ইমরান আল মামুন
অনলাইন থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২৩
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন অনলাইন থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম, টিন সার্টিফিকেট ব্যবহারের সুবিধা এবং টিন সার্টিফিকেট যাচাই সম্পর্কে সকল তথ্য।
যাদের নির্দিষ্ট অর্থের বিনিময়ে ট্যাক্স দিতে হয় তাদের অবশ্যই টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। আগে ম্যানুয়াল ভাবে এই তিন সার্টিফিকেট নেওয়া হয়ে থাকতো। কিন্তু যখন থেকে বাংলাদেশে ই সার্ভিস প্রচলন শুরু হয়েছে তখন থেকেই অনলাইন ভিত্তিক সকল সেবা পাওয়া যাচ্ছে। যেমন ই পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ই টিকেট সিস্টেম ইত্যাদি। ঠিক তেমনভাবে বর্তমানে এখন অনলাইন থেকেই যে কেউ সহজে টিন সার্টিফিকেট ডাউনলোড করে দিতে পারবে।
তবে এ নিয়ম জানার পূর্বে টিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব। অর্থাৎ যারা এ বিষয়ে অনভিজ্ঞ তাদের থেকে শুরু করে অভিজ্ঞ ব্যক্তিদের পর্যন্ত সকল পূর্ণ ধারণা দেওয়া হচ্ছে আজকের এই আর্টিকেলে। সুতরাং যাদের এ বিষয়ে জানার আগ্রহ রয়েছে তারা আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিন।
টিন সার্টিফিকেট কি?
এই শব্দটি সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। কিন্তু অনেকেরই জানা নেই মূলত এটি কি এবং কি কাজে ব্যবহার করা হয়। একজন করদাতা যখন কর প্রদান করে তখন তার আইডেন্টিফিকেশন নম্বর হিসাবে একটি সনদ দিয়ে থাকে। এই সনদপত্রকে বলা হয় মূলত টিন সার্টিফিকেট। এর নম্বর সংখ্যা ১০ ডিজিট হয়ে থাকে। যদি কোন কারণে কেউ প্রতারণার ফাঁদে পড়ে তাহলে অবশ্যই এই টিন নম্বর দিয়ে তা যাচাই করে দিতে পারবে। যাকে বলা হয় টিন নম্বর দিয়ে টিন সার্টিফিকেট যাচাই করেন প্রক্রিয়া।
অনেকে মনে করে যারা কেবল কর প্রদান করেছে তাদেরকেই মাত্র টিন সার্টিফিকেট দেওয়া হয়। মূলত সম্পূর্ণ ভুল ধারণা এটি। আপনি কর প্রদান না করলেও টিন সার্টিফিকেট নিতে পারবে। নেওয়ার মূল কারণ হচ্ছে আপনি যখন কর প্রদানের আওতায় পড়বেন তখন পরিশোধ করতে হবে। আর বর্তমানে এ সার্টিফিকেট নেওয়ার জন্য কর প্রধান অফিসে যেতে হয় না। আশায় বসে অনলাইন থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়মটি জানলে আপনি সেখান থেকেই নিতে পারবেন।
টিন সার্টিফিকেট কেন দরকার হয়?
মনে করেন শুধুমাত্র চাকরি বা ব্যবসা করে তাদের জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। এছাড়া আরও বিভিন্ন কাজে এই সার্টিফিকেটের ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে। আরো কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয় তা নিচে দেওয়া হল:
- গাড়ির মালিক হতে
- ক্রেডিট কার্ড পাওয়ার জন্য
- সঞ্চয় পত্র কেনার জন্য
- সিটি কর্পোরেশন এলাকায় জমি বা ফ্লাট রেজিস্ট্রেশন করতে
- নিজের কোম্পানি নিবন্ধন করতে
- কোম্পানির শেয়ার কিনতে
- মুক্ত পেশাজীবী যেমন হিসাব রক্ষকদের জন্য
- চিকিৎসক, আইনজীবী এবং প্রকৌশলীদের পেশা চর্চা করতে
- নির্বাচনে প্রার্থী হতে
- কোন পণ্য আমদানি লাইসেন্স নিতে
- রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দিতে
- সরকারি, আধা সরকারি সংস্থার দরপত্র অংশ নিতে
- ব্যবসায়িক সমিতি নিবন্ধন করতে
টিন সার্টিফিকেট ব্যবহারের সুবিধা
- যদি টিন সার্টিফিকেট জমা করা থাকে তাহলে ব্যাংক আপনার জমাকৃত অর্থের ১০% কর্তন করবে। আর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে ১৫% কর্তন করবে।
- ঋণ বা ক্রেডিট কার্ড নিতে হলে অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে
- বিভিন্ন সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের এবং পেশাজীবীদের যে প্রণোদনা দেয় তার সুবিধা ভোগ করতে
টিন সার্টিফিকেটের অসুবিধা
প্রত্যেক জিনিসের যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনভাবে এর বেশ কিছু অসুবিধা থেকে যায়। টিন সার্টিফিকেটের বেশ কিছু অসুবিধা রয়েছে। অসুবিধের তুলনায় সুবিধাই বেশি হয়ে থাকে যদি আপনি একটু বেশি সচেতন হয়ে থাকেন। চলুন সেই অসুবিধা গুলো আমরা দেখে নেই।
- আপনার আয় হোক কিংবা না হোক প্রতিবছর আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে
- যদি রিটার্ন জমা না দেওয়া হয় তাহলে ইনকাম কালো টাকা হিসেবে ধরা হবে
- প্রতি তিন বছর পর পর যোগ্য আসন্ন হয় তাহলে বাৎসরিক আয়কর সীমার মধ্যে আসে না। আপনি চতুর্থবার থেকে রিটার্ন না দিলেও চলবে
- তাছাড়া আপনি আয়কর নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন সেটি সময় সাপেক্ষ ব্যাপার।
অনলাইন থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২৩
আর্টিকেলটির মূল বিষয় কিভাবে আপনি টিন নম্বর দিয়ে অনলাইন থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন সে বিষয় সম্পর্কে। এ পদ্ধতিতে যে কোন কম্পিউটারের দোকান থেকে অথবা আপনি ঘরে বসেই এ সার্টিফিকেটটি ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন।
- প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নিতে হবে এবং যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
- এই লিংকে প্রবেশ করে বাংলাদেশ রাজস্ব বোর্ড ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইটে প্রবেশ করার পর Log in নামের একটি অপশন দেখতে পাবেন।
- Log in অপশনে প্রেস করুন। তার পরবর্তী ধাপে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করতে হবে। যখন আপনি টিন সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। সেই সময় যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়েছেন সেটি বসাতে হবে।
- সফলভাবে লগইন করার পর View Tiin certificate অপশনে প্রেস করতে হবে। সেখানে আপনি আপনার টিন সার্টিফিকেট দেখতে পারবেন এবং তা ডাউনলোড করে নিন।
টিন সার্টিফিকেট সংশোধন করার পর ঐ টিন সার্টিফিকেট কি পুনরায় ব্যবহার করা যাবে?
হ্যাঁ টিন সার্টিফিকেটটি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন
সার্টিফিকেট কতবার ডাউনলোড করা যায় অনলাইন থেকে?
অনলাইন থেকে একাধিকবার এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
টিন সার্টিফিকেট জরুরি উপায়ে সংশোধন করার নিয়ম কি?
যদি আপনার একান্ত জরুরী থাকে টিন সার্টিফিকেট সংশোধন করার। তাহলে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করতে পারেন।
আপনারা জানলেন অনলাইন থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। কিন্তু কিভাবে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় সে সকল তথ্য অনেকেরই জানা নেই। এই সকল তথ্যগুলো জানতে আর্টিকেলের নিচের লিংকগুলো অনুসরণ করুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩