ইমরান আল মামুন
অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম
আজকের প্রতিবেদনে রয়েছে ভূমি সংক্রান্ত তথ্যগুলো। যেমন অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম, জমির মালিকানা তথ্য যাচাই করণ, খতিয়ান চেক করার নিয়ম সংক্রান্ত সকল তথ্যগুলো। আসুন তাহলে দেখে নেই কিভাবে আপনি ভূমির সকল তথ্যগুলো জেনে নেবেন।
আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম একটি হচ্ছে জমি। যার মূল্য কখনো কমে না বরং সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। আর এই জমি থেকেই আমরা বাঁচার সকল উপাদানগুলো পেয়ে থাকি। যেমন জমির উপরেই আমরা ঘর তুলে বসবাস করি, সেখানে আবাদ করে আমরা খাবার খাই। প্রাকৃতিক সম্পদ হোক আর কৃত্রিম সম্পদ হোক জমি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটি সম্পদ। আর এই সম্পদের ওপর আমাদের বেশি গুরুত্ব আরোপ করতে হবে। তাই করে থাকি আমরা।
যদিও এটি প্রাকৃতিক সম্পদ তবে এর মালিকানা রয়েছে। নির্দিষ্ট জায়গার অংশ নির্দিষ্ট ব্যক্তির হয়ে থাকে। আর এই মালিকানা সরকারি পর্যায়ে রয়েছে। কে কোন জমির মালিক তার সরকারের কাছে সংরক্ষিত রয়েছে। তাই নয় জমির মালিকের নামের পাশাপাশি এখানে রয়েছে জমির একটি নির্দিষ্ট দাগ নম্বর, নকশা এবং আরো প্রয়োজনে সকল তথ্যগুলো। কারণ জমি হচ্ছে অমূল্য সম্পদের মত। আমাদের দেশে জমি নিয়ে অসংখ্য মামলা-মোকদ্দমা হয়ে থাকে। আর অন্যতম একটি কারণ হচ্ছে জমির সঠিক তথ্য না জানার কারণ।
অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম
কারণ পূর্বে এত অনলাইন অর্থাৎ ডিজিটাল ভিত্তিক ছিল না আমাদের এই দেশ। তখন ম্যানুয়ালভাবে সকল তথ্যগুলো সংরক্ষণ করে রাখা হতো। দেখা যেত একজনের জমি আরেকজন ভোগ করে খেতে এ নিয়ে প্রাণহানি ঘটে যেত। এমনকি এখনো হয়ে যাচ্ছে। জমির কাগজ বের করতে প্রায় কয়েকদিন সময় লেগে যায় এবং দৌড় ঝাপ করা লাগে। যা অনেকের কাছে কাজটি জটিল মনে হয়। সকল কাগজপত্রের মধ্যে একটি হচ্ছে জমির রেকর্ড। তারা প্রমাণ হয় এ জমির মালিক তার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বিশেষ করে সরকারি সকল প্রতিষ্ঠানের কাজ এখন ডিজিটাল পদ্ধতিতে হয়ে থাকে। এখন শুধুমাত্র খতিয়ান নম্বর কিংবা ব্যক্তির নাম দিয়ে জমির সকল তথ্যগুলো বের করা সম্ভব হয়। এর জন্য আপনাকে কোন ধরনের অর্থ খরচ করতে হবে না অথবা আপনার ভূমি অফিসে দৌড়াদৌড়ি করা লাগবে না। শুধুমাত্র একটি ইন্টারনেট সংযুক্ত এন্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার থাকলে খুব দ্রুত জমির তথ্যগুলো বের করতে পারবেন। কিভাবে বের করবেন সে সংক্রান্তই পদ্ধতি এখন নিচে আমরা ধাপে ধাপে তুলে ধরবো।
জমির রেকর্ড বের করার নিয়ম অনলাইন পদ্ধতি
প্রথম ধাপ
প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস দিতে হবে হতে পারে সেটি একটি অ্যান্ড্রয়েড ফোন অথবা অন্য কোন ডিভাইস। এরপর আপনার google chrome ব্রাউজার ওপেন করুন। সেখানে উপরে থ্রি ডট মেনু দেখতে পারবেন। উক্ত মেনুতে প্রবেশ করুন এবং সেখানে থেকে ডেক্সটপ মোড চালু করে নিন।
দ্বিতীয় ধাপ
এরপর আপনাদেরকে এই eporcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। অর্থাৎ আপনার জমি কোন বিভাগে, কোন জেলায়, কোন উপজেলায় এবং কোন মৌজায় অবস্থিত সেটি নির্বাচন করতে হবে। একই সঙ্গে আপনাকে নির্বাচন করতে হবে খতিয়ান কোন ক্যাটাগরি সেটির উপর।
তৃতীয় ধাপ
উপরের সকল তথ্যগুলো ইনপুট করার পর আপনার জমির খতিয়ান নম্বর অর্থাৎ আপনি যে জমির তথ্য জানতে চাচ্ছেন সে জমির খতিয়ান নম্বর বসাতে হবে। খতিয়ান নম্বর বসানোর পর খুজন বাটনে প্রেস করতে হবে। খতিয়ান নম্বরে প্রেস করার সাথে সাথেই আপনার জমির দাগ নম্বর এবং পরিমাণসহ সকল তথ্যগুলো চলে আসবে।
চতুর্থ ধাপ
যদি পুরো খতিয়ান সম্পর্কে জানতে চান তাহলে বিস্তারিত অপশনে প্রবেশ করুন অথবা খতিয়ানের জন্য আবেদন করুন। খতিয়ানের জন্য কিভাবে আবেদন করতে হয় খুব শীঘ্রই আমরা আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে আর্টিকেল প্রকাশ করব।
উপরের এই পদ্ধতিতেই নাম দিয়ে জমির মালিক যাচাই করন করা যায়। শুধু খতিয়ান নম্বরের জায়গায় অধিকতর অনুসন্ধান অপশনে প্রবেশ করতে হবে। তারপর সেখানে জমির মালিকের নাম সঠিকভাবে ইনপুট করে খুঁজুন অপশনে প্রেস করলেই সকল তথ্যগুলো পেয়ে যাবেন।
এটি হচ্ছে অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম। এছাড়াও ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে জমি এবং অন্যান্য প্রয়োজনেও তথ্য বের করার সকল নিয়ম কানুন দেওয়া হয়েছে। এ সকল নিয়ম কানুন দেখতে আমাদের ওয়েবসাইটের তথ্যপ্রযুক্তি ক্যাটাগরি দেখুন।
জমির রেকর্ড কি?
ভূমি সংক্রান্ত তথ্যগুলো বেশ জটিল বিষয়। এ বিষয়গুলো অনেকেরই অজানা রয়েছে। এদের মধ্যে অনেকেরই জানা নেই ভূমি রেকর্ড বা খতিয়ান কি। কারণ অনেকেই মনে করেন জমির রেকর্ড বা খতিয়ান আলাদা বিষয়। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। জমির রেকর্ড বা খতিয়ান হচ্ছে একটি বিষয়।
জমির খতিয়ান বের করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়?
- খতিয়ানের ধরন সম্পর্কে জানতে হবে
- জমির দাগ নম্বর সম্পর্কে জানতে হবে
- জমির অবস্থা
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম সংক্রান্ত সকল তথ্যগুলো। ভূমি সংক্রান্ত তথ্য আরো জানতে আমাদের তথ্যপ্রযুক্তি ক্যাটাগরি দেখুন। আমাদের ওয়েবসাইটে নিয়মিত সকল সরকারি তথ্য জানতে এবং আপডেট সম্পর্কে ধারণা নিতে নিয়মিত অনুসরণ করুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩