Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১ অক্টোবর ২০২৪

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। 

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ‘সীমিত’ পরিসরে হামলা চালাচ্ছে বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায়, সীমিত পরিসরে’ স্থল অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। অভিযানে কেবল ‘উত্তর ইসরায়েলের জনগণের প্রতি তাৎক্ষণিক হুমকি’ প্রতিরোধে তাদের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোয় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়।

তারা আরো জানিয়েছে, তাদের বিমান ও আর্টিলারি বাহিনী ‘সুনির্দিষ্ট হামলা’ পরিচালনায় সহায়তা করছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়