ইমরান আল মামুন
বিডি জবস সিভি তৈরি করার নিয়ম ২০২৩
আমাদের পূর্বের আর্টিকেলে আলোচনা করা হয়েছে বিডি জবস একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আজকের আর্টিকেল রয়েছে বিডি জবস সিভি তৈরি করার নিয়ম ( Bdjobs CV create ) সম্পর্কে। অর্থাৎ আজকের এই আর্টিকেলটি পড়লে কিভাবে বিডি জব সিভি তৈরি করতে হয় সে বিষয় সম্পর্কেও জানতে পারবেন পাঠকরা।
একজন চাকরি প্রত্যাশীর জন্য সিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর দ্বারা তার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা সকল তথ্যগুলো প্রতিষ্ঠানের সামনে তুলে ধরা হয়। অর্থাৎ আপনি যতই শিক্ষা অর্জন করেন এবং যতই মেধাবী হন যদি আপনার সিভিতে সকল তথ্যগুলো গুছিয়ে না দেওয়া থাকে। তাহলে নিয়োগ কর্মকর্তারা বুঝতে পারবেন না আপনি যোগ্যতার সম্পন্ন।
আর শুধুমাত্র সিভি হলেই হবে না। সেটি হতে হবে সুন্দর, পরিষ্কার এবং গোছানো। অর্থাৎ একজন নিয়োগ কর্মকর্তা যখন আপনার সিভিটি হাতে নেবে সে যেন বুঝতে পারেন আপনি আপনার সকল তথ্যগুলো সেখানে দিয়েছেন। আর তাদের সার্কুলার অনুযায়ী আপনি উপযুক্ত।
এই সিভি তৈরি করার বিভিন্ন ধরনের ফরমেট রয়েছে। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বিডি জবসের সিভি। কর্পোরেট সেক্টরগুলোতে এর জনপ্রিয়তা আরো বেশি। তাই নয় বিডি জবস একাউন্টের মাধ্যমে প্রায় অনেক চাকরির আবেদন করা সম্ভব হয়। অর্থাৎ এখানে একটি একাউন্ট তৈরি করে সিভি বানিয়ে রাখলে শুধুমাত্র সার্কুলার দেখেই এক চাপের মাধ্যমে আবেদন করার সুযোগ হয়েছে।
বিডি জবস সিভি তৈরি করার নিয়ম | Bdjobs CV create
যারা বিশেষ করে বেকার রয়েছে তাদের প্রত্যেকেরই একটি করে জবস একাউন্ট তৈরি করার দরকার। কারণ এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো জায়গায় বসে আবেদন করার সুযোগ পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার প্রোফাইল যদি ভাল হয় তাহলে কোন প্রতিষ্ঠান আপনাকে নিজে থেকেই জব অফার করে থাকবে। তাই অবশ্যই সবার একটি এই অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। আসুন দেখে নেই কিভাবে সিভি তৈরি করতে হয় সে বিষয়ে সম্পর্কে।
প্রথম ধাপ
প্রথমে বিডি জবস একাউন্টে প্রবেশ করতে হবে। একাউন্টে প্রবেশ করার পর দেখতে পারবেন Edit resume নামের একটি অপশন। এরপর এই অপশনটিতে প্রবেশ করতে হবে। এই অপশনটিতে প্রবেশ করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে।
দ্বিতীয় ধাপ
নতুন উইন্ডো ওপেন হওয়ার পর প্রথমে আপনাকে পার্সোনাল সকল তথ্যগুলো ইনপুট করতে হবে। আর এই তথ্যগুলো অবশ্যই আপনাকে সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র অনুসারে পূরণ করতে হবে। কেননা যখন আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন এই সিভির সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সাথে মিলিয়ে দেখবে।
- প্রথমে নাম
- বাবার নাম
- মায়ের নাম
- জন্ম তারিখ
- জাতীয়তা
- জাতীয় পরিচয় পত্র নম্বর
- পাসপোর্ট নম্বর
- উচ্চতা
- স্থায়ী ঠিকানা
- বর্তমান ঠিকানা ইত্যাদি সহ সকল ব্যক্তিগত তথ্যগুলো বসাতে হবে।
তৃতীয় ধাপ
বিডি জবস একাউন্ট তৈরি করার নিয়ম এর তৃতীয় ধাপ সম্পর্কে এখন আলোচনা হচ্ছে। এই ধাপে হচ্ছে Education ক্যাটেগরি। এখানে সকল শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো বসাতে হবে। কি কি তথ্য বসাতে হবে তা নিচে দেওয়া হল।
- কোন কোন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন
- পাস করার সাল
- বোর্ড
- কত বছরের কোর্স
- কোন বিভাগ
- ফলাফল
এই সকল তথ্যগুলো অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুসারে দিতে হবে। যদি কোন তথ্য ভুল থাকে তাহলে এডিট অপশন থেকে তা সঠিক করে নিতে হবে। এরপর পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।
চতুর্থ ধাপ
এই ধাপে প্রার্থীর অভিজ্ঞতাগুলো তুলে ধরতে হয়। যদি প্রার্থীরা ইতিমধ্যে কোন চাকরিতে অংশগ্রহণ করে থাকে অথবা অন্য কোন অভিজ্ঞতা রয়েছে যে কোন প্রতিষ্ঠানে সেগুলো তুলে ধরতে হবে। যেমন:
- কোম্পানির নাম
- কোম্পানির ক্যাটাগরি
- কোন পদে চাকরি করেছেন
- কোন ডিপার্টমেন্টে
- কত সময় কাল চাকরি করেছেন
- কি কি দায়িত্ব পালন করছেন
এই সকল দায়িত্বগুলো সুন্দরভাবে সাজিয়ে তারপর দিতে হবে। আর অবশ্যই এগুলো সনদপত্র থাকতে হবে। কারণ নিয়োগ কর্মকর্তারা যেকোনো সময় আপনার এই সনদপত্র চাইতে পারে। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর বিডি জবস এক সিভি তৈরি করার নিয়ম এর পরবর্তী ধাপে যেতে হবে
পঞ্চম ধাপ
এই ধাপ প্রার্থীর জন্য আবশ্যিক নয়। আপনার যদি কোন দক্ষতা থাকে যেমন কম্পিউটার পরিচালনা, টেকনিক্যাল নলেজ ইত্যাদি। যদি এগুলো থাকে তাহলে সেগুলো দিতে পারেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তবে সব ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজন রয়েছে তাই এই ক্যাটাগরিতে কম্পিউটার বিষয়টি দিতে পারেন।
ষষ্ঠ ধাপ
এই ধাপে প্রার্থীর ছবি যুক্ত করতে হবে। ছবি যুক্ত করার ক্ষেত্রে বেশি কিছু বিষয় সতর্ক থাকতে হবে। যেমন ছবি যেন স্বচ্ছ হয় এবং প্রফেশনাল হয়ে থাকে। প্রফেশনাল বলতে এখানে ভালো ড্রেস যেমন ফরমাল শার্ট অথবা ফর্মাল কোট পড়ে ছবি তুললে সবচেয়ে ভালো হয়। ছবির ব্যাকগ্রাউন্ড যতটা সম্ভব নীল রাখার চেষ্টা করতে হবে। কোন ধরনের সেলফি এখানে ব্যবহার করা যাবে না।
উপরের এই পদ্ধতি হচ্ছে বিডি জবস সিভি তৈরি করার নিয়ম। এখন সিভি তৈরি করা শেষ হলে অনেকের প্রশ্ন থাকে কিভাবে এই সিভি ডাউনলোড করতে হয়। bdjobs cv ডাউনলোড করার জন্য প্রথমে আপনার bdjobs হোম পেজ প্রবেশ করুন। এরপর View resume নামের একটি অপশন দেখতে পারবেন। এই অপশনে প্রবেশ করার পর প্রোফাইলের উপরের দিকে ডাউনলোড লেখা দেখতে পারবেন। সেখান থেকে পিডিএফ এবং অফিস ওয়ার্ড ২ টি ক্যাটাগরিতে আপনার ছবি ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন। সেখানে শুধুমাত্র একটি প্রেসের মাধ্যমে সিভিটি ডাউনলোড করতে পারবে।
তবে আপনি যেখানেই আবেদন করুন না কেন আপনি সবসময় pdf ফাইলে আপনার সিভিটি প্রেরণ করবেন। কারণ এই পিডিএফ ফাইল এডিট করা সম্ভব হয় না এবং যেভাবে আপনি আপনার সিভি তৈরি করেছেন সেভাবেই তা নিয়োগ কর্মকর্তার কাছে প্রকাশিত হবে। আর যদি আপনার সিভিটি ওয়ার্ড অফিসে দেন তাহলে সেটি ভেঙে ভেঙে যেতে পারে অথবা অগোছালো হতে পারে। সিভি পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা শিখলেন বিডি জবস সিভি তৈরি করার নিয়ম ( Bdjobs CV create ) সম্পর্কে। আর ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিডি জবস অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। এমন সকল তথ্য এবং ট্রিক্স গুলো পেতে আই নিউজের সঙ্গে থাকুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩