ইমরান আল মামুন
লেখা দিয়ে ভিডিও বানানো সফটওয়্যার এবং অ্যাপস
আজকের প্রতিবেদনে পাঠকদের জন্য রয়েছে লেখা দিয়ে ভিডিও বানানো সফটওয়্যার সম্পর্কে। অর্থাৎ আপনি টেক্সট টু ভিডিও ( Text to video ) কিভাবে কনভার্ট করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন সেই সংক্রান্ত তথ্যগুলো আজকের আর্টিকেলে তুলে ধরা হচ্ছে। যারা ভিডিও প্লাটফর্ম নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। যাকে সংক্ষিপ্ত বলা হয় এআই। এখন প্রতিটি কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত কাজ পর্যন্ত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার রয়েছে। আর এই প্ল্যাটফর্ম মানুষের জীবনযাত্রার মানকে সহজ করার পাশাপাশি সকল কর্মক্ষেত্রকে একদম সংক্ষিপ্ত করে দিয়েছে। পূর্বে যেখানে একটি সমস্যা সমাধান করতে প্রায় কয়েক ঘন্টা লেগে গেছে। সেখানে এআই ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের সেই সমস্যা সমাধান করা যাচ্ছে নির্ভুলভাবে।
এই ধরুন আপনি কোন ধরনের একটি প্রোগ্রামিং করতে চাচ্ছেন। বেশ কয়েক বছর আগেও এটি ম্যানুয়াল ভাবে করার প্রয়োজন হতো। কিন্তু এখন অনলাইন ভিত্তিক অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো এআই ভিত্তিক। যেমনটি নামে এমন একটি এআই রয়েছে। যা আপনার সকল কাজের সমাধান করে দিয়ে থাকবে। আপনি যদি আপনার প্রোগ্রামিং এর ডিটেলস টুকু সেখানে ইমপোর্ট করেন তাহলে আপনার পুরো প্রোগ্রামিং টুকু আউটপুট করে দেবে। তাহলে বুঝতে এ প্লাটফর্ম কতটা শক্তিশালী। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে চ্যাট জিপিটি নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। নিচে থেকে আর্টিকেলটি দেখে নেবেন আশা করি।
গুগলের সার্চ ইঞ্জিনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
লেখা দিয়ে ভিডিও বানানো সফটওয়্যার এবং অ্যাপস | Text to video convert
এরকমভাবে আরো বিভিন্ন ধরনের কাজের জন্য ওয়েবসাইট অথবা সফটওয়্যার গুলো ডেভেলপ করা হচ্ছে। ঠিক তেমনভাবে এখন বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং ওয়েবসাইট কিংবা সফটওয়্যারগুলো তৈরি করা হয়েছে যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজেই ভিডিও তৈরি করে নিতে পারবে। আগের মত এত ব্যবহার করে দীর্ঘ সময় ধৈর্য ধরে ভিডিও এডিট করার প্রয়োজন হয় না। এখন কিছু টুলস ব্যবহার করে অটোমেটিক সকল ভিডিও এডিট করা সম্ভব হয়। আবার অনেকে আছে যারা নিজের ভিডিও তৈরি করতে পারে না অথবা ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে চায় না তাদের ক্ষেত্রেও হয়েছে আরো সুযোগ। কারণ এমন কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি লেখা থেকে ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজভাবে। প্রয়োজন হবে না কোন ভয়েস বা ক্যামেরা ভিডিও। আসুন দেখে নেই এমন কিছু সফটওয়্যার সম্পর্কে যেগুলোতে এ সকল ভিডিও তৈরি করতে পারবেন বেশ কয়েক মিনিটের মধ্যেই।
Hype text
Text to video তৈরি ক্ষেত্রে আমাদের তালিকায় সবার উপরে রয়েছে এই সফটওয়্যারটি। Hype text গুগল প্লে স্টোর থেকে 10 লক্ষের বেশি বার ডাউনলোড করা হয়েছে। আর রেটিং হচ্ছে 4.3 স্টার। এই সফটওয়্যারটির সাহায্যে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন এবং এর সাহায্যে ইন্ট্রো দিয়ে ভিডিও তৈরি করতে পারা যাবে। সেই সঙ্গে রঙ্গিন ব্যাকগ্রাউন্ড অথবা যেকোনো ছবি ভিডিওতে আপনি animated টেক্সট হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে প্রায় পাঁচশোর অধিক animated টেক্সট ডিজাইন রয়েছে যেগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও লগো, কল আউট, সাবস্ক্রাইব বাটন ইত্যাদি যুক্ত করতে পারবেন। এছাড়াও ইচ্ছামত টেক্স প্লেয়ার অথবা কালার পরিবর্তন করতে পারবে ব্যবহারকারীরা। গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপটি।
Pinreel
লেখা দিয়ে ভিডিও বানানো সফটওয়্যারের তালিকায় আরেকটি শীর্ষ জায়গা দখল করে রয়েছে Pinreel. বিশেষ করে যারা রিয়েল ভিডিও বানাতে পছন্দ করে তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত উপকারী। এর মাধ্যমে বেশিরভাগ ব্যবহারকারীরা ইউটিউব শর্ট ভিডিও, টিক টক, প্রমো ভিডিও ইত্যাদি তৈরি করে থাকে। এছাড়াও ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের এনিমেটেড টেক্সট এবং লোগোসহ যাবতীয় সকল স্টিকার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।
Animated text on video
শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি প্রায় এক মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করেছে ব্যবহারকারীরা। বর্তমানে এর রেটিং সংখ্যা 4.2. এই অ্যাপটি ব্যবহার করে লেখা সুন্দর করে ডিজাইন করতে পারবে এবং এর সাথে মিউজিক অ্যাড করে দারুন ভিডিওগুলো তৈরি করা যায়। আপনি চাইলে নিজেই এনিমেটেড টেক্সট এবং ফন্ট এড করতে পারবেন ডিভাইস থেকে যুক্ত করে। আর যদি পূর্ব থেকে কোন ভিডিও তৈরি করা থাকে তাহলে সেটিও এখানে আপলোড করে নিজের মত করে ডিজাইন করে নিতে পারবেন। প্রায় ৪০ এর অধিক টেক্সট ফোন ডিজাইন পাওয়া যাবে এই সফটওয়্যারটিতে।
Textro
এই সফটওয়্যারটির নাম লিখে সার্চ করলে সবার আগে এটি দেখতে পারবেন। শুধুমাত্র প্লে স্টোর থেকেই ডাউনলোড করা হয়েছে প্রায় এক মিলিয়নেরও বেশি। অন্যদিকে এর রেটিং হচ্ছে 4.4 স্টার। এই সফটওয়্যার এর মাধ্যমে একজন বিগেনার লেভেলের ইন্টারনেট ব্যবহারকারীরা খুব সুন্দর ভাবে ভিডিও তৈরি করতে পারবে। সফটওয়্যারটির সবচেয়ে আকর্ষণীয় পোস্ট হচ্ছে এনিমেটেড টেক্সট ভিডিও। যা কয়েক মিনিটে খুব সহজভাবে তৈরি করতে পারা যায়। এছাড়াও সফটওয়্যারটি রয়েছে দারুন কালার কম্বিনেশন এবং টেক্সট ইনট্রো সিস্টেম। সেরা লেখা দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার তালিকায় এর স্থান রয়েছে।
Pixel Flow
দারুন একটি অ্যান্ড্রয়েড ভিডিও এডিট সফটওয়্যার হচ্ছে এটি। যেকোনো লেখা দিয়ে সুন্দর করে ফ্রন্টগুলো ডিজাইন করতে পারবে এবং সেগুলো এনিমেশন ভিডিও তৈরি করতে পারবে যে কেউ। এর জন্য ভিডিও এডিটিং এর জন্য কোন ধারনার প্রয়োজন নেই শুধুমাত্র সাধারণ বেসিক নলেজ থাকলেই চলবে। হাই কোয়ালিটি ইন্ট্রো টেমপ্লেটগুলো তৈরি করা হয় এই অ্যাপটির সাহায্যে। বিশেষ করে যারা নতুন ভিডিও এডিটিং এর কাজ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এ সফটওয়্যারটি ব্যবহার করা অত্যন্ত ব্যবহার উপযোগী। গুগল প্লে স্টোর থেকে যে কেউ খুব সহজে এটি ডাউনলোড করে নিতে পারবে।
আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারলেন সেরা লেখা দিয়ে ভিডিও বানানো সফটওয়্যার সম্পর্কে। এরকম আরো বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপসের টিপস এবং ট্রিক্স গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩