ইমরান আল মামুন
চমৎকার সেরা টেক গ্যাজেট
টেকনোলজি বিষয়ক প্রতিবেদনে আজকে রয়েছে চমৎকার সেরা টেক গ্যাজেট সম্পর্কে। দৈনিন্দন জীবনের ব্যবহৃত সেরা ডিভাইসগুলো সম্পর্কেই আজকের মূল আলোচনার বিষয়। সেই সঙ্গে দেওয়া হবে এ সকল ব্যবহৃত পণ্যের দামের তালিকা।
মানুষ যতদিন পার করছে তত ইলেকট্রনিক্স ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে। যেমন যে কাজটি আগে হাতে-কলমে করতে হতো সেটি এখন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে করা হয়। যদিও এ সকল পন্য কিনতে খরচ হয়ে থাকে কিন্তু সুযোগ সুবিধা অনেক। এই ধরুন ফোনের ব্যবহার। পূর্বে এক স্থান হতে অন্য স্থানে যোগাযোগ করার জন্য সময় লেগে যেত কয়েকদিন। এখন মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে যোগাযোগ করা যায়।
আবার কোথাও আপনি ছবি তুললেন স্মার্টফোনের সাহায্যে কিন্তু তা প্রিন্ট করতে পারছেন না নিজে নিজেই। এজন্য আপনাকে যেতে হবে কোন প্রিন্টিং শপে। অথচ আপনি যে জায়গায় ঘুরতে গিয়েছেন সেখানে সঙ্গে সঙ্গে এ দোকান খুঁজে পাওয়া কঠিন। টেকনোলজির এতই উন্নয়ন হয়েছে যে এখন পোর্টেবল প্রিন্টার বাজারে চলে এসেছে। এর সাহায্যে আপনি সঙ্গে সঙ্গে স্মার্ট ফোন থেকে লাইভ ছবি প্রিন্ট করতে পারবেন।
এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজকে এবং জীবনযাত্রা চলার মানকে সহজ করে দিয়েছে এ সকল উন্নতমানের চমৎকার গ্যাজেটগুলো। এখন আমরা এ বিষয় সম্পর্কে জানব।
চমৎকার সেরা টেক গ্যাজেট
লিসেং ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক
আপনি কি আপনার বাসার বা কিংবা রুমের সিকিউরিটি নিয়ে চিন্তিত? তাহলে দ্রুত এটি নিয়ে নিন। লক সিস্টেমে রয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ এই তালাতে যার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে সেই মাত্র খুলতে পারবে এবং ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডিভাইসে আপনি ১০০ টি অধিক ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করতে পারবেন। আর রয়েছে 150 এম্পিয়ার এর ব্যাটারি যা ইউএসবি ক্যাবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। বিশেষ করে যারা বিভিন্ন মেসে থাকেন তাদের জন্য এটি অত্যন্ত উপযুক্ত। সবার কাছেই লক ছাড়ানোর কি এটা থেকে যায় এবং কোন ধরনের হারানোর ভয় থাকে না। আর যারা ভ্রমণ পছন্দ করেন তাদের লাগেজের সিকিউরিটির ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। লিসেং ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক মূল্য মাত্র ৩৮০০ টাকা।
মোবাইল প্রিন্টার
মানুষের কাছে একসময় স্মার্ট ফোন ছিল স্বপ্নের ব্যাপার। কিন্তু বর্তমানে এখন স্মার্ট ফোন চলে এসেছে বাজারে। আবার বেশ কয়েক বছর আগেও মানুষ ভাবতো মোবাইলের সাহায্যে প্রিন্ট করা অসম্ভব। টেক গবেষণা এটি কেউ হার মানিয়ে দিয়েছে। এখন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন অথবা বন্ধু-বান্ধবের সাথে ছবি তুলছেন। ঠিক ওই মুহূর্তে আপনি ছবিগুলো প্রিন্ট আউট করতে পারবেন। ভাবতেছেন এটি বহন করা ঝামেলা? মোটেও তা নয়। এই প্রিন্টারটি পকেটেও বহন করে নেওয়া যায়। অনেকে পকেট প্রিন্টার বলে থাকে। এই প্রিন্টার গুলোর মূল্য সাধারণত ১৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ ফিচার এবং ক্যাটাগরি অনুসারে এ পণ্যগুলোর দাম ভিন্ন হয়ে থাকে। এর মাধ্যমে কালার এবং এইচডি কোয়ালিটি প্রিন্ট করা যায়।
গুগল নেস্ট ডোরেবল
নিজের বাসার সিকিউরিটির জন্য চমৎকার সেরা টেক গ্যাজেট এর তালিকায় রয়েছে গুগল নেস্ট ডোরেবল। এর সাহায্যে আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকেই স্মার্টফোনের সাহায্যে বাসা দরজার তদারকি করতে পারবেন। এটি সাধারণত দরজার সঙ্গে লাগানো থাকে। ধরুন আপনি অফিসে বসে রয়েছেন কিন্তু আপনার দরজার সামনে কেউ এসেছে। তখন আপনার স্মার্ট ফোনে অটোমেটিক ভাবে একটি মেসেজ পৌঁছে যাবে। যার মাধ্যমে আপনি আপনার বাসার সিকিউরিটি পাবেন।
Apple Watch Series 3
বর্তমানে সারা বিশ্বের জনপ্রিয় একটি টেক গ্যাজেট হচ্ছে অ্যাপোল স্মার্ট ওয়াচ। এর সাহায্যে একজন ব্যবহারকারী ঘড়ির পাশাপাশি মোবাইল ব্যবহারের সুযোগ পাচ্ছে। অর্থাৎ আপনার হাতে থাকা ঘড়িকে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন। যদিও বাজারে এখন অনেক কোম্পানির স্মার্টওয়াচ রয়েছে। তারমধ্যে বর্তমানে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় হচ্ছে Apple Watch Series 3. এর মধ্যে রয়েছে আধুনিক সর্বশেষ আপডেট ফিচার। এমনকি এর সাহায্যে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। Apple Watch Series 3 বাংলাদেশের মূল্য ২৩ হাজার টাকা।
গো প্রো ক্যামেরা
যারা ভ্রমণ এবং তার রেকর্ডিং করতে পছন্দ করে তাদের জন্য এই গ্যাজেটটি অত্যান্ত ইউজফুল। বর্তমানে যত ব্লগিং ক্যামেরা রয়েছে তার ভিতরে শীর্ষস্থানে রয়েছে গো প্রো। এটি খুব সহজেই ক্যারি করা যায় এবং হাইডেজুলেশনের ভিডিও ধারণ করতে সক্ষম হয়। এর কিছু ক্যাটাগরি ক্যামেরা দিয়ে 5k ভিডিও ধারণ করা সম্ভব হয়। যদি পানি নিচেও কেউ ভিডিও করতে চায় তাহলে অনায়াসে এগিয়ে ক্যামেরা নিতে পারেন। এ ক্যাটাগরি ক্যামেরার সকলগুলোই ওয়াটার প্রুফ হয় এবং টাচস্ক্রিন। গো প্রো ক্যামেরা মূল্য ৩৯০০০ টাকা। ক্যামেরা জগতে চমৎকার সেরা টেক গ্যাজেট এর তালিকায় রয়েছে একটি।
Samsung Galaxy Z Flip pro
আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে মোবাইলের ক্ষেত্রে এই মডেলের মোবাইলটি নিতে পারেন। এটি ব্যবহার শেষে মোবাইলটি ফ্লিপ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার যখন মোবাইলটি চালানো বন্ধ করবেন তখন মোবাইলটি ভাঁজ করে পকেটে রাখার ব্যবস্থা রয়েছে। আর এ ডিসপ্লে কোয়ালিটি এবং অন্যান্য ফিচার সর্বশেষ আপডেট যুক্ত। বর্তমানে এর মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকার উপরে।
Romba vacuum cleaner
সারা বিশ্বের স্মার্ট গেজেটের তালিকা রয়েছে Romba vacuum cleaner. মূলত এটি হচ্ছে অটোমেটিক ভেকুয়াম ক্লিনার। যেকোনো ধরনের এন্ড্রয়েড ডিভাইস অথবা google assistant এর মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যাবে। চাইলে নির্দিষ্ট কমান্ড দিয়ে রাখতে পারেন। তাহলে এই যন্ত্রটি অটোমেটিকভাবে কমান্ড ধাপে ধাপে পালন করবে এবং নির্দিষ্ট সময়ে পর বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। বাংলাদেশি টাকা এর মূল্য ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন অথবা বাসায় বৃদ্ধ লোক রয়েছে তাদের জন্য এই গ্যাজেটটি অত্যন্ত কার্যকরী।
চমৎকার চমৎকার সেরা টেক গ্যাজেট সম্পর্কে আজকে জানলেন। এরকম আরো টেকনোলজি বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং ট্রিক্স জানতে আই নিউজের সঙ্গে থাকুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩