ইমরান আল মামুন
আপডেট: ২১:২৬, ৫ মে ২০২৩
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম ২০২৩
বিদেশে পড়াশোনা, চাকুরি কিংবা ঘুরতে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম অনেকের কাছেই অজানা। আবার অনেকের কাছে এই সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন মনে হয়। কেউ কেউ এর পেছনে অনেক সময় নষ্ট করেন বা এটি করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন।
বর্তমান সরকার এই সার্টিফিকেট প্রাপ্তিকে অনেক সহজ করে দিয়েছে। যে কেউ চাইলে ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারেন। তবে অনলাইনে প্রাপ্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শুধুমাত্র বিদেশ যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। দেশের অভ্যন্তরে কোন কাজে ব্যবহারের জন্য নিজ জেলা এসপি অফিস থেকে সরাসরি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম জানা থাকলে ঘরে বসে আবেদন করেই সার্টিফিকেট পেয়ে যেতে পারেন। অবশ্যই যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। চলুন জেনে নেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবার জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এবং কি কি প্রয়োজন হয়:
পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে প্রয়োজনীয় শর্তাবলী ও কাগজপত্র:
• কমপক্ষে তিন মাস মেয়াদ অবশিষ্ট আছে এমন পাসপোর্ট।
• আবেদনকারীকে অবশ্যই পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানার বাসিন্দা হতে হবে।
• প্রবাসী আবেদনকারীদের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের স্ক্যান কপি।
• প্রবাসী আবেদনকারীগণ যার মাধ্যমে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সনদ সংগ্রহ করতে চান, তার জাতীয়পত্রের নম্বর সহ একটি অনুমতিপত্র আবেদনের সাথে আপলোড করতে হবে।
• বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অফ পিস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের স্ক্যান কপি।
• ফি পরিশোধের প্রমাণ হিসেবে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা সমমানের অফলাইন ট্রেজারি চালান। কেউ চাইলে অবশ্য অনলাইনে ক্রেডিট/ডেবিট কিংবা বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম:
ধাপ ১. একাউন্ট রেজিস্ট্রেশন:
বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইট ppc.police.gov.bd হতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি নিজের জন্য কিংবা অন্য কারো জন্য সার্টিফিকেট প্রাপ্তির আবেদন করে দিতে পারবেন। প্রথমে আপনার কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে ppc.police.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটের বাম পাশ হতে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। আপনি একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটি ফরম পাবেন। নাম, ভোটার আইডি কার্ডের নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে Continue বাটনে ক্লিক করুন।
ধাপ ২. একাউন্ট ভেরিফিকেশন:
দ্বিতীয় ধাপে আপনাকে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে বলা হবে। আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কোডটি টাইপ করে 6154 নাম্বারে পাঠিয়ে দিন।
ধাপ ৩. দেশ বাছাই:
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়মের তৃতীয় ধাপে আপনাকে দেশ ও উদ্দেশ্যে বাছাই করতে হবে।
আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে , Your account is successfully verified এসএমএস পাবেন। তারপর আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এপর্যায়ে আপনাকে উদ্দেশ্য বাছাই করতে বলা হবে। বিদেশ যাওয়া যদি আপনার উদ্দেশ্যে হয় তাহলে go abroad টিক দিয়ে দেশের নাম সিলেক্ট করুন।
ধাপ ৪. ব্যক্তিগত তথ্য পূরণ:
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ এটি। এই ধাপে আপনার সকল ব্যক্তিগত তথ্য দিতে বলা হবে। সেই সাথে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। খুবই সতর্কতার সাথে এই তথ্যগুলো পূরণ করবেন।
ধাপ ৫. যোগাযোগের ঠিকানা প্রদান:
ব্যক্তিগত তথ্যগুলো সাবমিট করার পর আপনার জরুরি যোগাযোগের ঠিকানা প্রদান করতে বলা হবে। এখানে পাসপোর্ট অনুযায়ী আপনার ইমার্জেন্সি যোগাযোগের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান করবেন। মনে রাখবেন আপনাকে অবশ্যই প্রদত্ত স্থায়ী ঠিকানার বাসিন্দা হতে হবে।
ধাপ ৬. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড:
এইধাপে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন আপলোড করতে হবে।
ধাপ ৭. আবেদন সাবমিট:
পুরো আবেদন প্রক্রিয়ায় যে সকল তথ্য এবং ডকুমেন্ট সাবমিট করেছেন তা পুনরায় চেক করে দেখুন। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়মে একবার ভুল তথ্য প্রদান করে ফেললে সেটি আর সংশোধন করার সুযোগ নেই। চেক করার পর যদি মনে হয় যে সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট বাটনের টিক দিয়ে কনফার্ম করে দিন।
ধাপ ৮. ফি পরিশোধ:
চালান পরিশোধের জন্য পরবর্তী ধাপে click here to pay অপশনটিতে ক্লিক করুন। এতে করে আপনার সামনে একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। এখান থেকে সোনালী ব্যাংক, রকেট, বিকাশ, নগদের মাধ্যমেও চালান পরিশোধ করতে পারবেন। চালান পরিশোধের ক্ষেত্রে কখনোই বিলম্ব করা উচিত নয়।
একবার চালান পরিশোধ হয়ে গেলে আপনাকে সেটি ডাউনলোড করতে বলা হবে। অবশ্যই চালান কপিটির পিডিএফ ফাইল ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন।
সোনালী ব্যাংক বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে চালান পরিশোধ করলে তৎক্ষণাৎ চালান আপলোড করে পেমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন। অফলাইন চালানোর মাধ্যমে ফি পরিশোধ করতে একদিন বেশি সময় লাগতে পারে। তবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা সবচাইতে সহজ।
সার্টিফিকেট পেতে কোথায় যোগাযোগ করতে হবে:
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আপনাকে নিজ থানায় যোগাযোগ করতে হবে। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম সম্পন্ন হওয়ার ৩/৪ দিনের মধ্যে থানা থেকে আপনাকে কিছু ডকুমেন্টস নিয়ে দেখা করতে বলা হবে এবং আপনার বাড়িতে গিয়ে তদন্ত করবে। ভেরিফিকেশন শেষে ঢাকায় সার্টিফিকেট তৈরি হবে। সকল কর্মকর্তাদের সিগনেচার শেষে সার্টিফিকেট হাতে পাবেন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফকেটের মেয়াদ ৩ মাস বা ৯০ দিন। মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন করে আবেদন করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে পুলিশ প্রদত্ত এমন একটি প্রত্যয়নপত্র যে, আপনি দেশে কোন প্রকার অপরাধের সাথে জড়িত নেই। আপনি দেশের একজন সুনাগরিক। যে সকল ব্যক্তি কোনো না কোনো অপরাধে জড়িত তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়। তাই আপনার যদি কোনো ক্রাইম রেকর্ড না থাকে। আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম সঠিক ভাবে পালন করেন তাহলে খুব সহজেই সার্টিফিকেট পেয়ে যাবেন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩