Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ৩ অক্টোবর ২০২৪

ইসরায়েলের হামলায় লেবাননে বাস্তুচ্যুত ১২ লাখ মানুষ 

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

লেবানন-ইসরায়েল-ইরান ত্রিমুখী সংঘাত বাধার পর থেকে ফিলিস্তিনের পাশাপাশি হিযবুল্লাহ অধ্যুষিত লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার রাতভর লেবাননে ইসরায়েলের হামলায় ৪২ জন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এসব হামলায় লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। 

বুধবার (০২ অক্টোবর) লেবাননের মন্ত্রী পরিষদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, বেশিরভাগ বাস্তুচ্যুত মানুষ পরিবারসহ নিজ বাড়ি ছেড়ে অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। অনেকে নতুন জায়গায় বাড়ি ভাড়া নিয়েছে। অনেকে সরকারি-বেসরকারি আশ্রয়কেন্দ্রে উঠেছে।

প্রতিবেদনে জানানো হয়, লেবানন থেকে হাজার হাজার মানুষ বিমানে অন্যত্র চলে গিয়েছে বিশেষ করে সিরিয়াতে।

২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে দেখা যায়, ২ লাখ ৩৪ হাজার ২৩ জন সিরীয় এবং ৭৬ হাজার ২৬৯ জন লেবাননের নাগরিক সিরিয়াতে প্রবেশ করেছে। 

বাস্তুচ্যুতদের জন্য লেবাননে ৮৬৭টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এর মধ্যে ৬৪৩টি পূর্ণ হয়ে গিয়েছে।

এদিকে বৈরুত ও এর শহরতলিতে  হিজবুল্লাহর কর্মকর্তাদের ও স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। পাশাপাশি সীমিত আকারে স্থল অভিযানও শুরু করেছে। এরই মধ্যে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাশাপাশি বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দারা নিরাপদ এলাকায় আশ্রয়ের সন্ধানে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্রভাবে বেড়েছে, যা নিয়ে ঐ অঞ্চলে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়