Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৬:০৭, ১ জুলাই ২০২৪

জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম

এই প্রতিবেদনে আমরা জানবো জন্ম নিবন্ধন অনলাইন কিনা। অর্থাৎ কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এই প্রতিবেদনে। চলুন তাহলে আমরা দেখে নেই ‌How to check online birth certificate.

প্রতিটি দেশের মতো বাংলাদেশের ও কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে নাগরিকত্বের ক্ষেত্রে। যখন একজন মানুষের বয়স ১৮ বছর হয় তাকে নাগরিত্ব দেওয়া হয় পূর্ণাঙ্গভাবে। আর দেয়া হয় তাকে ভোটাধিকার। আর সেই সঙ্গে দেওয়া হয় জাতীয় পরিচয় পত্র অথবা ন্যাশনাল আইডি কার্ড। কিন্তু যারা ১৮ বছরের নিচে তাদের জন্য রয়েছে জন্ম নিবন্ধনের ব্যবস্থা। এটি করতে হয় শিশুর ইউনিয়ন পরিষদ থেকে। পূর্বে ম্যানুয়াল ভাবে জন্ম নিবন্ধন থাকলেও এখন অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। কিন্তু আবেদন এবং জন্ম নিবন্ধন করার পর তা দেখে দিতে হয় সেটি অনলাইন হয়েছে কিনা। যদি অনলাইন না হয় সেক্ষেত্রে ওই ডকুমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব হয় না। চলুন আমরা নিচে থেকে দেখি কিভাবে এই অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন সে বিষয়টি সম্পর্কে।

জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম

যদি আপনাকে কোন সিরিয়াল নম্বর অথবা জন্ম নিবন্ধন দিয়ে থাকে সেটা দিয়ে ঘরে বসে চেক করতে পারবেন। কিভাবে চেক করতে হবে সে বিষয়টি পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা হচ্ছে নিচে এখন। এজন্য জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা সরাসরি এই লিঙ্কে প্রবেশ করতে পারেন। এখানে প্রবেশ করার পর জন্ম নিবন্ধন চেক নামের একটি অপশন পাওয়া যাবে। এখানে প্রবেশ করে প্রাপ্ত জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে সরাসরি একটি ব্রাউজার ওপেন হবে। 

সেখানে যদি সকল তথ্যগুলো আসে তাহলে এই জন্ম নিবন্ধনটি অনলাইন করা হয়েছে। আর যদি তথ্য না আসে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে ভুয়া অথবা অনলাইন হয়নি। সাধারণত সাত দিনের মধ্যে অনলাইন হয়ে যায়। যদি কারো জন্ম নিবন্ধন অনলাইন না হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন এবং করে নিন সমাধান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়