Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৮:৪৭, ১২ মে ২০২৩
আপডেট: ০৭:১৩, ১৮ ডিসেম্বর ২০২৪

আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ

আপনি কি আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ সম্পর্কে জানতে ইচ্ছুক? এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তুলে ধরা হচ্ছে ডিবি ভিসা ২০২৪ সংক্রান্ত সকল তথ্যগুলো। ‌ দেরি না করে চলুন নিচে থেকে আমরা এই ভিসা প্রসেসিং সম্পর্কে জেনে নেই।

আমেরিকা অনেকের কাছে স্বপ্নের একটি দেশ। এই দেশে টুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা ব্যতীত যাওয়া অনেক দুষ্কর। যারা ওয়ার্ক পারমিট অথবা জব ভিসা নিয়ে এদেশে ভ্রমণ করে তাদের জন্য এটি যেন এক সোনার হরিণ। ‌এজন্য প্রতি বছর শিক্ষার্থীরা থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারীরা পর্যন্ত এখানে একটি সুযোগ খুঁজে থাকেন। তবে যারা স্কলারশিপ নিয়ে যায় তাদের জন্য বেশ সুবিধা হয়। ‌

আমাদের দেশে অনেক আগে থেকেই ডিবি লটারি চালু ছিল। বর্তমান সময় আছে কিনা তা জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নেই। ‌কারন আমরা এখন জানবো ডিবির ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আবেদন করার পূর্বে এ বিষয়ের তথ্যগুলো অবশ্যই জেনে নিতে হবে। ‌

আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ আবেদন

ডিবি লটারি কি

এটি হচ্ছে এমন এক ধরনের ভিসা যার মাধ্যমে যে কোন দেশের নাগরিক আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পান। পৃথিবীর যেকোনো দেশের লোক আবেদন করার সুযোগ পেতো পূর্বে। কিন্তু বর্তমানে বেশ কয়েকটি দেশকে আবেদনের অযোগ্য দেশ হিসেবে তালিকা করেছেন। ‌এই সকল দেশ সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আমেরিকাতে যাওয়ার জন্য মোট ১৮৫ রকমের ভিসা ব্যবস্থা রয়েছে। সবচেয়ে জনপ্রিয় একটি ভিসা হচ্ছে‌ ডিবি ভিসা। তবে বেশ কিছু বছর এটি বন্ধ ছিল এবং করোনার সময় পর থেকে আবার চালু করে দিয়েছে। অনেকের কাছে গ্রীন কার্ড যেন একটি স্বপ্নের ব্যাপার। আর এই গ্রীন কার্ড আর অন্যতম সুযোগ হচ্ছে ডিভি লটারি। প্রতিবছর সারা পৃথিবী থেকে ৫৫ হাজারের মতো লোককে ডিবি ভিসা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেয় আমেরিকা।

ডিভি লটারি কেন এবং কখন চালু করা হয়

অনেকের মনে প্রশ্ন থাকে যে আমেরিকা কেন এ পদ্ধতিতে এত লোক তাদের দেশে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিচ্ছে? সত্যিই কি এটা নাকি তাদের অন্য কোন পরিকল্পনা। ‌ডিভি লটারি মূলত চালু করা হয়েছে যাতে অবৈধভাবে প্রবাসী কেউ দেশে বসবাস না করতে পারে এবং অবৈধ পন্থা থেকে রক্ষা পাওয়া। ‌আমেরিকার সংস্কৃতি হচ্ছে বৈচিত্র্যময়। কিন্তু ধীরে ধীরে এই বৈচিত্রময় হারিয়ে যাচ্ছে। তাদের সংস্কৃতিকে পুনরুদ্ধার করার জন্যই মূলত এ পদ্ধতি চালু করেছেন। ‌এজন্যই একজন প্রার্থীর আবেদন পত্র যাচাই-বাছাদের মাধ্যমে নির্বাচন করা হয়।

আমেরিকান ডিভি লটারি ২০২৪ হয়তোবা নতুন চালু হয়েছে। কিন্তু না এটি ১৯৮৭ সাল থেকে চালু করা হয়েছে। ‌ প্রথম দুই বছরে ৩৬ টি দেশ থেকে মোট ৫ হাজার জনকে এ ভিসা দেওয়া হয়েছিল। এর বেশ কয়েক বছর পরে ৫০০০ থেকে এর সংখ্যা দাঁড়িয়ে আছে ১৫ হাজারের অধিক। ১৯৯০ সালের পর ৪০ হাজার তার থেকে এ ভিসা প্রধান করা হয়েছিল। ‌সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পূর্বে এর নাম ছিল ওপি প্রোগ্রাম। ১৯৯৪ সালে এসে তার নাম রাখা হয় db লটারি যে নাম এখন পর্যন্ত রয়েছে।

গ্রীন কার্ড কি

অনেকে মনে করেন ডিবি ভিসা আর গ্রীন কার্ড একই জিনিস। ‌কিন্তু না এটি সম্পূর্ণ আলাদা। গ্রীন কার্ড হচ্ছে ইউএসএ সিটিজেনশিপ পাওয়ার বিশাল সুযোগ। ‌ এর মাধ্যমে একজন প্রার্থী আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, কাজ করার সুযোগ এবং অন্যান্য সকল সুবিধা পেয়ে যাবেন। আর এই সুযোগের কার্ডটি পেতে অনেকের বিভিন্ন মাধ্যম অতিক্রম করতে হয়। ‌এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি মাধ্যম হচ্ছে ডিবি লটারি।

ডিভি লটারি ২০২৪ সংক্রান্ত তথ্যগুলো

বর্তমান সময় ২০২৩ হলেও আমেরিকান ডিবি ভিসা আবেদন করার পদ্ধতি চালু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ অক্টোবর ২০২৩ থেকে ৮ নভেম্বর ২০২৩ পর্যন্ত। ‌যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখন থেকে প্রিপারেশন নিয়ে নিন। ‌কেননা এবার রয়েছে মহা সুযোগ। কেননা ২০২৪ আমেরিকান অর্থবছরে মোট ৫৫ হাজার ডিভি লটারি দেওয়া হচ্ছে সারা বিশ্বজুড়ে। ‌

আমেরিকান ডিভি লটারি ২০২৪ যোগ্য দেশ

পূর্বের মত এখন সব দেশ থেকেই ডিবি ভিসার জন্য আবেদন করার সুযোগ নেই। ‌কেবল নির্দিষ্ট সংখ্যক দেশগুলাই ডিবি ভিসার যোগ্য দেশ হিসেবে তালিকা রয়েছে। অযোগ্য দেশের সংখ্যায় কম। ‌ অনেকের প্রশ্ন থাকে ডিবি ভিসা ২০২৪ বাংলাদেশ থেকে? না এবার বাংলাদেশ থেকে ডিবি লটারি আবেদন করার সুযোগ নেই। ‌নিচে থেকে আবেদন অযোগ্য দেশগুলোর তালিকা দেখে নেই।

  • ব্রাজিল
  • বাংলাদেশ
  • কলম্বিয়া
  • চীন
  • কানাডা
  • হন্ডুরাস
  • হাইটি
  • জামাইকা
  • ভারত
  • মেক্সিকো
  • পাকিস্তান
  • নাইজেরিয়া
  • দক্ষিণ কোরিয়া
  • ইউনাইটেড কিংডম
  • ভিয়েতনাম
  • ফিলিপাইন
  • ভেনিজুয়েলা

বাংলাদেশের ডিভি লটারি ২০১৩ সাল থেকে বন্ধ হয়ে গেছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ডিভি লটারি আমাদের দেশে আবার সুযোগ দিবে। 

ডিভি লটারি ২০২৪ আবেদন করার নিয়ম 

যদিও আমাদের দেশে থেকে বর্তমান আবেদন করার সুযোগ নেই তবুও আমরা আবেদন করতে কি কি লাগে তা তুলে ধরছি। ‌এই আবেদন করার জন্য অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। নিচে দেখে নেই আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। ‌সার্বিয়া বেতন কত সম্পর্কে জানুন। কারন দারুণ সকল অফার চলছে।

  • আবেদনকারীর সম্পূর্ণ নাম, জন্মতারিখ, জন্মস্থান
  • জাতীয়তা
  • সাম্প্রতিক কালের ছবি
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা
  • মোবাইল নম্বর এবং ইমেইল
  • প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষা প্রতিষ্ঠান
  • বিবাহিত নাকি অবিবাহিত
  • সন্তানের সংখ্যা
  • স্বামী বা স্ত্রীর তথ্য
  • সন্তান তথ্য

উপরে আপনারা জানলেন আমেরিকান ডিভি লটারি ২০২৪ সম্পর্কে। উপরের তথ্যগুলো ব্যতীত আরো অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। ‌এমন কিছু প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল।

ডিভি লটারি আবেদন করতে খরচ হয় কত?
ডিভি ভিসা আবেদনের জন্য কোন টাকা পেমেন্ট করতে হয় না।

ডিভি লটারিতে আমেরিকা যেতে কত টাকা লাগে?
আপনি যদি ডিভি হিসাবটি পেয়ে যান তাহলে এর ভিসা মূল্য আপনাকে দিতে হবে এবং বাকি খরচ আপনার উপর নির্ভর করবে। যেমন প্লেন খরচ ইত্যাদি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়