আন্তর্জাতিক ডেস্ক
জ্বালানি সহযোগিতা চুক্তি সই করলো ফ্রান্স-আমিরাত
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/france-UAE-deal-eyenews-2207191446.jpg)
ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের সরকার জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার দেশ দুটির মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে ফরাসি সরকার জানিয়েছে। খবর রয়টার্সের।
ফরাসি সরকার এক বিবৃতিতে বলেছে, এই অংশীদারিত্বের লক্ষ্য ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোথাও হাইড্রোজেন, নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তির খাতে যৌথ বিনিয়োগ প্রকল্পগুলো চিহ্নিত করা।
বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে অনিশ্চিত শক্তির প্রেক্ষাপটে এই চুক্তিটি সহযোগিতার জন্য একটি স্থিতিশীল দীর্ঘমেয়াদি কাঠামোর পথ প্রশস্ত করবে। সেইসাথে নতুন শিল্প চুক্তির পথ উন্মুক্ত করবে।
বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে পশ্চিমারা। নিজেদের জ্বালানি সংকট মোকাবেলা করতে দেশগুলো এখন মরিয়া হয়ে মধ্যপ্রাচ্যের সহায়তার দিকে তাকিয়ে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মধ্যপ্রাচ্যে সফর করছেন।
এদিকে মে মাসে আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তার সৎ ভাইয়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বিদেশী রাষ্ট্রীয় সফর। জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ফ্রান্সে থাকবেন তিনি।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন