাল ভিসা দিয়ে তাদের ঠকিয়েছে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলেই খুব সহজেই আপনার ভিসাটি অরজিনাল কিনা এবং অন্যান্য তথ্য সম্পর্কে জানতে পারবেন।
অনলাইনে ভিসা চেক করার নিয়ম ২০২৩
ভিসা চেক করতে কি কি লাগে
ভিসা চেক করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ইনফরমেশন এর প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ নির্দিষ্ট কিছু তথ্য থাকলেই একজন ব্যক্তি পৃথিবীর যেকোনো দেশের ভিসা চেক করে নিতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ব্যক্তির পাসপোর্ট নম্বর এবং এপ্রুভ ভিসার নম্বর থাকতে হবে। দুটি বিষয় থাকলে একজন ব্যক্তি খুব সহজেই অনলাইন থেকে ভিসা চেক করে নিতে পারবে।
কিভাবে সকল দেশের ভিসা চেক করতে হয়
প্রতিটি দেশের ভিসা দেখার জন্য আলাদা আলাদা ওয়েবসাইটে প্রবেশ করে তারপর চেক করে নিতে হবে। অর্থাৎ মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম, সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম, ওমান ভিসা চেক করার নিয়ম সম্পূর্ণ আলাদা আলাদা। এখন আপনাদের জন্য নিচে তুলে ধরা হচ্ছে বিভিন্ন দেশের ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট।
প্রথমে ইন্টারনেট যুক্ত একটি ডিভাইস নিতে হবে সেটি হতে পারে মোবাইল কিংবা কম্পিউটার। এরপর আপনি কোন দেশের ভিসা চেক করতে চাচ্ছেন তা নিচের লিংকে প্রবেশ করুন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে চেক বাটনে প্রেস করলেই আপনি আপনার বিশেষ সংক্রান্ত সকল তথ্যগুলো পেয়ে যাবেন।
আপনারা দেখলেন সকল দেশের অনলাইনে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। এছাড়াও অন্যান্য সকল তথ্য জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
সংযুক্ত আরব আমিরাত ভিসা চেক | https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html |
সৌদি আরব ভিসা চেক | visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData |
ওমানের ভিসা চেক | evisa.rop.gov.om |
কাতার ভিসা চেক | https://portal.moi.gov.qa/ |
সিঙ্গাপুর ভিসা চেক | https://www.mom.gov.sg/check-wp |
ইতালি | visa.vfsglobal.com/bgd/en/ita/ |
ইন্ডিয়ান ভিসা চেক | passtrack.net |
মালয়েশিয়া ভিসা চেক | eservices.imi.gov.my/myimms/PRAStatus |
আলবেনিয়া ভিসা চেক | https://e-visa.al/ |
রোমানিয়া ভিসা চেক | https://evisa.mae.ro/ |
কুয়েত ভিসা চেক | https://rnt.moi.gov.kw/esrv/VisaStat.do?lang=eng |
কানাডা ভিসা চেক | https://www.canada.ca |
আমেরিকা ভিসা চেক | https://bd.usembassy.gov/bn/visas-bn |
অস্ট্রেলিয়া ভিসা চেক | https://online.immi.gov.au/evo/firstParty |
Updating | |
Updating | |
Updating | |
Updating |
ভিসা চেক করার সুবিধা ( অনলাইনে ভিসা চেক করার নিয়ম )
এ ডকুমেন্ট চেক করার বহু সুবিধা রয়েছে। কোন এজেন্সি বা কোন দালালের মাধ্যমে ভিসা করে থাকেন তাহলে সেটি অরজিনাল কিনা তা দেখে নিতে পারবেন। আর দেশের বাইরে যে কাজের জন্য যাচ্ছেন সেই কোম্পানিটির যাচাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে ভিসা চেক করার জন্য বিভিন্ন অফিস আদালতে দৌড়াদৌড়ি করা হতো। এ পদ্ধতিতে ঘরে বসেই দেখতে পারা যায়। আর বিদেশে গিয়ে বিপদগ্রস্ত হতে হয় না।
তবে এটি শুধুমাত্র যাচাই করা যাবে যাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং পাসপোর্ট রয়েছে। তাছাড়া কেউ তা দেখতে পারবে না। আর যদি নিজের না পারেন তাহলে যে কোন কম্পিউটারের দোকান থেকে তা দেখে দিতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে অবশ্যই একজন ব্যক্তি তার ভিসা চেক করতে পারবে। এজন্য প্রথমে ওই দেশের ভিসা চেক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পাসপোর্ট নাম্বার এবং ভিসা নম্বর দিয়ে চেক বাটনে প্রেস করলেই তা দেখতে পারা যায়। আর্টিকেলের মধ্য অংশে বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক দেওয়া রয়েছে।
আজকের আর্টিকেলে আপনারা দেখলেন বিভিন্ন দেশের অনলাইনে ভিসা চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে। এরকম আরো পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে এবং তথ্য জানতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়?
হ্যাঁ অবশ্যই পারবেন
ভিসা আবেদন ট্র্যাক করব কিভাবে?
চেক করার পদ্ধতিতেই আবেদন ট্র্যাক করতে পারবেন।
ভিসা যাচাই করার জন্য কি কি ডকুমেন্ট এর প্রয়োজন হয়?
পাসপোর্ট এবং ভিসা নম্বর।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩