আই নিউজ ডেস্ক
বিরল এই কম্পিউটারের দাম যে কারণে ১২ কোটিরও বেশি
অ্যাপল-১ কম্পিউটার
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তাঁর তৈরি একটি অ্যাপল-১ কম্পিউটার ই-কমার্স ওয়েবসাইট ইবেতে ১.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশের মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকার বেশি টাকায় বিক্রি হয়েছে বলে জানা যায়। কিন্তু এটা কি ভেবেছেন ঠিক কী কারণে এই কম্পিউটারটির দাম এতো টাকা? চলুন একটু জেনে নেওয়া যাক।
স্টিভ জবসের এই কম্পিউটারটি নিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেজেট নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রি হতে হওয়া কম্পিউটারটির প্রস্তুত-প্রক্রিয়ার (১৯৭৬ সালে) সঙ্গে যুক্ত ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকও।
প্রতিবেদনে জানানো হয়েছে, এই মডেলের কম্পিউটারই গ্রাহকদের কাছে বিক্রি হওয়া প্রথম অ্যাপল পণ্য। ১৯৭৭ সালে বিক্রয় বন্ধের আগে অ্যাপল-১ কম্পিউটারটি মাত্র ২০০ ইউনিট নির্মাণ করেছিল অ্যাপল। তখন এর দাম ছিল ৬৬৬.৬৬ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৫৬ হাজার টাকার মতো।
ই-কমার্স ওয়েবসাইট ইবে জানিয়েছে, অ্যাপল-১ কম্পিউটারটির ক্রেতা মূল মালিকের ম্যানুয়াল, স্কিম্যাটিক্স, বেসিক ম্যানুয়াল, ক্যাসেট ইন্টারফেস এবং গাইডের ডিজিটাল অনুলিপি পাবেন।
অনেকেই মনে করছেন প্রথম প্রজন্মের কম্পিউটার হওয়ায় অনেকেই এটিকে কম্পিউটারের আদি সংস্করণ হিসেবে নিজের কাছে রাখতে গর্বিত বোধ করবেন। তাছাড়া, এর ঐতিহাসিক গুরুত্বের উপর নির্ভর করে চড়া মূল্যে বিক্রি হয়েছে।
আই নিউজ/এইচএ
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩