আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে আজ রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন
তুরস্কে চলছে দ্বিতীয় দফার নির্বাচনী পরিবেশ। আজ তুরস্কে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ভাবে জানা যাবে কে হবে তুরস্কের আগামী প্রেসিডেন্ট।
রোববার (২৮ মে) অনুষ্ঠিত হবে তুরস্কে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন।
এর আগে গত ১৪ মে দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হয়েছিল। কিন্তু সরকার গঠন করতে দরকার যে ৫০ শতাংশের বেশি ভোট। যা প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এবং প্রধান বিরোধী দলীয় নেতা কামাল কিলিচদারোগলুর কেউই পান নি। ফলে রোববার দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তুরস্কের স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) ভোটগ্রহণ শুরু হবে। দুই দশকের বেশি সময় যাবত তুরস্ক শাসন করা এরদোগান প্রথমবারের মতো রান অফ ভোটের মুখোমুখি হচ্ছেন।
তুরস্কের ভোটারদের অনেকে মনে করছেন, দ্বিতীয় দফায় বিজয়ী হবেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এর মধ্য দিয়ে তার ২০ বছরের শাসনকাল আরো ৫ বছর বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, প্রথম দফার ভোটে এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম রাউন্ডেই জিতেছিলেন এরদোগান।
১৪ মে’র ভোটের দৌড়ে জনমত জরিপগুলো কিলিচদারোগলুকে এগিয়ে রেখেছিল। কিন্তু এরদোয়ান প্রত্যাশার চেয়ে ভালো করেছেন এবং এখন জয়ের জন্য গতি পেয়েছেন।
সূত্র: আল-জাজিরা
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন