Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৮:১৭, ১৫ আগস্ট ২০২৪

বিকাশে টাকা পাঠানোর নিয়ম

টেক বিষয়ক আলোচনায় আজকে রয়েছে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে। অর্থাৎ কিভাবে খুব সহজে ঘরে বসে How to send money from Bkash. আর এই প্রসঙ্গ নিয়েই তৈরি করা হয়েছে আজকের এই প্রতিবেদন।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিকাশ। তাদের তথ্য অনুসারে সারা বাংলা জুড়ে প্রায় ১০ লক্ষ গ্রাহক রয়েছে। যারা সরাসরি এই বিকাশ ব্যবহার করে থাকেন। অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর একটি বড় জায়গা দখল করে রেখেছে এই ব্যাংকিং সেবা। ১০ টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা সম্ভব হাতের মোবাইল ফোন দিয়েই। মোবাইল রিচার্জ, ‌ বিদ্যুৎ বিল থেকে শুরু করে যাবতীয় সকল বিল,‌ এবং পেমেন্টও করা সম্ভব হয়। ব্যবহারে তুলনামূলকভাবে সহজ হওয়ার কারণে আরো ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এর ব্যবহারকারী রয়েছে সাধারণ এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিন্তু অনেকেরই জানা নেই কিভাবে এক বিকাশ একাউন্ট থেকে অন্য বিকাশ একাউন্টে টাকা প্রেরণ করতে হয়। আর সে বিষয় নিয়েই এখন আমাদের এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে। এ প্রতিবেদন পড়লে আপনি ঘরে বসেই খুব সহজে নিজে নিজেই বিকাশে টাকা পাঠাতে পারবেন।

বিকাশে টাকা পাঠানোর নিয়ম

মূলত দুটি পদ্ধতিতে টাকা পাঠানো যায়। একটি হচ্ছে সাধারণ মোবাইল দিয়ে ডায়াল কোডের মাধ্যমে। আরেকটা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। দুটি বিষয় দিয়েই এখন এই প্রতিবেদনে আলোচনা করা হবে।

বাটন মোবাইল দিয়ে বিকাশ‌ সেন্ড মানি করার নিয়ম

  • যেই সিমে বিকাশ একাউন্ট রয়েছে সেই সিমের থেকে ডায়াল করতে হবে *২৪৭#।
  • উপরের নাম্বার ডায়াল করার পর তারপর দেখা যাবে Send Money নামের একটি অপশন রয়েছে। এবারের এই অপশনে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করাতে হবে যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন ঐ নাম্বার। তবে হ্যাঁ ঐ মোবাইল নম্বরে অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে।
  • মোবাইল নম্বর প্রবেশ করানোর পর পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে আসবে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সে বিষয়টি। সেন্ড মানি করার ক্ষেত্রে সর্বনিম্ন ১০ টাকা প্রেরণ করতে হয়। যদিও এর থেকে কম করা যায় কিন্তু সেটি গিফট হিসাবে দেওয়া প্রেরণ করতে হবে। আর বিকাশে টাকা পাঠানোর নিয়ম এর মধ্যে সর্বনিম্ন দশ টাকা প্রেরণ করতে হবে। 
  • টাকার অ্যামাউন্ট বসানোর পর, পরবর্তী ধাপে একটি রেফারেন্স  দিতে হবে। এটি ইচ্ছা খুশিমতো দেওয়া যাবে। রেফারেন্স বসিয়ে সর্বশেষ ধাপে পাসওয়ার্ড দিয়ে ওকে করলে টাকা চলে যাবে সঙ্গে সঙ্গে।

তবে পাসওয়ার্ড দেওয়ার পূর্বে একটি প্রিভিউ দেখা যাবে। সেখানে উল্লেখ রয়েছে কত টাকা এবং কোন নাম্বারে পাঠাচ্ছেন সে বিষয়টি। সেটি যাচাই করে তারপরে প্রেরণ করতে পারবেন

বিকাশ অ্যাপসের মাধ্যমে সেন্ড মানি করার নিয়ম 

বিভিন্ন উপায়ে টাকা পাঠানোর নিয়মের মাধ্যমে অন্যতম একটি সহজ পদ্ধতি হচ্ছে এই মোবাইল অ্যাপ। এজন্য বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে এবং প্রথমেই দেখতে পাবেন সেন্ড মানি নামের একটি অপশন। এবার এই অপশনটিতে প্রবেশ করতে হবে। 

প্রথমে বসাতে হবে আপনি কোন নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি। এরপর টাকার পরিমাণ এবং রেফারেন্স দিতে হবে। সর্বশেষ পিন নম্বর দিয়ে সাবমিট করলেই টাকা সরাসরি চলে যাবে ঐ অ্যাকাউন্টে।

এটি হচ্ছে বিকাশে টাকা পাঠানোর নিয়ম। বিকাশ এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে আপডেট তথ্যগুলো জানার জন্য আমাদের তথ্যপ্রযুক্তি কলাম পড়ুন নিয়মিত।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়