ইমরান আল মামুন
আপডেট: ১৯:০৫, ২০ আগস্ট ২০২৩
সার্বজনীন পেনশন ওয়েবসাইট | সার্বজনীন পেনশন আবেদন
বেশ কিছুদিন আগে জাতীয় সার্বজনীন পেনশন ওয়েবসাইট এ বাংলাদেশের জনসাধারণের পেনশন সুবিধার কথা ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সাধারণ নাগরিকরা সার্বজনীন পেনশন আবেদন করতে পারবে। এ পেনশনের জন্য কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে সে বিষয় সম্পর্কে এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি।
আমাদের দেশের সরকারি চাকরিজীবীরা বহু আগে থেকে পেনশন সুবিধা পেয়ে আসছে। এছাড়াও অনেক লোক বিভিন্ন ধরনের ভাতা এবং প্রণোদনা পাচ্ছে। কিন্তু জনসংখ্যার বিশাল একটি অংশ এর সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিল। তাই তাদের জন্য সরকার সার্বজনীন পেনশন প্রণোদনা নিয়ে এসেছে। যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ এখানে পেনশন সুবিধা ভোগ করতে পারবে। তবে যারা সরকারি চাকরিতে নিয়োজিত তারা এ সুবিধা ভোগ করতে পারবে না।
আবেদনের জন্য প্রার্থীদেরকে অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। সকল প্রার্থীরা এই যোগ্যতা সম্পন্নের বাইরে তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন না। এই ব্যাপারে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নেই নিচে থেকে।
সার্বজনীন পেনশন ওয়েবসাইট | সার্বজনীন পেনশন আবেদন
আমাদের এই আর্টিকেলে এখন আপনারা জানতে পারবেন কিভাবে এবং কেমন করে এখানে আবেদন করবেন। তবে এখানে আবেদন করার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন তার নিচে দেওয়া হল।
কারা সার্বজনীন পেনশন সুবিধা ভোগ করতে পারবে?
এই জাতীয় পেনশন সুবিধা ঘোষণা হওয়ার পর থেকে মানুষ জানতে চাচ্ছে কাদের জন্য এই পেনশন ব্যবস্থা করা হয়েছে। এ পেনশন সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশের সকল নাগরিক। তবে যারা সরকারি চাকরি করে তাদের জন্য এই পেনশন সুবিধা প্রযোজ্য নয়। কেননা তারা পূর্বে থেকে পেনশন সুবিধার ভোগ করে যাচ্ছে। তবে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৫০ বছর হতে হবে। এরপর তারা নির্দিষ্ট হারে পেনশন সুবিধা পেয়ে যাবে। তবে এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলকভাবে থাকতে হবে।
যারা দেশের বাইরে অবস্থান করে আসছে তাদের যদি ভোটার আইডি কার্ড না থাকে। তাহলে তারা সরাসরি পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন। তবে যে সকল প্রার্থীদের বয়স ৫০ এর উপরে তাদের ক্ষেত্রে ৬৫ বছর হিসাবে গণনা করা হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে জাতীয় সার্বজনীন পেনশন ওয়েবসাইট দেখতে পারেন।
সার্বজনীন পেনশন আবেদন করার নিয়ম
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের জাতীয় পরিচয় পত্র, একটি মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এবং অন্যান্য প্রয়োজনে তথ্যগুলো দিতে হবে। আসুন নিচে থেকে ধাপে ধাপে জেনে নেই কিভাবে এখানে আবেদন করতে হবে।
জাতীয় পেনশন রেজিস্ট্রেশন করার নিয়ম
প্রথম ধাপ
আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ইলেকট্রনিক্স ডিভাইস দিতে হবে যাতে অবশ্যই ইন্টারনেট সংযুক্ত থাকে। এরপর একটি ব্রাউজার ওপেন করুন এবং এই লিংকে ঢুকুন। ওয়েবসাইটটি ভিজিট করার পর সেখানে রেজিস্ট্রেশন নামের একটি অপশন দেখতে পারবেন। উক্ত অপশনে প্রবেশ করুন এবং সেখানে আমি সম্মতি দিচ্ছি অপশনে প্রবেশ করে পরবর্তী ধাপে চলে যান। এটি হচ্ছে জাতীয় সার্বজনীন পেনশন ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার লিংক।
দ্বিতীয় ধাপ
এই ধাপ ে প্রার্থীদের কে অবশ্যই তার কিছু প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট করতে হবে। কেমন জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস। তথ্যগুলো সঠিকভাবে বসানোর পর আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে।
তৃতীয় ধাপ
এই ধাপে অবশ্যই আপনাকে পিতা মাতার নামসহ বার্ষিক ইনকামের সকল তথ্যগুলো দিতে হবে। অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আয়ের তথ্যগুলো এবং ঠিকানা গুলো প্রবেশ করাতে হবে এই অপশনে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন কখনো যেন এই তথ্য দিতে ভুল না হয়। তথ্যগুলো পূরণ করার পর আবার পরবর্তী ধাপে চলে যান।
চতুর্থ ধাপ
জাতীয় সার্বজনীন পেনশন ওয়েবসাইট এবং সার্বজনীন পেনশন আবেদন করার নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এটি। কারণ এখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কোন প্যাকেজ নিয়ে পেনশনের সুবিধা ভোগ করতে চাচ্ছেন এবং আপনার ব্যাংক ইনফরমেশন গুলো। আর এই ধাপ পূরণ করার সময় আপনাকে ভেবে চিন্তে তারপর পূরণ করতে হবে। সকল তথ্যগুলো পূরণ করার পর আপনি পরবর্তী ধাপে গেলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।
এভাবেই মূলত জাতীয় পেনশন ভোগ করতে পারবে একজন বাংলাদেশের নাগরিক। আবেদন করার সময় তথ্যের দিক থেকে সব সময় খেয়াল রাখতে হবে যাতে কোন তথ্য ভুল না হয়ে যায়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। রেজিস্ট্রেশন করার সময় যার নমিনি দিবেন আপনার মৃত্যুর পর সে সকল টাকা গুলো পেয়ে যাবে। অবশ্যই নমুনি দেওয়ার ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।
সার্বজনীন পেনশন ওয়েবসাইট এ আবেদন করার নিয়ম পাশাপাশি সকল তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন কিছু জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত দেখুন।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩