ইমরান আল মামুন
আপডেট: ২১:৪০, ১৫ মে ২০২৩
বাংলাদেশের সেরা হোস্টিং সার্ভিস কোম্পানি
আপনি কি আপনার ওয়েবসাইটের জন্য বাংলাদেশের সেরা হোস্টিং সার্ভিস কোম্পানি খুজছেন কিন্তু পাচ্ছেন না? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে হোস্টিং সার্ভিস সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
হোস্টিং সার্ভিস এ বিষয় সম্পর্কে অনেকেরই জানা নেই। যাদের জানা রয়েছে তারা আর্টিকেলটির মাধ্যমে আরো বেশি জানতে পারবেন। আমরা কোম্পানিগুলোর সার্ভিস সম্পর্কে জানার পূর্বে হোস্টিং সম্পর্কে কিছু তথ্য জেনে নেব।
হোস্টিং কি?
যারা নতুন তাদের ক্ষেত্রে অনেকেরই জানা নেই হোস্টিং কি এবং কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে। মূলত হোস্টিং হচ্ছে এক ধরনের ওয়েব স্পেস। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য ভার্চুয়াল এ যে জায়গা বা স্টোরেজের প্রয়োজন হয় তাই হচ্ছে হোস্টিং। এই হোস্টিং গুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার ইত্যাদি। ওয়েবসাইট ব্যতীত আপনি আপনার ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। যেমন ইমেইল মার্কেটিং, ডাটা স্টোরেজ ইত্যাদি।
বর্তমানে আমাদের দেশে অনেক হোস্টিং সার্ভিস কোম্পানি রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল ব্যাংকিং এর সাহায্যে নিতে পারবেন।
বাংলাদেশের সেরা হোস্টিং সার্ভিস কোম্পানি
পূর্বে অনেকেই শুধুমাত্র ইন্টারন্যাশনাল হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকে সার্ভিস নিত। কিন্তু এখন খুব সহজেই যে কেউ বাংলাদেশের হোস্টিং প্রোভাইডার থেকে নিতে পারবে। কেননা ইন্টারন্যাশনাল সার্ভিস নিতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে পেমেন্ট সিস্টেম সবচেয়ে জটিল। তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে বেশি হোস্টিং সার্ভিস সম্পর্কে।
Exon host
বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং সার্ভিসের মধ্যে একটি হচ্ছে Exon host. এর গ্রাহক সংখ্যা প্রায় ৫ হাজারের অধিক। দীর্ঘ ১০ বছরের অধিক সময় ধরে এটি গ্রাহকদেরকে সেবা দিয়ে আসছে। বর্তমানে টপ লেভেলের হোস্টিং প্রোভাইডারদের মধ্যে স্থান রয়েছে শীর্ষে। গ্রাহকরাও এর থেকে অনেক ভালো সার্ভিস পাচ্ছে। আর এদের সাপোর্ট কোয়ালিটি অত্যন্ত দ্রুত এবং উন্নত।
- VPS hosting
- premium web hosting
- Reseller hostng
- Linux shared hosting
- Domain registration
- Windows shared hosting
- business email hosting
হোস্টিং সার্ভিস এর পাশাপাশি আপনারা এখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে অন্যান্য সাইটে তুলনায় কম দামে আপনি রোমেন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
IT nut hosting
এ হোস্টিং প্রোভাইডার ২০১৪ সাল থেকে শুরু করেছে বাংলাদেশের হোস্টিং সার্ভিস দেওয়া। মাত্র সাত বছরের ব্যবধানে এরা টপ ফাইভ এর মধ্যে চলে এসেছে হোস্টিং সার্ভিসের ক্ষেত্রে। দেশীয় সার্ভিসের পাশাপাশি এদের ইন্টারন্যাশনালও সার্ভিস রয়েছে। খুব সহজেই তাদের থেকে বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভিস পেতে পারবেন। আর এদের সাপোর্ট সিস্টেম অত্যন্ত দ্রুত। ধরতে গেলে সেরা হোস্টিং সার্ভিস কোম্পানিগুলোর মধ্যে এর অবস্থান সবার উপরে। এদের সার্ভিসগুলো হচ্ছে।
- Business email
- Shared hosting
- wordpress hosting
- C panel hosting
- domain registration
- rdp service
- dedicated server
- wordpress hosting
- Windows hosting
Hosting Bangladesh
সপ্তাহের সাত দিন এবং দিনের ২৪ ঘন্টায় কাস্টমারদের সাপোর্ট দিয়ে থাকে Hosting Bangladesh কোম্পানিটি। এর মধ্যে রয়েছে ফ্রি এসএসএল সার্টিফিকেট সুবিধা। তাহলে কিছুটা আইডিয়া করতে পারছেন এদের সার্ভিস সম্পর্কে কতটা জনপ্রিয়তা রয়েছে। এদের গ্রাহক সংখ্যা বর্তমান সময় পর্যন্ত প্রায় ৭ হাজারের অধিক। ছোট বড় সকল গ্রাহকদের এরা সমান সার্ভিস দিয়ে থাকে। তাদের এই দায়িত্বশীলতার কারণেই দ্রুত এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে।
- reseller hosting
- VPS hosting
- premium web hosting
- Linux shared hosting
- business email hosting
- domain registration
XoenBd
বাংলাদেশের মেট্রোপলিটন পুলিশ, প্রাণ-আরএফএল গ্রুপ, আমেরিকান এক্সপ্রেস, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বড় বড় গ্রাহকরা এখান থেকে সার্ভিস নিচ্ছে। বিশেষ করে এদের লিনাক্স এবং উইন্ডোজ হোস্টিং সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশের পাশাপাশি এর জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। দেশের বাইরে এদের অনেক ক্লায়েন্ট রয়েছে। উন্নত মানের এবং সর্বশেষ ফিচার যুক্ত সার্ভিস যদি নিতে চান তাহলে অবশ্যই জিওন বিডি থেকে নিতে পারে। নিঃসন্দেহে এটি একটি সেরা হোস্টিং সার্ভিস কোম্পানি। এদের সার্ভিস গুলো হচ্ছে:
- reseller hosting
- VPS hosting
- premium web hosting
- business email hosting
- Linux shared hosting
- domain registration
Dhaka webhost
২০১১ সালে প্রতিষ্ঠিত হয় Dhaka webhost. প্রথমদিকে এর তেমন উন্নতি না হলেও ২০১৫ সালের পর থেকে এরা উন্নতির দিকে অগ্রসর হতে থাকে। তারা দিনের ২৪ ঘন্টা এবং সপ্তাহের ৭ দিন কাস্টমার সাপোর্ট দিয়ে বর্তমান সময় তারা জনপ্রিয়তার সঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে। এর অন্যতম একটি সুবিধা হচ্ছে ৩০ দিন পর্যন্ত মানিব্যাক গ্যারান্টি। এখানে রয়েছে প্রায় সকল ধরনের পোস্টিং সার্ভিসগুলো। নিচে দেখে নেই কি কি এই সার্ভিস রয়েছে।
- vps hosting
- reseller hosting
- shared hosting
- dedicated server
- vps hosting
Putulhost
যদি আপনি সকল কিছু স্বল্প মূল্যে নিতে চান তাহলে আপনি পুতুল হোস্ট সার্ভিস প্রোভাইডার থেকে নিতে পারেন। এখানে ডোমেন এবং হোস্টিং এর মূল্য খুব সাশ্রয়ী। সাশ্রয়ী মূল্যের দিক থেকে সেরা হোস্টিং সার্ভিস কোম্পানি এর তালিকা রয়েছে এটি। আর অন্যদিকে এদের টেকনিক্যাল সাপোর্ট অনেক উন্নত। খুব সহজেই গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান করে দেয়। যার কারণে এরা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে।
- domain registration
- Cloud server
- Windows hosting
- Linux hosting
- email hosting
- Bulk sms service
Webhost
২০১২ সাল থেকে গ্রাহকদের সফলতার সঙ্গে সার্ভিস দিয়ে আসছে ওয়েব হোস্ট। অর্থাৎ এক যুগের বেশি সময় ধরে তারা গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে আসছে। বর্তমানে বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং সার্ভিস কোম্পানি গুলোর মধ্যে এর অবস্থান রয়েছে। যদি আপনার ওয়েবসাইটের জন্য ভালো সার্ভিস চান তাহলে অবশ্যই এটা নিতে পারেন। চলুন এর সার্ভিস গুলো দেখি নেই।
- VPS Hosting
- Reseller Hosting
- Dedicated Server
- Shared Hosting
HostMight
যারা ওয়ার্ডপ্রেস সাইট এবং ক্লাউড হোস্ট ব্যবহার করে তারা একবার হলেও হোস্ট মাইট এর নাম শুনেছেন। কারণ এরা ২০১০ সাল থেকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছে। শুরু থেকে এখন পর্যন্ত এর জনপ্রিয়তা রয়েছে শীর্ষ তালিকা। বিশেষ করে এদের ভিপিএস সার্ভার সবচেয়ে বেশি জনপ্রিয়। এদের অন্যান্য সার্ভিস গুলো হচ্ছে।
- Shared Hosting
- Dedicated Server
- Reseller Hosting
- VPS Hosting
EBN Host
আপনি যদি বিজ্ঞানাল লেভেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই সাজেস্ট করব EBN Host ব্যবহার করতে। এছাড়াও অ্যাডভান্স লেভেলের যারা রয়েছেন তারাও এটি ব্যবহার করতে পারেন। এতে রয়েছে হাই কোয়ালিটি টেকনিক্যাল সাপোর্ট এবং অন্যান্য সুযোগ - সুবিধা। এদের রয়েছে পাশের অধিক বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভিস।
- Linux Shared Hosting
- Windows Shared Hosting
- Cloud Hosting
- Reseller Hosting
- Dedicated Server
- VPS Hosting
- BDIX Shared Hosting
- WordPress Hosting
Diana Host
হোস্টিং রিলেটেড টপিকের সাথে জড়িত যারা তারা অবশ্যই একবার হলেও ডায়না হোস্টের নাম শুনেছেন। এই হোস্টিং সার্ভিস কোম্পানি বহু আগে থেকেই গ্রাহকদেরকে সাপোর্ট দিয়ে আসছে। শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এর জনপ্রিয়তা সমান তালে বজায় হয়েছে। বিশেষ করে এর গ্রাহক সেবা ব্যবহারকারীদের আরো মুগ্ধ করেছে। এতে রয়েছে বিভিন্ন ধরনের হোস্টিং সেবা যেমন:
- Reseller Hosting
- Cheap Shared Hosting
- VPS Hosting
- Domain Registration
- Dedicated Server
- Web Hosting
উপরে আপনারা দেখলেন সেরা হোস্টিং সার্ভিস কোম্পানি গুলো সম্পর্কে। এই উপরের সকল সার্ভিস প্রোভাইডার থেকে আপনারা খুব সহজেই বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে হোস্টিংগুলো কিনতে পারবেন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩