ইমরান আল মামুন
পল্লী বিদ্যুৎ নতুন মিটার আবেদন করার নিয়ম ২০২৩
এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে পল্লী বিদ্যুৎ নতুন মিটার আবেদন করার নিয়ম ২০২৩ সম্পর্কে। এজন্য এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন। তাহলে কেবল ঘরে বসেই আপনি আপনার ঘরের জন্য নতুন মিটার পেয়ে যাবেন।
বাংলাদেশে বৈদ্যুতিক সার্ভিস এর মধ্যে জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তাদের বেশিরভাগ মানুষ এই সার্ভিসটি গ্রহণ করে থাকে। উন্নত মানের সেবা দিচ্ছে গ্রাহকদের। যদিও পূর্বে বিদ্যুৎ সমস্যা ছিল মহামারী আকারে। বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে কঠোর জোরদার করেছেন। অর্থাৎ প্রতিটি ঘরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার অঙ্গীকার করেছেন। সে অনুসারে এখন সবাই বিদ্যুৎ পাচ্ছেন।
যারা এখনো পানি অথবা নতুন মিটার নামাতে চাচ্ছেন তাদের এই পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন আগের মত বিদ্যুৎ অফিসে ঘুরে ঘুরে মিটার নিতে হয় না। কোন কম্পিউটারের দোকান থেকেই আবেদন করে মিটার নিতে পারবেন। যদি আপনার হাতে একটি স্মার্ট ফোন কিংবা কম্পিউটার ডিভাইস থাকে তাহলে আর্টিকেলটি পরে নিজেই আবেদন করে নিতে পারবেন নতুন মিটারের জন্য। আজকের আর্টিকেলটি হচ্ছে মূলত পল্লী বিদ্যুৎ নতুন মিটার আবেদন করার নিয়ম সম্পর্কে।
নতুন মিটার আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগে?
১। যার নামে মিটার হবে তার জাতীয় পরিচয় পত্র
২। আবেদনকারীর স্থায়ী ঠিকানা
৩। একটি সচল মোবাইল নম্বর
৪। পাসপোর্ট সাইজের ছবি
৫। নিকটস্থ বৈদ্যুতিক পিলার থেকে ঘরের দূরত্ব
৬। সংযোগস্থলের জমি খারিজের ফটোকপি
৭। হাউজ ওয়ারিং এর প্রমাণ পত্র
৮। আওতাধীন ট্রানসফরমারের হিসাব নং এবং বই নম্বর
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের আবেদন ফি কত?
আগে একটি বৈদ্যুতিক মিটার আনতে হলে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হতো। এ টাকাগুলো নিত মূলত দালালরা। সাধারণ মানুষদেরকে ঠকিয়ে তারা প্রচুর অর্থ নিয়ে থাকতো। কিন্তু সকল কিছু ডিজিটাল করার কারণে এখন মানুষ দালাল ব্যতীত বৈদ্যুতিক মিটার নিতে পারেন। বর্তমানে নতুন মিটারের আবেদন ফি হচ্ছে ১১৫ টাকা। যেকোনো ধরনের মোবাইল ব্যাংকিং এর সেবার মাধ্যমে এটি প্রদান করতে পারবেন । সংযোগ দেওয়ার সময় অবশ্যই ৪৫০ টাকা দিতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার শর্তাবলী
আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয় পত্র এবং নিজস্ব জমে থাকতে হবে
সংযোগস্থল থেকে খুঁটির দূরত্ব ১৩০ ফুট বা তার কম হতে হবে
সার্ভিস ড্রপের দূরত্ব মেপে সঠিক তথ্য প্রদান করতে হবে
আবেদনপত্রে লালস্টার যুক্ত খালি কর অবশ্যই পূরণ করতে হবে
গ্রাহকের নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে
আবেদন করার সময় প্রাপ্ত ট্রাকিং নাম্বার এবং পিন নম্বর সংরক্ষণ করতে হবে
অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে
পল্লী বিদ্যুৎ নতুন মিটার আবেদন করার নিয়ম ২০২৩
পূর্বে শুধু ম্যানুয়ালভাবে আবেদন পত্র গ্রহণ করত পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু বর্তমানে তারা অনলাইন পদ্ধতিতে নতুন মিটারের জন্য আবেদন পত্র গ্রহণ করতেছে। কিভাবে এই মিটারের জন্য আবেদন করবেন তা নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো।
আবেদন করার জন্য যেকোনো ইন্টারনেট সংযুক্ত ডিভাইস থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর মেনুবার থেকে অ্যাপ্লিকেশন অপশনটি নির্বাচন করে আবেদন ফরম দেখতে পারবেন।
আবেদনকারীর বিবরণ
আপনারা যে ফর্মটি পাবেন সেখানে আবেদনকারীর নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্যগুলো প্রদান করতে হবে। অবশ্যই লাল স্টার যুক্ত খালি ঘর পূরণ করে নিতে হবে। আর এই তথ্যগুলো অবশ্যই জাতীয় পরিচয় পত্র অনুসারে হতে হয়। এরপর পরবর্তী ধাপে যেতে হবে।
স্থায়ী ঠিকানা ও বিদ্যুৎ সংযোগের স্থান বিবরণী
এই ধাপে আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং কোন জমির উপর মিটার বসাবে তার তথ্যগুলো দিতে হবে। অবশ্যই ঠিকানার তথ্যগুলো সঠিক হতে হবে। জমির ক্ষেত্রে মৌজা, জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর ইত্যাদি তথ্যগুলো তুলে ধরতে হবে।
সংযোগ বিবরণ
পরবর্তী ধাপে খুঁটি থেকে সংযোগস্থানে কতটুকু দূরত্ব এবং অন্যান্য সকল তথ্যগুলো দিতে হবে। চাইলে মিটার নম্বর অথবা খুটি নম্বর দিতে পারেন।
কাগজপত্র আপলোড
পল্লী বিদ্যু নতুন মিটার আবেদন করার নিয়ম এর মধ্যে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে কাগজপত্র আপলোড করা। এই ধাপে আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র স্ক্যান কপি এবং জমির খারিজপত্র আপলোড করতে হবে। এই সকল তথ্য আপলোড না করা হলে আবেদন সফল হবে না।
আবেদন চূড়ান্ত সাবমিট
উপরের সকল তথ্যগুলো পূরণ করার পর ক্যাপচা পূরণ করে সেভ অপশনে প্রেস করলেই আবেদন সফলভাবে শেষ হয়ে যাবে। সঙ্গে আবেদনপত্রের প্রিন্ট আউট কপিটি সংরক্ষণ করে রাখুন।
পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন ফি পরিশোধ করার নিয়ম
এই ফি যে কোন ধরনের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রদান করতে পারবেন। যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি। আবার চাইলে সরাসরি বিদ্যুৎ অফিসে কেউ এই বিলটি পরিশোধ করে নিতে পারবেন। আবেদন ফি পরিশোধ করা হলে সফলভাবে আপনার আবেদনটি শেষ হয়ে যাবে।
আবেদন করার পর একটি আইডি এবং পিন নম্বর দেওয়া হবে। উক্ত পিন নম্বর এবং আইডি নম্বর দিয়ে আবেদন পত্র ট্র্যাকিং করা যায়। আশা করছি আপনারা পল্লী বিদ্যুৎ নতুন মিটার আবেদন করার নিয়ম সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছেন। এরকম বিভিন্ন সকল টিপস এবং ট্রিক্স পেতে আমাদের আই নিউজ এর সঙ্গে থাকুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩