নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪২, ৫ অক্টোবর ২০২৩
আজকের টাকার রেট | Currency Exchange | Eye News
দামদর প্রসঙ্গের আজকের আলোচনায় হয়েছে বিভিন্ন দেশের আজকের টাকার রেট ২০২৩ সম্পর্কে। যেমন আজকের ডলার রেট, মালয়েশিয়া আজকে টাকার রেট, সৌদি আজকের টাকার রেট সম্পর্কে জানতে পারবেন। যাদের এ বিষয়ে জানার অধীর আগ্রহ রয়েছে তারা আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন।
বিভিন্ন কারণে আমাদের প্রতিদিনের টাকার রেট জানার প্রয়োজন হয়। সেটি হতে পারে নিজেদের ব্যক্তিগত মানি ট্রানজেকশনের ক্ষেত্রে অথবা ব্যবসায়িক কাজে। বিশেষ করে যারা মানি এক্সচেঞ্জ করে তাদের এ বিষয়টি জানা অত্যন্ত জরুরী। কারণ একেক দিন একেক সময় দেশ অনুসারে টাকার মান ভিন্ন হয়ে থাকে। যেমন আজকে ইউএস ডলারের দাম ১১১ টাকা ৫৩ পয়সা। তিন থেকে চারদিন পরে এর মান হয়তো বাড়বে অথবা কমবে। সুতরাং আপনি যে কারণেই টাকা লেনদেন করেন না কেন অবশ্যই এর মূল্য জানা উচিত প্রতিদিনের।
পূর্বে টাকার মূল্য জানার তেমন প্রয়োজন ছিল না। যারা শুধুমাত্র এক্সচেঞ্জ করত তাড়াতাড়ি জানার দরকার ছিল। কিন্তু বর্তমানে এখন মানি ট্রান্সফার এতটাই সহজ হয়ে গেছে যে এক সেকেন্ডের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো সম্ভব। এর জন্য এখন বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয় না। বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এ ব্যবস্থা কে আরো সহজ করে দিয়েছে। যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি।
এর মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশে বসে সৌদি আরবে অথবা আমেরিকা থেকে বসে বাংলাদেশে অর্থ লেনদেন করতে পারবেন। যা বেশ কয়েক বছর আগেও তিন থেকে চার দিনের সময়ের ব্যাপার ছিল এ কাজটি করার জন্য। কিন্তু সেটি এখন কয়েক সেকেন্ডে সম্ভব।
বিভিন্ন দেশের আজকের টাকার রেট ২০২৩
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে তাদের জন্য এ ডলার রেটসহ বর্তমান টাকার মান সম্পর্কে জানা প্রয়োজন হয়ে থাকে। তবে যে কাজ করা হোক না কেন প্রবাস থেকে যখন বাংলাদেশের টাকা দেওয়া হয় তখন একটি প্লাটফর্মের মাধ্যমেই তা সম্পূর্ণ করতে হয়। এক এক প্লাটফর্মে মানি ট্রানজেকশন ফি একেক রকম। যেমন কিছু ক্ষেত্রে প্রতি হাজারে ট্রানজেকশন ফি ১০ টাকা। আবার কিছু ক্ষেত্রে ট্রানজেকশন ফি ২০ টাকা। আপনি যে ব্যাংক থেকে টাকা নেন না কেন। যেদিন এ টাকা উত্তোলন করবেন সেইদিনের টাকা রেট অনুসারে আপনাকে তারা অর্থ প্রদান করবে। এটি হচ্ছে প্রত্যেক এবং ট্রানজেকশন এর নিয়ম। যদি প্রতারণার ফাঁদ থেকে অথবা আপনি টাকা লেনদেনের ক্ষেত্রে লস না চান তাহলে অবশ্যই টাকা লেনদেনের পূর্বে রেটটি জেনে নিবেন। তাহলে আপনি আপনার ক্ষেত্রে সঠিক মূল্যটি পেয়ে যাবেন।
চলুন এখন দেরি না করে আমরা জেনে নেই আজকের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে।
ইউএস ডলার আজকের টাকার রেট ২০২৩
আমরা এখন প্রথমে আলোচনা করব ইউএস ডলার আজকের টাকার রেট সম্পর্কে। আমাদের দেশের অনেক নাগরিক ইউএস এ বসবাস করেন। এর চেয়ে বড় কথা হচ্ছে যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে তাদের বেশিরভাগ পেমেন্ট হয়ে থাকে ইউএস ডলার হিসেবে। আন্তর্জাতিক সকল লেনদেন বেশিরভাগই এই ডলার ক্যাটাগরিতে হয়। প্রতিদিন আমাদের দেশে কয়েক লক্ষ ডলারের লেনদেন হয়ে থাকে। সর্বপ্রথম আমরা এই ইউ এস ডলার রেট সম্পর্কে জেনে নেব। অর্থাৎ আপনি ব্যক্তিগত কাজ থেকে শুরু করে দেশের কোন বড় ধরনের আর্থিক মূল্যায়ন করতে চান তাহলে সেটি ডলার রেটেই করতে হবে।
সুতরাং আমি মনে করি প্রত্যেক বাংলাদেশের নাগরিকের উচিত ডলার রেট সম্পর্কে জানার। নিজের আর্থিক অবস্থা সম্পর্কে এবং দেশের উন্নয়ন সম্পর্কেও ধারণা পাবেন একজন ব্যক্তি।
আজকে ইউএস ডলার রেট 2023 হচ্ছে ১১১ টাকা ৫৩ পয়সা।
সৌদি আজকে টাকার রেট ২০২৩
এখন আমরা সৌদি আরবে আজকের টাকা রেট ২০২৩ সম্পর্কে জানব। কারণ কর্মসংস্থান এবং ভ্রমণের পাশাপাশি অনেকেই সৌদি আরবে গিয়ে থাকে। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে তারা প্রতি মাসে তাদের পরিবারের কাছে মোটা অংকের টাকা পাঠিয়ে থাকে। যদি সঠিক রেটে এই টাকা না পাওয়া যায় তাহলে অনেক পরিবারেই প্রচুর টাকা হারিয়ে ফেলবে। প্রতিদিন এর টাকার মান উঠানামা করে থাকে। বিশেষ করে যারা সৌদিতে হজ করতে যায় তাদের এ বিষয়টি আরো জানা দরকার।
আজকে সৌদি রিয়াল রেট ২০২৩ : ২৯ টাকা ০১ পয়সা।
আজকের টাকার রেট ২০২৩
দেশ | বাংলাদেশি টাকা |
ইউনাইটেড আরব আমিরাত (দিরহাম) | ৩০ টাকা ২০ পয়সা |
ব্রিটেন (পাউন্ড) | ১৪০ টাকা ৬৪ পয়সা |
সিঙ্গাপুর (ডলার) | ৮২ টাকা ১০ পয়সা |
ইউরোপ (ইউরো) | ১২১ টাকা ২৯ পয়সা |
ইতালি (ইউরো) | ১২২ টাকা ২০ পয়সা |
জাপান (জাপানি ইয়েন) | ০.৭৭৬ টাকা |
নিউজিল্যান্ড (ডলার) | ৬৮ টাকা ৩১ পয়সা |
দক্ষিণ কোরিয়ান (ওন ) | ০.০৮৫৪ টাকা |
দক্ষিণ আফ্রিকা (রান্ড ) | ৬ টাকা ০১ পয়সা |
ভারত (রুপি) | ১ টাকা ৩০ পয়সা |
সুইজারল্যান্ড (ফ্রেঞ্চ) | ১২৪ টাকা ২৩ পয়সা |
কানাডা (ডলার) | ৭৯ টাকা ৯২ পয়সা |
অস্ট্রেলিয়া (ডলার) | ৭৩ টাকা ৯১ পয়সা |
বাহরাইন (দিনার) | ২৮৭ টাকা ৫২ পয়সা |
ওমান আজকের টাকার মান কত
মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি টাকার মান হচ্ছে ওমানে। প্রায় এক ওমান রিয়াল সমান সমান বর্তমান মূল্য ২৮১ টাকা ৭৫ পয়সা। বাংলাদেশ থেকে অনেকেই এদেশে যায় শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। এ কর্মসংস্থানের যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এদেশের টাকার মান বেশি তাই। এজন্য ওমান প্রবাসীরা প্রায় বেশিরভাগ সময়ই জানতে চায় ওমানের আজকের রিয়াল কত তার সম্পর্কে।
কুয়েত টাকার মান কত ২০২৩?
কুয়েত নাম শুনলে আমাদের মনে প্রথমে আসে টাকার মান সম্পর্কে। যেমন কুয়েত আজকের টাকার মান ২০২৩ হচ্ছে ৩৬২ টাকা ৫৮ পয়সা এই দেশে অন্যান্য দেশের তুলনায় তাপমাত্রা অনেক বেশি । তবুও বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক এই দেশে কর্মসংস্থানের জন্য ছুটে যাচ্ছে। এই ছুটে চলার পেছনে রয়েছে কুয়েতের টাকার মান বেশি হওয়ার কারণে। কারণ অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারে প্রবাসী ভাইয়েরা।
মালয়েশিয়া টাকার মান ২০২৩ কত?
আমাদের দেশ থেকে সরকারিভাবে কয়েক হাজার প্রবাসী ভাইদেরকে প্রবাসে পাঠানো হয় কর্মসংস্থানের জন্য। শীর্ষ স্থানে রয়েছে মালয়েশিয়া। তারা বিদেশে টাকা উপার্জন করে সেগুলো বাংলাদেশে পাঠিয়ে থাকেন তাদের পরিবারের জন্য। মালয়েশিয়ার টাকা সরাসরি বাংলাদেশে তার পরিবারের হাতে পাঠাতে পারবেন না। কোন একটি ব্যাংকের মাধ্যমে এ টাকা লেনদেন করা হয়। যাকে বলা হয় মানি এক্সচেঞ্জ। দেশের টাকার মান এক এক রকম। তেমনভাবে মালয়েশিয়ায় টাকার মান ভিন্নরকম। বর্তমানে মালয়েশিয়া রিংগিত আজকের টাকার রেট ২০২৩ হচ্ছে ২৪ টাকা ৪০ পয়সা ।
কাতার দিনার আজকের রেট কত
অন্যান্য দেশের মতো কাতারে অনেকে বসবাস করে আমাদের দেশের লোকজন অথবা অনেকে ভ্রমনে যায়। তবে টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই এর সঠিক রেট জেনে নিতে হবে। তাহলে আপনি লেনদেনের প্রতারিত হবেন না। কাতারের মুদ্রা কে বলা হয় দিনার। আজকের কাতার ডিনার রেট হচ্ছে ৩০ টাকা ৮০ পয়সা।
উপরে আমরা মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের টাকার মূল্য সম্পর্কে জানলাম। এ
কোন সময় টাকা লেনদেন করলে লাভবান হওয়া যায়?
আজকে টাকার রেট ২০২৩ জানার পাশাপাশি অবশ্যই কোন সময় টাকা লেনদেন করলে লাভবান হতে হয় সেটাও ভাবতে হবে। কারণ এতে করে আপনি প্রতি হাজারে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা লাভবান হতে পারেন। যখন দেখবেন টাকা উঠতে শুরু করছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে তখনই আপনার টাকা নিয়ে নেবেন। এতে করে প্রচুর লাভবান হওয়া যায়। আর যখন দেখবেন এই রেট ধীরে ধীরে কমে আসছে তখন তা না তুলে বৃদ্ধির অপেক্ষায় রাখুন।
কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি?
বর্তমানে কুয়েত, ওমানে সবচেয়ে টাকার মান বেশি।
পৃথিবীতে কোন মুদ্রা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে?
পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমেরিকান ডলার।
অনেক ব্যবহারকারীরা গুগলে যা লিখে সার্চ করে সেগুলো হচ্ছে।
- ১ ডলার = কত টাকা
- ১ রিয়াল = সমান কত টাকা
- এক সৌদি টাকা সমান সমান কত টাকা
সতর্কতা: আজকের টাকার রেট ২০২৩ জানার পাশাপাশি টাকা এক্সচেঞ্জ এর ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে টাকা বেশি এমাউন্টে এক্সচেঞ্জ করার জন্য সুযোগ পাবেন। এক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করবেন। কারণ আপনার মূল্যবান অর্থগুলো হাতিয়ে নিতে পারে এই ধরনের প্রতারক চক্র। শুধুমাত্র ট্রাস্টেড ওয়েবসাইট থেকেই এ লেনদেন করবেন ।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি