ইমরান আল মামুন
বিক্রয় ডট কম পুরাতন মোবাইল ২০২৩
অনেকেই আমরা বিক্রয় ডট কম পুরাতন মোবাইল খুজে থাকি। এছাড়াও আমরা পুরাতন গাড়ি, পুরাতন মোটরসাইকেল, পুরাতন ল্যাপটপ খুঁজে নেই। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে bikroy.com সম্পর্কে যাবতীয় তথ্য জানা।
বিক্রয় ডট কম এর ইতিহাস
সর্বপ্রথম এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ২০১২ সালে। এর বয়স প্রায় ১১ বছর পেরিয়ে গেছে। প্রথম দিকে এ সফলতা না আসলেও বর্তমানে এর জনপ্রিয়তা শীর্ষস্থানে রয়েছে। প্রতিদিন কয়েক হাজার প্রকারের পণ্য দিতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। ২০২২ সালের এক রিপোর্ট অনুসারে জানা যায় প্রতি মাসে তিন লক্ষের অধিক মানুষ এই ওয়েবসাইটে সেল পোস্ট করে। আর পণ্য বিক্রি র পরিমাণ প্রায় ৬০%। যা অর্ধেকেরও বেশি। আর ২০ হাজার অধিক প্রিমিয়াম মেম্বারশিপ রয়েছে। যারা এখানে ব্যবসা করে থাকে। অনেকে মনে করে বিক্রয় ডট কমে শুধুমাত্র ব্যবহারিত জিনিসপত্র কেনাবেচা করা হয়। কিন্তু না বর্তমানে পুরাতন নতুন উভয়পণ্য এখানে বিক্রি করা যায়।
তবে এখানে ব্যবহৃত জিনিসপত্র বেশি বিক্রয় হয়ে থাকে। অনেক ব্যয়বহুল জিনিস বাদ দ্রব্য অল্প টাকায় এখান থেকে কেনা সম্ভব হয়। যার কারণে এর জন্য প্রিয়তা আরও বেশি। বর্তমান মানে ২০২৩ সালে একটি পণ্য বিক্রির পোস্ট থেকে ৩০ জন গ্রাহক পাওয়া যায় গড়ে। তাহলে বুঝতে পেরেছেন এর জনপ্রিয়তা কতটুকু। আর এই বিশাল প্ল্যাটফর্মের সিইও হচ্ছে নিলস হামার। তিনি এক বক্তব্যে জানান এখানে সাধারণ ব্যবহারকারীরা যেকোনোভাবে ব্যবসা করার সুযোগ পাবেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। আসুন এ প্রতিষ্ঠান সম্পর্কে আরো কিছু ধারণা জেনে নেই।
বিক্রয় ডট কম পুরাতন মোবাইল
এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন এই শব্দটি বারবার উল্লেখ করা হচ্ছে। ইন্টারনেটের সবচেয়ে বেশি সার্চ করা হয় এই শব্দটি লিখে। কেননা bikroy.com এ যত প্রকার পণ্য রয়েছে তার কয়েক গুণ বেশি বিক্রি হয় মোবাইল ফোন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয়ে থাকে এ প্লাটফর্মে। আজকে সকল ধরনের পণ্য এ প্লাটফর্ম থেকে কেনা বেচার ধারনা দিব।
কম দামে পুরাতন মোবাইল ফোন
অনলাইন জগতে সবচেয়ে বেশি কেনাবেচা হয় মোবাইল ফোন। সেটি এ প্লাটফর্ম কিংবা অন্য প্ল্যাটফর্ম যেখানেই হোক না কেন। তবে এই প্লাটফর্মে মাত্র ১ হাজার থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত ভালো মানের স্মার্টফোনগুলো পাওয়া যায়। বিশেষ করে যাদের অতি জরুরী এবং হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তারাই কম দামে মোবাইলগুলো বিক্রি করে ফেলে। যেমন একটি আইফোনের দাম যেটি ৬০০০০ টাকার উপরে। সেটি এখান থেকে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যেও কিনতে পারবেন। অনেকেই সুযোগ বুঝে বিক্রয় ডট কম পুরাতন মোবাইল কিনে।
এই ওয়েবসাইটে ঢুকলেই আপনি মোবাইল কিনতে পারবেন না অথবা দেখতে পারবেন না। যারা পূর্বে দেখেছে তাদের হয়তো বা জানা রয়েছে কিন্তু যারা নতুন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ক এখন পূর্ণ গাইডলাইন দেওয়া হচ্ছে আপনাদের।
বিক্রয় ডট কম এ মোবাইল খোঁজা এবং কেনার নিয়ম
যদি কোন গ্রাহক এখান থেকে পণ্য কিনতে চান তাহলে একাউন্ট না তৈরি করেও সহজে পণ্যটি নিতে পারবেন। কিভাবে একাউন্ট তৈরি না করেই বিক্রয়ের ডট কম থেকে পণ্য কিনতে হয় তার গাইডলাইন নিচে দেওয়া হল।
প্রথম ধাপ
প্রথমে এই লিংকে দেখুন। এটি হচ্ছে মূলত bikroy.com এর অফিসিয়াল সাইট। সেখানে মোবাইল নামের একটি অপশন দেখতে পারবেন। এখন এই মোবাইল অপশনটিতে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপ
মোবাইল অপশনে প্রবেশ করার পর সেখানে সকল প্রকার মোবাইল দেখতে পারবেন। তবে আপনি যদি আপনার এলাকা ভিত্তিক মোবাইলের সেলিং পোস্ট দেখতে চান তাহলে আপনাকে আপনার জেলা ফিল্টারিং করতে হবে। বামদিকে একটি অপশন পাবেন অবস্থান নামের। অবস্থান অপশনে প্রবেশ করে আপনার জেলাটি নির্বাচন করলেই আপনার জেলার সকল মোবাইল সেলিং পোস্টগুলো সামনে দেখতে পারবেন।
তৃতীয় ধাপ
যদি কোন স্মার্টফোন পছন্দ হয় তাহলে সেই স্মার্টফোন পোষ্টের উপরে প্রেস করুন। তখন ওই ব্যক্তির প্রোফাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে। প্রোফাইলে প্রবেশ করার পর সেখানে ডান সাইটে চ্যাট এবং ফোন কল একটা অপশন পাওয়া যাবে। যদি আপনি সরাসরি ফোন কল করতে চান অথবা চ্যাট করতে চান তাহলে আপনাকে অ্যাকাউন্ট খুলে তারপর চ্যাট অপশনে প্রবেশ করলে সরাসরি সেলারের সাথে কথা বলতে পারবেন। তারপর দামদর করে আপনি স্মার্টফোনটি অথবা মোবাইল ফোন নিতে পারবেন।
মূলত এই পদ্ধতিতে বিক্রয় ডট কম পুরাতন মোবাইল কেনা হয়ে থাকে। তবে মোবাইল কেনার পূর্বে অবশ্যই বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা নিচে দেওয়া হল।
bikroy.com থেকে মোবাইল কেনার ক্ষেত্রে সাবধানতা
এখান থেকে মোবাইল কিনতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে:
- কখনো অগ্রিম পেমেন্ট করবেন না। পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে হবে। তবে অগ্রিম পেমেন্ট করার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে।
- মোবাইলের কাগজপত্র কিংবা বক্স আছে কিনা তা অবশ্যই দেখে নিতে হবে। একই সঙ্গে IMIE নম্বর চেক করতে হবে।
- মোবাইলের ড্যামেজ আছে কিনা তা জানতে হবে। সেলার যা বলেছেন তার সাথে মিল আছে কিনা ভালোভাবে যাচাই করুন।
মাত্র একয়েকটি বিষয় দিকে খেয়াল রাখলেই আপনি বিক্রয় ডট কম পুরাতন মোবাইল কিনতে পারবেন খুব সহজেই। আর এই ওয়েবসাইট সংক্রান্ত আরো বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩