প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইলন মাস্কের বৈঠক
যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মার্কিন ধনকুবের ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর ইলন মাস্ক জানিয়েছেন, ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। এ সময় তিনি নিজেকে মোদির ভক্ত বলেও মন্তব্য করেন।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর টুইট করেন ইলন মাস্ক। ভারতে টেসলাসহ তার প্রতিষ্ঠান আগামী দিনে প্রবেশ করবে বলেও জানান তিনি। এছাড়া ভারত সরকারের বিরুদ্ধে টুইটার বন্ধের হুঁশিয়ারির অভিযোগ নিয়েও মুখ খোলেন এই ধনকুবের।
মোদি-ইলন মাস্কের দীর্ঘক্ষণ আলোচনা হয়েচে। সেখানে উঠে আসে নানা প্রসঙ্গ। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেসলা প্রধান বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা অসাধারণ। আমি তাকে খুব পছন্দ করি। আমি তার ভক্ত। আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জন্য সঠিক কাজ করছেন। নতুন সংস্থাকে উনি সমর্থন করেন। আমি ভারতের ভবিষ্যৎ নিয়েও অত্যন্ত উৎসাহিত। আমার মনে হয়, বিশ্বের অন্য়ান্য বড় দেশগুলোর তুলনায় ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে।'
মোদির প্রশংসা করে ইলন মাস্ক বলেন, 'প্রধানমন্ত্রী মোদি ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করারপ্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করলে খুব ভালো হবে। আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি আগামী বছর ভারত সফরে যাব।'
কৃষক আন্দোলনের সময় ভারতে টুইটার পরিষেবা বন্ধ করে দেওয়ার বিষয়ে ইলন মাস্ক বলেন, 'টুইটারের কাছে কোনো উপায় ছিল না। দেশের সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বসে সবকিছু সামলানো সম্ভব নয়। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সরকারের আলাদা নিয়মকানুন থাকে। আইন মেনে মানুষকে বাক স্বাধীনতার সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার চেষ্টা করবে টুইটার।'
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মোদি। ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে তার।
আইনিউজ/ইউএ
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩