ইমরান আল মামুন
১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন ২০২৩
আপনি কি ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন খুজতেছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আজকের আর্টিকেলে রয়েছে সেরা মোবাইল ফোনের দাম সম্পর্কে সকল তথ্য এবং স্পেসিফিকেশন। চলুন তাহলে আর্টিকেল থেকে মোবাইলের সম্পূর্ণ তথ্যগুলো জেনে নেই।
২০০০ সাল পর থেকে আমাদের দেশে মোবাইল ব্যবহার দিন দিন বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশেষ করে ২০১২ সালের পর থেকে এন্ড্রয়েড মোবাইল অর্থাৎ স্মার্ট ফোন ব্যবহারের চাহিদা প্রচুর বেড়েছে। এই ধরনের স্মার্ট ফোনগুলো সাধারণত ৫০০০ টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্যবহারের চাহিদা এবং ফোনের ফিচার অনুসারে এ মোবাইলের দামের ভিন্নতা রয়েছে।
তবে সবার কেনার সাধ্য একই পর্যায়ে নেই। তাই কেউ কম দামে আবার কেউ বেশি দামের স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকে। তবে আজকে আপনাদের সেরা মোবাইল ফোনের দাম সম্পর্কে তুলে ধরব। যেগুলো হয়তো আপনার সাধ্যের মধ্যে। এছাড়া মোবাইলের কনফিগারেশনগুলো তুলে ধরা হচ্ছে যাতে করে কেনার পূর্বে সতর্ক থাকতে পারেন। চলুন নিচে থেকে তা দেখে নেই
১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন ২০২৩
১০ হাজার টাকার মধ্যে আইটেল মোবাইল ফোন
আমাদের দেশে ১০০০০ টাকার মধ্যে মোবাইল কেনার প্রবণতা অনেক বেশি দেখা যায়। অর্থাৎ মোবাইল কেনার অধিকাংশ গ্রাহক ১০ হাজার টাকার মধ্যে মোবাইল কিনতে আগ্রহী থাকে। আর এই বাজেটের মধ্যে সেরা ফোন হচ্ছে আইটেল ব্র্যান্ডের মোবাইলগুলো। যদি আপনি এই বাজেটের মধ্যে মোবাইল নিতে চান তাহলে অবশ্যই প্রথমে আইটেলের দিকে নজর দিবেন। চলুন দেখলেই সেরা আইটেল মোবাইল ২০২৩।
আইটেল ভিশন ৫
দামের তুলনায় এ মোবাইলটি ডিসপ্লে এবং ব্যাটারি এম্পিয়ার অনেক বেশি। এছাড়াও এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এডভান্স লেভেলের কনফিগারেশন। কোন বাজেটের মধ্যে এই মোবাইলটি সেরা বলে অনেকেই মনে করেন। এ মোবাইলের কনফিগারেশন গুলো দেখে নেই। ( ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন )
মোবাইল স্পেসিফিকেশন
- Display - 6.6 Inchi
- Processor - Octa core
- Main Camera : 8 MP
- Ram: 3 GB
- Storage: 32 GB
- Battery : 5000 mAh
আইটেল ভিশন ৫ দাম ২০২৩ ৯৫০০ টাকা
আইটেল ভিশন ২
এই বাজেটের মধ্যে আইটেল এর আরেকটি মোবাইল রয়েছে যেটি কনফিগারেশন এবং ফিচারগুলো অনেক হাই। এ মোবাইল ফোনের যে ফিচারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি মোবাইলের কনফিগারেশন। যারা আইটেল ব্র্যান্ড নিতে পছন্দ করেন তারা এই মডেলটি দেখতে পারেন।
মোবাইল স্পেসিফিকেশন
- Display - 6.6 Inchi
- Processor - Octa core
- Main Camera : 13 MP
- Ram: 2 GB
- Storage: 32 GB
- Battery : 4000 mAh
আইটেল ভিশন ২ দাম ২০২৩ ৯৪৯০ টাকা
১০ হাজার টাকার মধ্যে ইনফিনিক্স মোবাইল ফোন
Infinix hot 10 Play
যদি আপনি সত্যিই ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন নিতে চান তাহলে অবশ্যই ইনফিনিক্স এর এই মডেলটি নিতে পারেন। এই ফোন দিয়ে মোটামুটি আপনি ভালো কোয়ালিটির গেমগুলো খেলতে পারবেন। যারা গেম খেলার জন্য কম টাকার মধ্যে ভালো স্মার্টফোন করছেন তাদের জন্যে স্মার্টফোনটি উপযুক্ত।
মোবাইল স্পেসিফিকেশন
- Display - 6.8 Inchi
- Processor - Octa core
- Main Camera : 13 MP
- Ram: 3 GB
- Storage: 32 GB
- Battery : 6000 mAh
Infinix hot 10 Play price in Bangladesh 9990 Tk
Infinix smart 6 HD
ইনফিনিক্স ব্র্যান্ডের অন্যতম আরেকটি স্বল্প বাজেটে মোবাইল হচ্ছে এটি। এর মধ্যে রয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন সিস্টেম এবং প্রযুক্তিগুলো। তাই একবার হলেও এই মডেলটি আপনারা দেখতে পারেন।
- Display - 6.6 Inchi
- Processor - Octa core
- Main Camera : 8 MP
- Ram: 2 GB
- Storage: 32 GB
- Battery : 5000 mAh
Infinix smart 6 HD price in BD 9500 Tk
১০ হাজার টাকার মধ্যে স্যামসাং মোবাইল ফোন
সারা বিশ্বজুড়ে samsung মোবাইলের জনপ্রিয়তা অনেক আগে থেকে। বর্তমানে অনেকে ব্যবহারকারী স্যামসাং মোবাইল ব্যবহার করে। কিন্তু অনেকে মনে করে এই বাজেটের মধ্যে স্যামসাং মোবাইল ভালো মানের পাওয়া যায় না। নিচের মডেলটি দেখলে আপনি অবশ্যই এই ধারণাটি ভুল প্রমাণিত হবে।
Samsung A03
মোবাইল স্পেসিফিকেশন
- Display - 6.5 Inchi
- Processor - Octa core
- Main Camera : 8 MP
- Ram: 2 GB
- Storage: 32 GB
- Battery : 5000 mAh
Samsung A03 price in Bangladesh 9999 Tk
উপরে আপনারা দেখলেন ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন। এই মডেল গুলো ব্যতীত আরো অন্যান্য ব্র্যান্ডের ১০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন পাবেন। তবে এই মডেলগুলো সবার কাছে বেশি জনপ্রিয় এবং ব্যবহারে ভালো পারফরম্যান্স পাচ্ছে।
মোবাইল কেনার পূর্বে লক্ষনীয় বিষয়
আপনার বাজেট যেমন হোক না কেন মোবাইল কেনার পূর্বে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে নির্বাচন করতে হবে আপনি কোন কাজে আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন। যেমন আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে অবশ্যই ক্যামেরা সাইটটি প্রথমে নজর দেবেন। আবার যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে হার্ডওয়ার পারফরমেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি সাধারণভাবে ব্যবহার করাতে চান তাহলে সকল বিষয়ে নূন্যতম ফিচার থাকতে হবে এবং ব্যাটারি ব্যাকআপ দীর্ঘ সময় থাকা দরকার। আর হ্যাঁ অবশ্যই সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় সতর্ক থাকবেন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩