আন্তর্জাতিক ডেস্ক
শরিয়াহ আইন ভঙ্গ করে বিয়ের অভিযোগে অভিযুক্ত ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ছবি- সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন ভঙ্গ করে বিয়ে করার অভিযোগে তোলেছেন দেশটির একটি আদালত। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত একটি আদালত এ অভিযোগ গঠন করেন।
গত মাসে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার নামে মামলাটি করেন বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই বুশরা ইমরান খানকে বিয়ে করেছেন। যদিও, ইমরান খান ও বুশরা বিবি এ অভিযোগ অস্বীকার করেছেন।
ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন। তাই সেখানেই আদালত বসিয়ে প্রতারণামূলক এ মামলার বিচার চলছে। অভিযোগ গঠনের দিন ইমরান খান আদালতে উপস্থিত ছিলেন। তবে, এদিন উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী বুশরা বিবি।
এ দিকে ইমরান খান দম্পতির বিরুদ্ধে ওঠা এ অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশেষ ওই দেওয়ানি আদালতের বিচারক কুদরত উল্লাহ। কারণ, বুশবা বিবি উপস্থিত না থাকায় এর আগেও একবার অভিযোগ গঠনের দিন পেছাতে হয়েছিল।
এদিকে মঙ্গলবারে আদিয়ালা কারাগারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী নেতা ইমরান খান বলেছেন, তাঁর দলের ওপর দমন-পীড়ন চলছে। আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই চমক দেখাবে বলে আশা তাঁর।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’