Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:১৩, ২৯ জুলাই ২০২৪

গ্রাহকরা ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন

সকল অপারেটর গ্রাহকরা ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন। আর ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য কি কি বিষয়ের প্রয়োজন সে বিষয় নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন সাজানো হয়েছে। নিচে থেকে আমরা দেখে নেব কিভাবে এই ফ্রি ইন্টারনেট পাবেন এবং কি কারনে।

বাংলাদেশে কোটা যদি আন্দোলন চলমান ছিল প্রায় এক সপ্তাহের বেশি সময় জুড়ে। এই বিষয়কে কেন্দ্র করে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল ৫ দিন। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল এক সপ্তাহের অধিক সময়। গত রবিবার বিকাল তিনটায় অফিসিয়াল ভাবে সারা দেশ জুড়ে সকল মোবাইল অপারেটরের ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল গত সপ্তাহের বুধবার রাত থেকে। এরপর থেকে সারা বাংলাদেশে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায় এবং সকল কার্যক্রম করতে ব্যাহত হয়। দেশের নিরাপত্তা স্বার্থে এবং অন্যান্য সমস্যার কারণে এই ইন্টারনেট সংযুক্ত বিচ্ছিন্ন করা হয়। তবে এক্ষেত্রে যে সমস্যাটি হয়েছিল সেটি হচ্ছে অনেক ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট প্যাকেজ কেনা ছিল। আর অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীর এই প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যার কারণে অনেকের এক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছেন। 

৫ জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা

এই সমস্যার কথা বিবেচনা করে গ্রাহকদেরকে ফ্রিতে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সকল অপারেটরে ব্যবহারকারীরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৭২ ঘন্টা সময় পর্যন্ত। তবে এই ফ্রি ইন্টারনেট ছাড়া পাবেন সে বিষয়ে রয়েছে নিয়ম। 

সকল অপারেটরের গ্রাহকরা এই সুবিধা ভোগ করতে পারলো রয়েছে কিছু সীমাবদ্ধতা। কারণ গ্রাহকদেরকে দেওয়া হচ্ছে ৫ জিবি ইন্টারনেট। যা ব্যবহার করতে পারবে ৭২ ঘন্টা সময় পর্যন্ত। তবে এই ইন্টারনেট তারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ পারবেন যাদের ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হয়েছে ইন্টারনেট বন্ধের ১০ দিন সময় কালে তারা। অর্থাৎ ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের ইন্টারনেট প্যাকেজ শেষ হয়েছে তারাই পাচ্ছেন এই সুবিধা। আর অবশ্যই কমপক্ষে ১.৫ জিবি ডাটা প্যাকেজ অবশিষ্ট থাকতে হবে। অর্থাৎ এই পরিমাণ ডাটা প্যাকেজ যাতে অবশিষ্ট ছিল তারাই পরিপূর্ণভাবে এই ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়