আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ১৭ হাজার ছাড়িয়েছে
![ভূমিকম্পে ধ্বসে পড়া ভবনের স্তুপে বসে অশ্রুসজল চোখ মুছছেন এক ক্ষতিগ্রস্থ। ছবি- সংগৃহীত ভূমিকম্পে ধ্বসে পড়া ভবনের স্তুপে বসে অশ্রুসজল চোখ মুছছেন এক ক্ষতিগ্রস্থ। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2023February/তুরস্ক-সিরিয়ায়-ভূমিকম্পে-মৃত্যু-১৭-হাজার-ছাড়িয়েছে-eyenews-2302091916.jpg)
ভূমিকম্পে ধ্বসে পড়া ভবনের স্তুপে বসে অশ্রুসজল চোখ মুছছেন এক ক্ষতিগ্রস্থ। ছবি- সংগৃহীত
তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। যারমধ্যে শুধুমাত্র তুরস্কেই মারা গেছেন ১৪ হাজার মানুষ। আর সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে সময়ের সাথে সাথে। সেই সঙ্গে আটকে পড়া জীবিতদের উদ্ধারের আশাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে! খবর আল জাজিরার।
ভূমিকম্পের পর তুরস্কে উদ্ধার তৎপরতায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। ধীরগতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় পর্যাপ্ত ত্রাণসহায়তা পৌঁছায়নি বলেও অভিযোগ তাদের। তবে তুর্কি প্রেসিডেন্ট বলছেন, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় কোনো পূর্বপ্রস্তুতিই যথেষ্ট নয়।
স্মরণকালের এ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে লাখো মানুষের জীবন। সময় যত গড়াচ্ছে ততোই বাড়ছে অনিশ্চয়তা। সর্বস্ব হারিয়ে দুর্যোগপ্রবণ এলাকায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে।
মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাত। তীব্র শীত উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের ভেতর প্রাণের সন্ধানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন: ভাবলাম শহরে অ্যাটম বোম পড়েছে: ভূমিকম্প থেকে বেঁচে ফেরা নিহাত
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্কের গাজিয়ানতেপসহ আশপাশের এলাকা। ভূমিকম্পে বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি ধসে পড়েছে বহু মহাসড়ক। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। যার কারণে তুরস্কের হাতায় ও সিরিয়ার আলেপ্পো শহরের দুর্গম এলাকায় পৌছাতে পারছেন না উদ্ধার্মীরা। দ্রুত উদ্ধার অভিযান শুরু করতে না পারায় বাড়ছে হতাহতের সংখ্যা।
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ২০ হাজার ছাড়াতে পারে
যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তাও। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে চরম মানবেতর দিন পার করছেন এসব অঞ্চলের বাসিন্দারা।
তুরস্কের পাশাপাশি সিরিয়ার আলেপ্পো শহরেও একই অবস্থা। বিভিন্ন মহাসড়ক ধসে পড়ায় চলতে পারছে না কোনো যানবাহন। যুদ্ধকবলিত দেশটিতে ভূমিকম্প যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। ত্রাণ সহায়তা না পৌঁছায় দেখা দিয়েছে মানবাবিক সংকট।
এদিকে বাংলাদেশ এই ঘটনায় সমবেদনা জানিয়েছে। সেই সঙ্গে তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়ে বাংলাদেশ থেকে ৪৬ সদস্যের উদ্ধারকারী দল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ছেড়ে গেছে।
জানা গেছে উদ্ধারকারী এ দলে রয়েছেন সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন এবং ১০ জন চিকিৎসক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, উদ্ধারকারী দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. রুহুল আমিন। তুরস্কে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাতে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন