ইমরান আল মামুন
আপডেট: ১১:৩৮, ২৩ জুলাই ২০২৩
শিক্ষক বাতায়ন রেজিস্ট্রেশন করার নিয়ম
আজকের প্রতিবেদনে রয়েছে শিক্ষক বাতায়ন রেজিস্ট্রেশন সম্পর্কে। অর্থাৎ আমাদের আজকের আর্টিকেলটি পড়লে আপনারা এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ভিডিও আপলোড করবেন সে সংক্রান্ত পরিপূর্ণ একটি ধারণা পাবে একজন পাঠক।
শিক্ষা জাতির মেরুদন্ড। কথাটি চিরন্তন সত্য। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শুধুমাত্র কথাতেই সীমাবদ্ধ নয় বরং কার্যকলাপেও এর যথেষ্ট প্রমাণ মিলেছে। তবে অবশ্যই সে জাতিকে হবে সুশিক্ষিত। পূর্বের তুলনায় বর্তমান সময়ে মানুষ শিক্ষার ব্যাপারে অনেক বেশি সচেতন। যে ব্যক্তি এখন একবেলা খাবার পায় সে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠায়। অর্থাৎ এখন প্রত্যেক অভিভাবকরাই সচেতন। তাদের সন্তানকে স্কুলে পাঠাতে হবে এবং পড়াশোনায় মনোযোগী করতে হবে।
আর আজকের শিক্ষিত জাতি আগামী ভবিষ্যতের কর্ণধার। যত দিন যাচ্ছে তত শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষা পদ্ধতির উন্নতি করছে। দেখা গেছে প্রতি বছর প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। সেই সঙ্গে আমাদের দেশের বিভিন্ন শিক্ষার্থীরা বাইরের দেশে উচ্চ শিক্ষার জন্য ভ্রমণ করছে। শুধু তাই নয় সেখানে বড় বড় কর্মক্ষেত্রেও তারা জড়িয়ে আছে। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে এ সকল ব্যক্তিরা কর্মরত থাকেন। যারা দেশকে পরিচালনা করে।
শিক্ষক বাতায়ন রেজিস্ট্রেশন
উন্নত দেশগুলোতে আধুনিক ছোঁয়া লেগেছে এডুকেশন ডিপার্টমেন্টে। এমনভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনাও আধুনিকসহ লেগে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ ডিজিটাল করণ প্রক্রিয়ায় বেশ জোরদার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থায় অনেক ডিজিটাল পদ্ধতি এসেছে। এখন অনলাইনে সকল ধরনের ক্লাস এবং কার্যক্রমও করা সম্ভব। যেমন কিছুদিন আগে ঘোষণা হয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে একটি করে ট্যাব দেওয়া হবে।
অর্থাৎ শিক্ষার্থীরা এখন ডিজিটাল এই যন্ত্রের মাধ্যমে পড়াশোনার অনেক কাজ করে নিতে পারবে। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশাপাশি অবশ্যই শিক্ষকদেরকে ডিজিটাল হতে হবে। তাই শিক্ষা ব্যবস্থাপনায় রয়েছে শিক্ষক বাতায়ন নামের একটি ওয়েবসাইট। সেখানে দক্ষ শিক্ষকদের দ্বারা মাল্টিমিডিয়া ক্লাসগুলো আপলোড করা হয়ে থাকে। সেখান থেকে শিক্ষার্থীরা খুব সহজেই নিয়মিত ক্লাস করতে পারবে। তবে এ ক্ষেত্রে তাদেরকে অবশ্যই ওয়েবসাইটটিতে নিবন্ধন করতে হবে।
শিক্ষক বাতায়ন রেজিস্ট্রেশন করার নিয়ম
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এখন দেখে নেই কিভাবে এখানে আপনারা রেজিস্ট্রেশন বা নিবন্ধন করবেন।
প্রথম ধাপ
একজন শিক্ষক কেবল এখানে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে পারবে। এজন্য প্রথমে তাকে শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য shikkhok batayon এই লিংকে প্রবেশ করুন। তবে এর জন্য আপনার যা যা লাগবে:
- একটি স্মার্ট ফোন বা কম্পিউটার
- ইন্টারনেট কানেকশন
- ব্রাউজার
দ্বিতীয় ধাপ
ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর সেখানে দেখতে পারবেন সবার উপরে নিবন্ধন। এখন এই নিবন্ধন অপশনে প্রবেশ করুন। নিবন্ধন অপশনে প্রবেশ করার পর সেখানে নিচের দিকে দেখতে পারবেন নিবন্ধন করুন। আবার এই অপশনে আপনাকে প্রবেশ করতে হবে।
তৃতীয় ধাপ
উপরের অপশনটিতে প্রবেশ করার পর সেখানে একটি আবেদন ফরম আসবে। এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে। কোন প্রকার ভুল তথ্য এই অপশনে দেওয়া যাবে না। শিক্ষক বাতায়ন রেজিস্ট্রেশন এর গুরুত্বপূর্ণ ধাপ এটি। তাই সাবমিট এর পূর্বে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। সাবমিট করতে হবে এখানে যে বিষয়গুলো:
- নাম
- ইংরেজিতে ইমেইল এড্রেস
- প্রতিষ্ঠানের স্তর ( সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নাকি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি )
- প্রতিষ্ঠানের ধরন
- লিঙ্গ
- বিভাগ, জেলা, উপজেলা
- পছন্দের প্রতিষ্ঠান
- মোবাইল নাম্বার
- পাসওয়ার্ড দুই বার
উপরের তথ্যগুলো সবগুলো ভালোভাবে দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে প্রেস করতে হবে। এরপর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে।
চতুর্থ ধাপ
পরবর্তী ধাপে জাতীয় পরিচয় পত্র, বর্তমান ঠিকানা, যাবতীয় তথ্যগুলোতে পূরণ করতে হবে। তবে আপনি চাইলে আপনার ছবি সংযুক্ত করতে পারেন এবং তারপর আপনার কনটেন্ট আপলোড করতে হবে।
এটুকুই হচ্ছে শিক্ষক বাতায়ন রেজিস্ট্রেশন করার নিয়ম। তবে আপনি চাইলে আরও বিভিন্ন তথ্যগুলো আপলোড করতে পারেন আর পরবর্তী ধাপগুলো মেনে চলতে পারেন।
ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে মূলত দক্ষ শিক্ষকদের দ্বারা যেন সারা বাংলাদেশের যেকোন শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। অর্থাৎ শিক্ষার্থীরা যেখানে অবস্থান করুক না কেন তারা অনলাইনের মাধ্যমে পাঠদান গ্রহণ করতে পারে। আর শিক্ষার্থীরা সব সময় পার্থক্যই পরার চেয়ে অনলাইন ক্লাসের প্রতি বেশি আগ্রহ দেখায়। আর এই পদ্ধতিতে শিক্ষকরা তাদের পাঠদানের আরো সুযোগ পাচ্ছে এবং শিক্ষার্থীরাও ভালো শিক্ষকদের দ্বারা পাঠ গ্রহণ করতে পারছে।
আশা করি সম্মানিত শিক্ষকরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে শিক্ষক বাতায়ন রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আরো অন্যান্য সরকারি ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করার সম্পর্কে আমাদের ওয়েবসাইটে নিয়মিত কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩