Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১০:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশসহ ‌১৫০ টি দেশে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাংলাদেশসহ ‌১৫০ টি দেশে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, যার মাধ্যমে একে অপরের সাথে কানেক্ট হতে পারবে খুব সহজভাবে এবং বিভিন্ন ধরনের ফিচার উপভোগ করতে পারবেন। আমাদের আর্টিকেলটি এ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে।

আমাদের দেশসহ সারা বিশ্বে বিভিন্ন দেশে চালু রয়েছে হোয়াটসঅ্যাপ। প্রায় কয়েক মিলিয়ন ব্যবহারকারী রয়েছে এখানে। মূলত এটি হচ্ছে মেসেজিং এবং কলিং সোসিয়াল অ্যাপ। যার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে কথা বলতে পারে এবং তথ্য আদান-প্রদান করতে পারে। এই ধরনের আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযুক্ত এই অ্যাপটি।

যদিও প্রথম অবস্থায় এটি অন্য একজনের মালিকাধীন ছিল কিন্তু পরবর্তী সময়ে ফেসবুক এটি কিনে নেয়। এরপর থেকে মেয়েটার সাথে যুক্ত হয়ে যায় হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের আপডেট ফিচার দেওয়া হয়ে থাকে। এর ভিতরে নানা ধরনের ফিচার থাকলেও গ্রাহকদেরকে আরো আকৃষ্ট করতে এবং ব্যবহারের সুবিধার্থে এই ফিচারগুলো যুক্ত করা হয়।

বাংলাদেশসহ ‌১৫০ টি দেশে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল

প্রতিবারের মতো এবারও যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে। আমরা অথবা আপনারা হয়তো শুনেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি নিয়ে কিন্তু কখনো কি শুনেছেন হোয়াটসঅ্যাপ চ্যানেল সম্পর্কে? হয়তোবা আপনারা শুনেছেন ইউটিউব চ্যানেল কিংবা টেলিগ্রাম চ্যানেল।

 ঠিক তেমনভাবে নতুন ফিচার নিয়ে এসেছে এই জায়ান্ট কোম্পানি। বাংলাদেশ সহ মোট ১৫০ টি দেশে চলবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল। এর মাধ্যমে সংযুক্ত ব্যক্তিরা মেসেজ দেখতে পারবে অথবা অন্যান্য ফিচার উপভোগ করতে পারবে ৩০ দিন সময় পর্যন্ত। কোন ব্যবহারকারী অথবা subscriber এখানে কোন মেসেজ বা অন্যান্য তথ্য পাঠাতে পারবে না। তবে এক্ষেত্রে রিয়াক্ট প্রদান করতে পারবে। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ ফিচার এর মূল।

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ এটা নিয়ে পূর্বে কথা বলল অবশেষে এটি বাস্তবে রূপেতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে। এর মধ্যে আরো কি কি ফিচার থাকবে তা জানা যাবে যখন সম্পূর্ণভাবে চালু হবে তখন। এ বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। তবে যাই হোক চালু হয়ে গেছে বাংলাদেশসহ ১৫০ টি দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়