ইমরান আল মামুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম
আজকের প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে। আমাদের এই প্রতিবেদনটি আপনি শেষ পর্যন্ত পড়েন তাহলে বাসায় বসে খুব সহজে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি নিজেই খুলতে পারবেন। এখন আমরা এ বিষয়টি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানিয়ে দিব।
যত প্রকার মেসেজিং এবং কলিং ইন্টারনেট যুক্ত অ্যাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রেটিরা পর্যন্ত এই অ্যাপটি ব্যবহার করে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি ব্যবহার করার জন্য কোন ধরনের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হয় না। ফ্রিতে যদি কেউ ভালো ইন্টারনেট যুক্ত কলিং অ্যাপ খুঁজে থাকে তাহলে তার জন্য এটি একদম উপযুক্ত।
কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে হয় সে নিয়ম জানার পূর্বে আমরা এখন জানবো কিছু এ কোম্পানি সম্পর্কে। সর্বপ্রথম এটি ইন্ডিভিজুয়াল ভাবে অর্থাৎ একক ভাবে তৈরি করেছিল। তারপর সেই মালিক বিক্রি করে দেয় জায়ান্ট ফেসবুক কোম্পানির কাছে। তারপর থেকেই ম্যাটার অন্তর্ভুক্ত হয় এই অ্যাপটি। এর ব্যবহারকারীর সংখ্যা কয়েক মিলিয়ন এবং প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে ১০ মিলিয়নের অধিক।
হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম
যত দিন যাচ্ছে এর ব্যবহারকারী তত বৃদ্ধি পাচ্ছে। আর নানা ধরনের ফিচার যুক্ত করছে এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি। বর্তমানে ফেসবুক এর মত এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ স্টোরি। আর তো সেই সাথে রয়েছে চ্যাটিং এবং কলিং। সম্প্রীতি সময়ে টেলিগ্রাম চ্যানেল এবং instagram চ্যানেলের মত নতুন একটি ফিচার নিয়ে এসেছে এই হোয়াটসঅ্যাপ। এই ফিচারটির মাধ্যমে নানা ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
এমনটাই ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবাগ ঘোষণা দিয়েছেন বর্তমান সময়ে। বাংলাদেশসহ মোট ১৫০ টি দেশে চালু হয়েছে এই ফিচারটি। যারা বেশ কয়েকদিনের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন। তবে বেশ কিছু সেলিব্রেটি এবং বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিরা এ ফিচারটি ইতিমধ্যে পেয়ে গেছে। শীঘ্রই সাধারণ ব্যবহারকারীরা এই চ্যানেলটি খুলতে পারবেন। ভাই নিচে থেকে দেখে নিন হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে।
কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে হয়
আপনি যদি এখানে একটি চ্যানেল খুলতে চান তাহলে প্রথমে আপনার কম্পিউটারে অথবা মোবাইলে একটি whatsapp অ্যাপ ইন্সটল করে নিতে হবে। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই খুলে নিন একটি চ্যানেল।
প্রথম ধাপ
আপনি যদি এখানে একটি চ্যানেল খুলতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই অ্যাপটিতে প্রবেশ করতে হবে। অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট খুলে তারপর সেখান থেকে আপডেট অপশনে প্রবেশ করুন। আর হ্যাঁ অবশ্যই আপনাকে ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নিতে হবে।
দ্বিতীয় ধাপ
আপডেট অপশনের পাশে দেখতে পারবেন যোগ চিহ্নর মত একটি আইকন। এরপর এই আইকনে ক্লিক করুন। আইকনটিতে ক্লিক করার পর Creat channel নামের একটি অপশন দেখতে পারবেন। এখন এই অপশনটিতে প্রবেশ করুন।
তৃতীয় ধাপ
এই অপশনটিতে প্রবেশ করার পর continue নামের অপশন দেখতে পারবেন। এই অপশনটিতে প্রবেশ করে সেখানে চ্যানেলের নাম এবং এ ডিসক্রিপশন সুন্দরভাবে সাজিয়ে লিখবেন। সঙ্গে আপনি যদি চ্যানেলের কোন প্রোফাইল দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন এখান থেকে। হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম এর মধ্যে এটি সর্বশেষ ধাপ। এর পর ক্রিয়েট চ্যানেল বাটনে প্রেস করলেই আপনারা চ্যানেলটি সফলভাবে খুলতে পারবেন।
উপরের এই নিয়ম অনুসারে মূলত চ্যানেল খোলা হয়ে থাকে। কম্পিউটার ডিভাইস অথবা আইফোন দিয়ে এই চ্যানেল খুলতে পারবেন খুব সহজে।
কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে বের করতে হয়?
সাধারণ মানুষের মধ্যে অনেকের এই অপশনটি না আসলেও যারা সেলিব্রেটি অথবা বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করে তারা এটি খুলে ফেলেছে। যদিও এখনো সার্চ অপশনটি আসেনি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার জন্য সেহেতু বিভিন্ন উপায় দেখতে পারেন।
যারা whatsapp চ্যানেল তৈরি করেছেন তাদের অনেকেই চ্যানেলের লিংক শেয়ার করে থাকে। বন্ধু বান্ধব করে থাকে তাহলে তাদের কাছ থেকে লিংক চেয়ে নিতে পারেন অথবা যদি কোন ব্র্যান্ড হয় তাহলে তাদের প্রোফাইল থেকে দেখে নিতে পারেন।
বর্তমানে যারা খুলেছেন তাদের বেশিরভাগই হোয়াটসঅ্যাপে সাজেশনে দেখিয়ে থাকে। এজন্য প্রবেশ করুন আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টে। এরপর আপডেট অপশনে প্রবেশ করে খুঁজে নিন আপনার কাঙ্খিত চ্যানেলটি।
যদি তাদের কন্টাক্ট ইনফো থাকে তাহলে সেটের মাধ্যমে আপনারা খুঁজে দিতে পারবেন ফাইন্ড চ্যানেল নামের অপশন থেকে। এখান থেকে আপনারা খুব সহজেই এই অপশনটি খুজে পেয়ে যাবেন।
আশা করা যাচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে জানলেন। এইরকম আরো অন্যান্য চ্যানেল এবং বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন।
বাংলাদেশসহ ১৫০ টি দেশে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩